iPhone 13 কেনার শখ এবার পূরণ হবে, পাওয়া যাচ্ছে ৪৬,৭০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার
গত বছর সেপ্টেম্বর মাসে অ্যাপল (Apple) বিশ্বব্যাপী মার্কেটে লঞ্চ করে তাদের iPhone 13 ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজটি। এই...গত বছর সেপ্টেম্বর মাসে অ্যাপল (Apple) বিশ্বব্যাপী মার্কেটে লঞ্চ করে তাদের iPhone 13 ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজটি। এই সিরিজের অধীনে রেগুলার iPhone 13, iPhone 13 Mini, iPhone 13 Pro এবং iPhone 13 Pro Max- এই চারটি মডেল বাজারে পা রাখে। এখন ভারতে অ্যামাজন (Amazon) এবং ফ্লিপকার্ট (Flipkart)- এর মতো ই-কমার্স সাইট সহ অ্যাপল ইন্ডিয়া (Apple India) ওয়েবসাইটে iPhone 13 মডেলটি বিভিন্ন অফার সহ কেনার জন্য উপলব্ধ হয়েছে। যদিও অ্যাপলের ভারতীয় শাখার সাইটে স্মার্টফোনটির উপর ফ্লাট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে না। তবে ই-কমার্স প্ল্যাটফর্মগুলিতে ফোনটির দামের ওপর ৫,০০০ টাকা ছাড় এবং ব্যাঙ্কের অফারও পাওয়া যাবে৷ এমনকি ই-কমার্স সাইটগুলি iPhone 13-এর বিক্রয় মূল্য আরও কমাতে সাহায্য করতে পারে। এই ফোনের তিনটি স্টোরেজ অপশন রয়েছে এবং গ্রাহকরা হ্যান্ডসেটটিকে রেড, স্টারলাইট, মিডনাইট ব্ল্যাক, নীল, সবুজ এবং পিঙ্ক কালারের মধ্যে থেকে বেছে নিতে পারবেন। আসুন জেনে নেওয়া যাক অ্যামাজন, ফ্লিপকার্ট এবং অ্যাপল ইন্ডিয়া ওয়েবসাইটগুলিতে এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি কোন দামে কি কি অফারের সাথে পাওয়া যাচ্ছে।
Apple India ওয়েবসাইট iPhone 13-এর মূল্য ও অফার
অ্যাপল ইন্ডিয়া ওয়েবসাইটে আইফোন ১৩-এর জন্য প্রথমেই গ্রাহকরা একটি এক্সচেঞ্জ অফার বেছে নিতে পারবেন। যদি আগ্রহী ক্রেতারা এই অপশনটি নির্বাচন করেন, তাহলে সংস্থা দামের ওপর ৪৬,৭০০ টাকা পর্যন্ত ছাড় দেবে (আইফোন ৮ বা নতুন মডেলের ক্ষেত্রে)। তবে অবশ্যই, স্মার্টফোনের অবস্থাটি এক্সচেঞ্জের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই সাইটে আইফোন ১৩-এর দাম ৭৯,৯০০ টাকা (১২৮ জিবি), ৮৯,৯০০ (২৫৬ জিবি), এবং ১,০৯,৯০০ (৫১২ জিবি) রাখা হয়েছে। গ্রাহকরা প্রতি মাসে ৮,২২৭ টাকায় নো-কস্ট ইএমআই (EMI) অপশনটিও বেছে নিতে পারবেন।
Amazon India- এর সাইটে iPhone 13- এর মূল্য
অ্যামাজন প্ল্যাটফর্মে iPhone 13-এর দামের ওপর ৫,০০০ টাকা সরাসরি ছাড় দেওয়া হচ্ছে। ফলে এই ফোনটির দাম ৭৪,৯০০ টাকা (১২৮ জিবি) থেকে শুরু হচ্ছে। আবার ২৫৬ জিবি স্টোরেজ মডেলটি ৮৪,৯০০ টাকায় পাওয়া যাচ্ছে এবং ৫১২ জিবি ভ্যারিয়েন্টটি ১,০৩,৯৯০ টাকায় বিক্রি হচ্ছে। অ্যামাজনে ১৫,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার দেওয়া হচ্ছে এবং অ্যামাজন পে ইউপিআই (Amazon Pay UPI) ব্যবহারকারীরা ১০০ টাকা ক্যাশব্যাক পাবেন। এছাড়া, অ্যামাজনে প্রতি মাসে ৪,৮৯৫ টাকা থেকে শুরু করে একটি স্ট্যান্ডার্ড ইএমআই অপশনও মিলবে।
Flipkart- এর সাইটে iPhone 13 মূল্য ও অফার
ভারতীয় ই-কমার্স সাইট ফ্লিপকার্টও iPhone 13 ফোনের দামের ওপর অনুরূপ ৫,০০০ টাকা ছাড় দিচ্ছে। এছাড়া ব্যবহারকারীরা ১৩,০০০ টাকা পর্যন্ত মূল্যের একটি এক্সচেঞ্জ অফারও নির্বাচন করতে পারবেন। আবার ফ্লিপকার্ট আইসিআইসিআই (ICICI) ব্যাঙ্ক এবং কোটাক (Kotak) ব্যাঙ্কের ক্রেডিট এবং ডেবিট কার্ড ব্যবহারকারীদের ৬,০০০ টাকা ইনস্ট্যান্ট ছাড় দেওয়া হবে। এছাড়া এই প্ল্যাটফর্মে অ্যাক্সিস (Axis) ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে iPhone 13 কিনলে ৫ শতাংশ ছাড় পাওয়া যাবে। অর্থাৎ গ্রাহকরা ৬৮,৯০০ টাকায় (১২৮ জিবি স্টোরেজ) iPhone 13 কিনতে পারবেন।