মেমোরি চিপ বলে ৪৩ কোটি টাকার iPhone 13 পাচারের চেষ্টা, ধরা পড়লো বিমানবন্দরে

মুম্বাই বিমানবন্দরে ৪২ কোটি টাকার বেশি মূল্যের iPhone 13-র শিপমেন্ট বাজেয়াপ্ত করল বিশেষ ইন্টেলিজেন্স টিম। রিপোর্ট অনুযায়ী, ডিপার্টমেন্ট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স বা DRI (ডিআরআই) আধ…

মুম্বাই বিমানবন্দরে ৪২ কোটি টাকার বেশি মূল্যের iPhone 13-র শিপমেন্ট বাজেয়াপ্ত করল বিশেষ ইন্টেলিজেন্স টিম। রিপোর্ট অনুযায়ী, ডিপার্টমেন্ট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স বা DRI (ডিআরআই) আধ খাওয়া আপেলের লোগোযুক্ত এই ফোনের ৩,৬০০টিরও বেশি ইউনিট সিজ করেছে। বলা হচ্ছে, এই iPhone 13-ছর এই শিপমেন্টগুলিকে লুকিয়ে হংকং থেকে পাঠানো হচ্ছে। শুধু তাই নয়, প্রিমিয়াম ফোনগুলির শুল্ক খরচ বাঁচানোর জন্য এগুলিকে ‘মেমরি কার্ড’ হিসাবে আমদানি করা হচ্ছিল বলে অভিযোগ রয়েছে।

ডিআরআইয়ের কর্মকর্তারা গত শুক্রবার দু-দুটি মোবাইল শিপমেন্ট বাজেয়াপ্ত করেছেন, যা হংকং থেকে মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার কার্গো কমপ্লেক্সে (ACC) আমদানিকৃত হয়েছিল। সেক্ষেত্রে বেনামে আসা প্রোডাক্টগুলির একটির চালানে মোট ৩,৬৪৬টি আইফোন ১৩ ছিল বলে জানা গিয়েছে। হিসেব করলে, ওই চালানের মোট মূল্য ৪২.৮৬ কোটি টাকা।

আবার অন্য যে ভুয়ো চালানটি ধরা পড়েছে, সেটির মূল্য ৮০ লাখ টাকা। আর ওই শিপমেন্টে গত মাসে Google Pixel 6 Pro স্মার্টফোনের ১২টি ইউনিট, সেইসাথে Apple Watch স্মার্টওয়াচের একটি ইউনিট অন্তর্ভুক্ত রয়েছে। এক্ষেত্রে স্মার্টওয়াচের কোন মডেল সিজ করা হয়েছে তা জানা যায়নি।

এই জালিয়াতির প্রভাব পড়বে দেশের শিল্পে

ভারতে এই ধরনের উচ্চ মূল্যের ও পরিমাণের ইলেকট্রনিক আইটেম পাচারের চেষ্টা শুল্ক আইন লঙ্ঘন এবং শুল্ক ফাঁকির মত জালিয়াতির ঘটনার নজির তো বটেই, তার সাথে এটি দেশীয় শিল্পের ওপর প্রভাব ফেলার যথেষ্ট ক্ষমতা রাখে। বিশেষ করে বর্তমান করোনা মহামারীর সময়ে এই ধরণের ঘটনা একেবারেই অনভিপ্রেত!