iPhone 14 Launch: অপেক্ষার অবসান, ৭ সেপ্টেম্বর লঞ্চ হচ্ছে আইফোন ১৪ সিরিজ, সেলের তারিখ জেনে নিন

আগামী মাসে টেক জায়ান্ট Apple তাদের 'নেক্সট জেনারেশন' আইফোন সিরিজ, iPhone 14 লঞ্চ করবে বলে শোনা যাচ্ছিল। যদিও সংস্থাটির...
SUPARNA 18 Aug 2022 2:04 PM IST

আগামী মাসে টেক জায়ান্ট Apple তাদের 'নেক্সট জেনারেশন' আইফোন সিরিজ, iPhone 14 লঞ্চ করবে বলে শোনা যাচ্ছিল। যদিও সংস্থাটির পক্ষ থেকে এখনো কোনো নির্দিষ্ট লঞ্চের তারিখ ঘোষণা করা হয়নি। কিন্তু ব্লুমবার্গ (Bloomberg) প্রকাশিত একটি লেটেস্ট রিপোর্ট অনুসারে, নতুন iPhone 14 সিরিজ হয়তো ৭ই সেপ্টেম্বরে বিশ্ববাজারে আত্মপ্রকাশ করতে পারে। যদি এই তথ্য সত্য প্রমাণিত হয়, তাহলে আসন্ন লাইনআপটি গত বছরের iPhone 13 সিরিজের তুলনায় তিন সপ্তাহ আগেই উপলব্ধ হয়ে যাবে। প্রসঙ্গত, টিম কুকের সংস্থাটি বরাবরই তাদের আইফোন মডেলগুলিকে ১৩ই সেপ্টেম্বর ঘোষণা করে এসেছে। তবে গতবছর কোভিড পরিস্থিতির খাতিরে ২৪শে সেপ্টেম্বর পূর্বসূরিকে লঞ্চ করা হয়েছিল৷ যাইহোক, এই খবর প্রকাশের নেপথ্যে আছেন Apple প্রোডাক্ট সম্পর্কিত নির্ভরযোগ্য তথ্য সরবরাহকারী এক প্রখ্যাত সাংবাদিক মার্ক গুরম্যান৷ পূর্বেও তার করা দাবিগুলি সত্যি প্রমাণিত হয়েছিল। ফলে এইবারও তার অন্যথা হবে না বলেই আমরা আশা করছি।

প্রত্যাশার থেকে আগে লঞ্চের মুখ দেখতে পারে iPhone 14 সিরিজ

রিপোর্টে দাবি করা হয়েছে যে, আইফোন ১৪ সিরিজের জন্য লঞ্চের তারিখ ৭ই সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে এবং এই বিষয়টি অ্যাপলের সাথে নিবিড়ভাবে জড়িত ব্যক্তিবৃন্দের মাধ্যমেই প্রকাশ্যে এসেছে। একই সাথে, টেক জায়ান্টটি প্রচলিত ইন-পার্সন লঞ্চ ইভেন্টের পরিবর্তে একটি অনলাইন ইভেন্ট হোস্ট করবে বলেও জানা যাচ্ছে। মূলত কোভিড-১৯ এর কারণে দু'বছর আগে এইরূপ ডিজিটাল ইভেন্ট শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যা এই বছরের জন্যও অপরিবর্তিত থাকছে। এছাড়া, আইফোন ১৪ লাইনআপকে ১৬ই সেপ্টেম্বর থেকে প্রথম সেলে বিক্রির জন্য উপলব্ধ করা হবে বলেও খবর সামনে এসেছে।

রিপোর্টে আরও বলা হয়েছে যে, অ্যাপল ইতিমধ্যেই তাদের লেটেস্ট আইফোন সিরিজের লঞ্চ ইভেন্টের জন্য উপস্থাপনা বা প্রেজেন্টেশন রেকর্ড করা শুরু করে দিয়েছে। যার অর্থ আলোচ্য ইভেন্টটি একটি প্রি-রেকর্ডেড লঞ্চ হবে, যা নির্ধারিত দিনে অর্থাৎ ৭ই সেপ্টেম্বর শুধুমাত্র লাইভ স্ট্রিম করা হবে। লঞ্চের তারিখ সামনে এলেও, সময় সম্পর্কে কিন্তু এখনও নিশ্চিত হওয়া যায়নি।

প্রসঙ্গত, আসন্ন আইফোন ১৪ সিরিজ চালু করা পর্যন্তই কিন্তু সীমিত থাকবে না সংস্থাটি। পরবর্তী সপ্তাহগুলিতে নতুন ম্যাক মডেল, সাশ্রয়ী মূল্যের আইপ্যাড, একটি নতুন অ্যাপল ওয়াচ এবং রুমার্ড রগড স্মার্টওয়াচও হয়তো উন্মোচন করা হবে বলে আশা করা হচ্ছে।

iPhone 14 সিরিজ : নতুন কি দেখা যাবে?

পূর্বসূরি আইফোন ১৩ -এর তুলনায় অনেকটাই স্বতন্ত্র তথা উন্নত ফিচারের সাথে সজ্জিত হয়ে আসতে পারে আইফোন ১৪ সিরিজ। যেমন, অ্যাপল তাদের ১৪তম আইফোন সিরিজের অধীনে মিনি (Mini) সংস্করণ লঞ্চ করবে না বলে দাবি করা ছিল পূর্ববর্তী একটি রিপোর্ট। এক্ষেত্রে আসন্ন লাইনআপটি মোট চারটি মডেল সহ আসবে – iPhone 14, iPhone 14 Max, iPhone 14 Pro এবং iPhone 14 Pro Max।

কুপারটিনো ভিত্তিক টেক জায়ান্টটি এই বছরের প্রো মডেলগুলিকে নন-প্রো মডেলের থেকে কিছুটা আলাদা ডিজাইন ও ফিচারের সাথে নিয়ে আসতে পারে বলেও জানতে পেরেছি আমরা। যেমন, নন-প্রো মডেল, অর্থাৎ আইফোন ১৪ এবং আইফোন ১৪ ম্যাক্স হয়তো পূর্বসূরি আইফোন ১৩ -এর অনুরূপ ওয়াইড-নচ স্টাইলের ডিসপ্লে ডিজাইন ও এ১৫ (A15) বায়োনিক চিপসেটের সাথে আসবে। আর, আইফোন ১৪ প্রো এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স মডেল দুটিতে পিল-শেপ ডিসপ্লে ডিজাইন দেখা যাবে, যা পূর্ববর্তী কোনো আইফোন সিরিজে এযাবৎ দেখা যায়নি। এই দুটি হাই-এন্ড মডেল - লেটেস্ট তথা তুলনায় শক্তিশালী এ১৬ (A16) বায়োনিক চিপসেট, নতুন ডিজাইন, উন্নত ক্যামেরা ফ্রন্ট অফার করতে পারে, এমন গুঞ্জনও শোনা যাচ্ছে।

এছাড়া একটি সাম্প্রতিক রিপোর্ট অনুসারে, নতুন আইফোন ১৪ সিরিজকে ভারতে অ্যাপল সংস্থার অন্যতম প্রধান সাপ্লায়ার বা সরবরাহকারী ফক্সকন (Foxconn) -এর প্রোডাকশন স্পেসে ম্যানুফ্যাকচার করা হতে পারে। যদিও উল্লেখিত প্রত্যেকটি তথ্য কতটা সত্য তা জানতে আমাদের আরো কিছুদিন অপেক্ষায় থাকতে হবে।

Show Full Article
Next Story