iPhone 14 সেলফি লাভারদের আকৃষ্ট করতে আরও উন্নত ফ্রন্ট ক্যামেরা সহ আসবে, থাকবে অটোফোকাস

Apple চলতি বছরের শেষে লঞ্চ করতে চলেছে iPhone 14 সিরিজ। আসন্ন এই সিরিজের মুখ্য ফিচারগুলি একে একে সামনে আনছেন টিপস্টাররা। এই সিরিজের অধীনে আসা iPhone…

Apple চলতি বছরের শেষে লঞ্চ করতে চলেছে iPhone 14 সিরিজ। আসন্ন এই সিরিজের মুখ্য ফিচারগুলি একে একে সামনে আনছেন টিপস্টাররা। এই সিরিজের অধীনে আসা iPhone 14 Pro ও iPhone 14 Pro Max ফোন দুটি পাঞ্চ হোল ডিসপ্লে সহ আসবে বলে জল্পনা রয়েছে। এখন আবার এক টিপস্টার দাবি করেছেন যে, iPhone 13-এর তুলনায় iPhone 14 সিরিজের ফোনগুলির ফ্রন্ট ক্যামেরা আরও উন্নত হবে‌। এই ক্যামেরা অটোফোকাস সহ আসবে। যদিও Apple এখনও আপকামিং সিরিজের স্পেসিফিকেশন নিয়ে মুখ খোলেনি।

অভিজ্ঞ অ্যাপল প্রোডাক্ট বিশ্লেষক মিং-চি কুও জানিয়েছেন যে, অ্যাপল আইফোন ১৪ লাইনআপে অটোফোকাস ও এফ/১.৯ অ্যাপারচার সহ আরও উন্নত ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। যেখানে আইফোন ১৩ এসেছিল ফিক্সড ফোকাস ও এফ/২.২ অ্যাপারচার সহ।

কুও বলেছেন, বিস্তৃত অ্যাপারচার থাকার ফলে ফ্রন্ট ক্যামেরা পোট্রেট মোডে ফটো ও ভিডিও ক্যাপচার করার সময় ইম্প্রুভ ডেপ্থ অফ ফিল্ড অফার করবে। এছাড়া অটোফোকাস, ফেসটাইম ও ভিডিও কলিংয়ের সময় ফোকাস আরও বাড়াবে।

জানিয়ে রাখি, iPhone 14 সিরিজের অধীনে চারটি ডিভাইস আসবে বলে শোনা যাচ্ছে – iPhone 14, iPhone 14 Max, iPhone 14 Pro, ও iPhone 14 Pro Max। এরমধ্যে প্রো মডেল দুটির ব্যাক প্যানেলে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হতে পারে। যেখানে ১২ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা সহ এসেছিল iPhone 13 Pro ও iPhone 13 Pro Max।