iPhone 14 সিরিজের সস্তা মডেল থেকেও সরছে নচ, দেখা যাবে নয়া ডিজাইন

গত সেপ্টেম্বরে iPhone 13 লঞ্চ হওয়ার সময় থেকেই, Apple (অ্যাপল)-এর আসন্ন iPhone 14 (আইফোন ১৪) সিরিজের ফোনগুলি নিয়ে চর্চা শুরু হয়। ইতিমধ্যে এগুলির সম্ভাব্য ডিজাইন…

গত সেপ্টেম্বরে iPhone 13 লঞ্চ হওয়ার সময় থেকেই, Apple (অ্যাপল)-এর আসন্ন iPhone 14 (আইফোন ১৪) সিরিজের ফোনগুলি নিয়ে চর্চা শুরু হয়। ইতিমধ্যে এগুলির সম্ভাব্য ডিজাইন এবং ফিচার সম্পর্কে বহু তথ্যও সামনে এসেছে। জানা গেছে iPhone 14 Pro, iPhone 14 Pro Max-এ প্রথমবার পাঞ্চ হোল ডিসপ্লে থাকবে। তবে নতুন রিপোর্ট বলছে, সিরিজের বাকি মডেলগুলির ডিসপ্লে ডিজাইনেও পরিবর্তন আসবে। আসলে সম্প্রতি ব্লুমবার্গের মার্ক গুরম্যান তার সর্বশেষ পাওয়ার অন নিউজলেটারে দাবি করেছেন যে, iPhone 14 সিরিজের তুলনামূলক সস্তা মডেলগুলিতে হাউজিং সেন্সরগুলির জন্য নচ থাকবে না। পরিবর্তে, এই ফোনগুলির স্ক্রিনের উপরে একটি পিল-আকৃতির কাটআউট দেখা যাবে।

iPhone 14 সিরিজের নচ কাটআউটে আসবে বদল

এর আগে অ্যাপল বলেছিল যে, আইফোনের ফ্রন্ট ক্যামেরার পাশাপাশি ফেস আইডি ফিচার অফার করার জন্য নচ প্রয়োজনীয় বা আবশ্যিক। তবে মার্ক গুরম্যান-এর দাবি iPhone 14, iPhone 14 Max পিল-আকৃতির কাট আউট সহ আসবে। সেক্ষেত্রে এখন মার্কিনি টেক জায়ান্টটি কীভাবে ছোট জায়গায় (পড়ুন ছোট্ট নচ কাটআউটে) সেন্সরগুলি দেবে তা দেখার বিষয়।

উল্লেখ্য, কিছুদিন আগে কোরিয়া-ভিত্তিক পাবলিকেশন দ্য ইলেক দাবি করেছিল যে, iPhone 14 Pro এবং 14 Pro Max ফোনগুলি দীর্ঘ নচের পরিবর্তে একটি পাঞ্চ-হোল কাটআউট সহ আসবে। এমনকি অ্যাপল বিশ্লেষক মিং-চি কুও প্রায় একই দাবি করেছিলেন। সেক্ষেত্রে এখন বেস মডেলগুলিতে ডিসপ্লে প্যানেলে পিল-আকৃতির কাটআউট থাকার বিষয়টি প্রাসঙ্গিক বলে মনে হচ্ছে।

বলে রাখি, অ্যাপল, তার প্রথম iPhone X-এর সাথে নচ ডিসপ্লে চালু করেছিল; তারপর থেকে সংস্থার বিভিন্ন হ্যান্ডসেটে এই ডিজাইন মূলত অপরিবর্তিত রয়েছে। আর এই নচে ট্রু ডেপ্থ (TrueDepth) ক্যামেরা অ্যারে, ইনফ্রারেড ক্যামেরা, ফ্লাড ইলুমিনেটর, ফ্রন্ট ক্যামেরা এবং ডট প্রজেক্টর থাকে। সেক্ষেত্রে আগামী দিনে সংস্থা লেজার ভিত্তিক টাইম-অব-ফ্লাইট আর্কিটেকচার গ্রহণ করে আইফোনের ক্যামেরা মডিউলের আকার কমাতে পারে বলে আমাদের ধারণা।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন