5 হাজার টাকা দাম কমলো iPhone 13-এর, রয়েছে আরও 6 হাজার টাকা ব্যাঙ্ক অফার
এবার নতুন Apple iPhone 13 কিনলে মিলবে আকর্ষণীয় ছাড়! এর ফলে আগ্রহীরা বাজারের তুলনায় অনেক কম দামে আইফোনের এই সর্বশেষ...এবার নতুন Apple iPhone 13 কিনলে মিলবে আকর্ষণীয় ছাড়! এর ফলে আগ্রহীরা বাজারের তুলনায় অনেক কম দামে আইফোনের এই সর্বশেষ ভ্যারিয়েন্ট সংগ্রহ করতে পারবেন। সেক্ষেত্রে খুব সামান্য নয় বরং ছাড়ের পরিমাণ পুরো ৫,০০০ টাকা! জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজনে (Amazon) ফোনটি অর্ডার করলে এই দুর্দান্ত ছাড়ের সুফল মিলবে। ফলে দেরী না করে আসুন এই মনকাড়া অফার সম্পর্কে সমস্ত খুঁটিনাটি তথ্য জেনে নেওয়া যাক।
iPhone 13 বেস ভ্যারিয়েন্টের উপরে বড় ছাড় দিচ্ছে Amazon
প্রথমেই বলে রাখি, অ্যামাজনে অ্যাপল iPhone 13 ডিভাইসের প্রাথমিক বা বেস ভ্যারিয়েন্টের কেনাকাটায় উপরোক্ত ছাড় কার্যকর হবে। এক্ষেত্রে iPhone 13 mini বা অন্যান্য সংস্করণগুলি ছাড়ের আওতায় পড়বে না। এদিকে ছাড়ের পর iPhone 13 ডিভাইসের দাম পড়বে ৭৪,৯০০ টাকা। যদিও এই ডিভাইসের বর্তমান বাজারমূল্য ৭৯,৯০০ টাকা। অর্থাৎ এক্ষেত্রে উপরের বক্তব্য অনুযায়ী সত্যিই ৫,০০০ টাকার ছাড় পাওয়া যাবে।
উল্লেখ্য, আইফোন ১৩ ডিভাইসের বেস ভ্যারিয়েন্ট ১২৮ জিবি স্টোরেজ সুবিধার সাথে বর্তমান। এছাড়া এই ফোনের ২৫৬ এবং ৫১২ জিবি স্টোরেজ বিকল্পে উপলব্ধ সংস্করণ রয়েছে। বাজারে তাদের মূল্য যথাক্রমে ৮৯,৯০০ এবং ১,০৯,৯০০ টাকা। অথচ অ্যামাজনের আলোচ্য অফারের আওতায় এই ভ্যারিয়েন্টদ্বয়ের কেনাকাটার উপরেও প্রতি ক্ষেত্রে ৫,০০০ টাকার ছাড় মিলবে। এর ফলে স্টোরেজ বিকল্পদুটি কিনতে খরচ হবে যথাক্রমে ৮৪,৯০০ এবং ১,০৪,৯০০ টাকা।
এর বাইরেও অ্যামাজন থেকে আইফোন ১৩ বেস ভ্যারিয়েন্ট কেনার সময় আগ্রহীরা বাড়তি হিসেবে আরো ৬,০০০ টাকার ছাড় পেতে পারেন। তবে সেজন্য পেমেন্টের সময় তাদের আইসিআইসিআই (ICICI) অথবা এসবিআই (SBI) ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করতে হবে। এতে আলোচ্য ফোনের দাম আরো কমবে।
iPhone 12 বনাম iPhone 13 - কোন ডিভাইস কেনা অধিক লাভজনক হবে?
বর্তমানে অ্যামাজনে Apple iPhone 12 ডিভাইসের ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ৫৯,৯৯৯ টাকা। দামের নিরিখে এটি অনেক সস্তা হলেও, iPhone 13 বেস ভ্যারিয়েন্ট কিনলে ক্রেতারা বেশি লাভবান হবেন। কারণ পরের মডেল গুণমানের দিক থেকে উন্নত প্রসেসর ও ক্যামেরা সেন্সরের সঙ্গে এসেছে। সেদিক থেকে এটি কিছু ইউনিক ফিচার প্রদান করবে, যা আইফোন ১২ ডিভাইসে উপলব্ধ নয়।
একথা অনেকেই জানেন যে iPhone 13 ডিভাইসে রয়েছে অ্যাপলের A15 Bionic চিপসেট। এই ডিভাইস 5G কানেক্টিভিটি সহ বিদ্যমান। এছাড়া অপেক্ষাকৃত উন্নত প্রসেসর ও ক্যামেরা সেন্সরের উপস্থিতির ফলে আলোচ্য ফোনে সিনেম্যাটিক ভিডিও ফিচার (Cinematic Video Feature) ব্যবহারের সুযোগ পাওয়া যাবে। এটি Apple iPhone 12 বা পূর্ববর্তী প্রজন্মের অন্যান্য অ্যাপল ডিভাইসে উপলব্ধ নয়।
সুতরাং নতুন আইফোন ডিভাইস পকেটস্থ করতে হলে আগ্রহীরা অতি সত্বর অ্যামাজনে (Amazon) হানা দিতে পারেন। কেননা ঠিক কতদিন পর্যন্ত আলোচ্য অফারটি এই জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্মে কার্যকর থাকবে তা জানা যায়নি।