অবিশ্বাস্য অফার, সর্বোচ্চ ৩৫ হাজার টাকা ডিসকাউন্টে iPhone 13 কেনার সুযোগ, কোথায় পাবেন

আপনার কী এই মুহূর্তে একটি ব্র্যান্ড নিউ আইফোন কেনার পরিকল্পনা আছে? তাহলে আপনার জন্য রয়েছে একটি দারুণ সুখবর! আসলে,...
SUPARNA 21 May 2022 7:40 PM IST

আপনার কী এই মুহূর্তে একটি ব্র্যান্ড নিউ আইফোন কেনার পরিকল্পনা আছে? তাহলে আপনার জন্য রয়েছে একটি দারুণ সুখবর! আসলে, ভারতের অন্যতম জনপ্রিয় ইলেক্ট্রনিক্স রিটেল স্টোর Croma, ২০২১ সালে আগত iPhone 13 মডেলের ১২৮ জিবি স্টোরেজ অপশনের সাথে ১০,০০০ টাকা পর্যন্ত ভারী ছাড়ের ঘোষণা করেছে। তবে, ডিসকাউন্টের পাশাপাশি ক্যাশব্যাক এবং এক্সচেঞ্জ বোনাসের মতো একাধিক অফারের সুবিধাও উপলব্ধ করা হয়েছে। সেক্ষেত্রে, যেসকল গ্রাহকেরা ডিসকাউন্ট সহ যাবতীয় অফার হস্তগত করতে পারবেন, তারা ৪৫,০০০ টাকারও কম খরচ করে ১৩তম প্রজন্মের আইফোন মডেলটিকে কিনে নিতে পারবেন। অর্থাৎ, প্রায় ৩৫,৫০০ টাকার বিশাল ছাড় পেয়ে যেতে পারেন অ্যাপল প্রেমীরা, যা এককথায় অবিশ্বাস্য!

Croma -এ iPhone 13 ফোনের সাথে উপলব্ধ অফারের তালিকা

আইফোন ১৩ এর ১২৮ জিবি স্টোরেজ অপশনকে ভারতে ৭৯,৯০০ টাকায় নিয়ে আসা হয়েছিল। তবে বর্তমানে রিটেল স্টোর ক্রোমতে এই মডেলের সাথে অবিশ্বাস্য ১০,০০০ টাকার ডিসকাউন্ট অফার করা হচ্ছে। যারপর ফোনটির দাম কমে ৬৯,৯০০ টাকা দাঁড়িয়েছে। তবে, ডিসকাউন্ট বাদেও একাধিক অফার উপলব্ধ রয়েছে উক্ত আইফোনের সাথে। যেমন, HDFC ব্যাঙ্কের ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার করার ক্ষেত্রে ৪,০০০ টাকার ক্যাশব্যাক দেওয়া হবে। যার দরুন, ফোনটিকে ৬৪,৯০০ টাকায় কিনে নেওয়া যাবে।

তদুপরি, আপনার কাছে যদি একটি পুরানো আইফোন থাকে, তাহলে আইফোন ১৩ ক্রয় করার ক্ষেত্রে এক্সচেঞ্জ অফারের সুবিধাও পেয়ে যাবেন। যেমন, আইফোন ১১ (iPhone 11) মডেলের ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের পরিবর্তে আইফোন ১৩ কিনলে সর্বোচ্চ ১৬,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস অফার করা হবে। আবার, ১২৮ জিবি স্টোরেজ অপশনের আইফোন ১১ মডেলকে আপগ্রেড করে লেটেস্ট আইফোনটি কিনতে চাইলে দেওয়া হবে ১৮,৪২০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস। একইভাবে, আপনি যদি আইফোন ১২ (iPhone 12) মডেলের ৬৪ জিবি ট্রেড-ইন করতে চান, তবে ২১,৫৪০ টাকা পর্যন্ত অফ পেয়ে যাবেন। এক্ষেত্রে যেসকল গ্রাহকেরা আইফোন ১১ ট্রেড করছেন, তারা পুরো এক্সচেঞ্জ ভ্যালু প্রাপ্ত করতে পারলে মাত্র ৪৯,৯০০ টাকায় নতুন আইফোন ১৩ হাতে পেয়ে যাবেন। আর আইফোন ১২ এক্সচেঞ্জ করলে, কেবল ৪৪,৪৫০ টাকা খরচ করে বাড়ি নিয়ে আসতে পারবেন একটি ঝাঁচকচকে আইফোন ১৩। দেখতে গেলে, ক্রোমার এই অফার যথেষ্টই লাভজনক ও সাশ্রয়ী।

iPhone 13 স্পেসিফিকেশন

ফিচারের কথা বললে, অ্যাপল আনীত আইফোন ১৩ ফোনে, একটি ৬.১ ইঞ্চির সুপার রেটিনা XDR‌ ডিসপ্লে রয়েছে। ফাস্ট পারফরম্যান্স অফার করার জন্য এটি সংস্থার নিজেস্ব এ১৫ বায়োনিক (A15 Bionic) প্রসেসর সহ এসেছে। ডিভাইসটি, আইওএস ১৫ অপারেটিং সিস্টেম দ্বারা চালিত। এতে ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ পাওয়া যাবে। তদুপরি ক্যামেরা ফ্রন্টের ক্ষেত্রে, ১৩তম প্রজন্মের আইফোন সিরিজের এই স্ট্যান্ডার্ড মডেলে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এগুলি হল - ১২ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ১২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর। আর, পাওয়ার ব্যাকআপের জন্য আইফোন ১৩ মডেলে, ৩,২৪০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে।

Show Full Article
Next Story