iPhone 14 Pro সিরিজে থাকবে বড় চমক, ব্যবহার হবে Galaxy Z Fold 4 এর ডিসপ্লে
অ্যাপল (Apple) আগামী মাসে অর্থাৎ সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে তাদের আপকামিং iPhone 14 সিরিজের পরবর্তী প্রজন্মের...অ্যাপল (Apple) আগামী মাসে অর্থাৎ সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে তাদের আপকামিং iPhone 14 সিরিজের পরবর্তী প্রজন্মের হ্যান্ডসেটগুলি লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। সংস্থার এবছরের 'ফল' (Fall) লঞ্চ ইভেন্টে iPhone 14, iPhone 14 Max, iPhone 14 Pro, এবং iPhone 14 Pro Max -এই চারটি স্মার্টফোন উন্মোচিত হবে বলে ইতিমধ্যেই জানা গেছে। যদিও এই মডেলগুলিকে নিয়ে কিছু মাস ধরেই জল্পনা চলছে, তবে লঞ্চের সময় যত এগিয়ে আসছে ততই এই ডিভাইসগুলির সম্পর্কে নতুন নতুন তথ্য প্রকাশ্যে আসছে। যেমন সম্প্রতি জানা গিয়েছিল, iPhone 14 সিরিজের 'Pro' মডেলগুলি অত্যাধুনিক 'প্রোমোশন' (ProMotion) ডিসপ্লের (উচ্চ রিফ্রেশ হারের জন্য অ্যাপলের বিপণন পরিভাষা) সাথে আসবে, তবে এটি বেস এবং ম্যাক্স মডেলে দেখা যাবে না। কিন্তু এখন একটি নতুন রিপোর্টে দাবি করা হয়েছে যে, প্রোমোশন ডিসপ্লে প্যানেলগুলি iPhone 14 লাইনআপের প্রতিটি মডেলেই থাকবে।
iPhone 14-এর সবকটি মডেলই পাবে ProMotion ডিসপ্লে
দ্য ইলেকের (The Elec)-এর সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, আইফোন ১৪ (৬.১ ইঞ্চি) এবং আইফোন ১৪ ম্যাক্স (৬.৭ ইঞ্চি) এলটিপিএস ব্যাকপ্লেন সহ আসবে। এগুলি স্যামসাংয়ের এম১১ (M11) ম্যাটেরিয়াল সেট ব্যবহার করে তৈরি করা হবে। এটি একটি এক্সক্লুসিভ ম্যাটেরিয়াল সেট, যা বর্তমানে স্যামসাং গ্যালাক্সি এস২২ প্লাস এবং এস২২ আল্ট্রার ডিসপ্লে প্যানেল তৈরির জন্য ব্যবহৃত হয়েছে।
প্রসঙ্গত, আইফোন ১৪ প্রো (৬.১ ইঞ্চি) এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স (৬.৭ ইঞ্চি) প্রোমোশন সহ একটি এলটিপিও (LTPO) ডিসপ্লে প্লেন ব্যবহার করবে। এই নতুন প্যানেলটি স্যামসাংয়ের এম১২ (M12) ম্যাটেরিয়াল সেট থেকে তৈরি করা হবে। এই ম্যাটেরিয়াল সেটটি এখনও কোনও স্মার্টফোনের ডিসপ্লে প্যানেলের জন্য ব্যবহার করা হয়নি। তবে এটি আসন্ন স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৪ এবং গ্যালাক্সি জেড ফ্লিপ ৪ ফোল্ডেবল ডিভাইসগুলির সাথে চলতি মাসেই আত্মপ্রকাশ করতে চলেছে।
এদিকে এক নয়া রিপোর্ট অনুসারে, চারটি iPhone 14 ভ্যারিয়েন্টেই স্যামসাং ইলেকট্রনিক্স নির্মিত ডিসপ্লে থাকবে। কেননা সম্প্রতি জানা গেছে, সংস্থাটি ৮০ মিলিয়ন বা ৮ কোটি স্ক্রিন সরবরাহের জন্য একটি অর্ডার পেয়েছে। এছাড়া, এলজি (LG)-ও স্ট্যান্ডার্ড iPhone 14 এবং প্রিমিয়াম iPhone 14 Pro Max উভয় মডেলের জন্য প্যানেল তৈরি করবে। এগুলি তৈরি করতে আরএস-এল (RS-L) ম্যাটিরিয়াল সেট ব্যবহার করা হবে। এলজি গত বছর আরএস-কে (RS-K) সেটের সাথে iPhone 13-এর প্যানেল তৈরি করেছিল।