কোটি কোটি iPhone ও MacBook ব্যবহারকারী বিপদে, সতর্ক করল স্বয়ং সরকার

আপনি যদি অ্যাপল আইফোন (Apple iPhone) বা ম্যাকবুক (MacBook) ব্যবহার করেন থাকেন, তাহলে বিশেষ সতর্ক হয়ে যান। আসলে...
SUMAN 2 Feb 2024 11:39 AM IST

আপনি যদি অ্যাপল আইফোন (Apple iPhone) বা ম্যাকবুক (MacBook) ব্যবহার করেন থাকেন, তাহলে বিশেষ সতর্ক হয়ে যান। আসলে 'ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম' ওরফে CERT-In সম্প্রতি একটি নির্দেশিকা জারি করেছে। যেখানে দাবি করা হয়েছে, বিভিন্ন ওএস সংস্করণ চালিত কোটি কোটি আইফোন এবং ম্যাকবুকে একাধিক ত্রুটি বা দুর্বলতা (vulnerability) ধরা পড়েছে, যা অ্যাপল ডিভাইস ব্যবহারকারীদের ব্যক্তিগত ডেটা ঝুঁকিতে ফেলতে পারে। যেকারণে প্রভাবিত Apple ডিভাইসের তালিকা প্রদান করে ভারতবাসীর জন্য আপৎকালীন সতর্কতা জারি করেছে CERT-IN।

CERT-In -এর সাম্প্রতিক অ্যাডভাইজরি অনুসারে, সদ্য আবিষ্কৃত ত্রুটিগুলি অত্যন্ত গুরুতর। বিশেষ করে যাদের আইফোন এবং ম্যাকবুক রয়েছে তাদের ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভাবনা ব্যাপক। যদি হ্যাকাররা এই দুর্বলতাগুলি কাজে লাগাতে পারে, তবে - ডিভাইসে থাকা যাবতীয় সংবেদনশীল তথ্য অ্যাক্সেস করা, সিকিউরিটি সিস্টেম বাইপাস করা, ডিভাইসের সম্পূর্ণ নিয়ন্ত্রণ লাভ করার মতো কাজ অনায়াসে করা সম্ভব হবে। তাই কেন্দ্রীয় সরকার অধীনস্ত এই সাইবার সিকিউরিটি এজেন্সি, অ্যাপল ডিভাইস সুরক্ষিত রাখতে এবং তাতে থাকা ব্যক্তিগত ডেটার অ-অনুমোদিত অ্যাক্সেস রোধ করতে ব্যবহারকারীদের অবিলম্বে টেক জায়ান্টটি দ্বারা প্রকাশিত লেটেস্ট সিকিউরিটি আপডেট ইনস্টল করার পরামর্শ দিয়েছে। একইসাথে, এরকম পরিস্থিতিতে নিরাপদ থাকার জন্য কি কি করা উচিত সেই সম্পর্কিত কয়েকটি টিপস -ও শেয়ার করেছে।

প্রভাবিত Apple ডিভাইসের তালিকা:

প্রভাবিত অ্যাপল ডিভাইসগুলির ভিন্ন ভিন্ন অপারেটিং সিস্টেম সংস্করণ দ্বারা চালিত। যেগুলির তালিকা নিচে দেওয়া হল -

  • Apple tvOS 17.3 -এর আগের ভার্সন,
  • Apple TV HD এবং Apple TV 4K সমস্ত মডেল,
  • Apple watchOS 10.3 -এর আগের সংস্করণ,
  • Apple Watch Series 4 এবং পরবর্তী প্রজন্মের ডিভাইস,
  • Apple macOS Monterey 12.7.3 -এর আগের সংস্করণ,
  • Apple macOS Ventura 13.6.4 -এর আগের ভার্সন,
  • Apple macOS Sonoma 14.3 -এর আগের সংস্করণ,
  • Apple iOS এবং iPadOS 15.8.1 -এর আগের সংস্করণ,
  • iPhone 6s (সমস্ত মডেল), iPhone 7 (সমস্ত মডেল), iPhone SE (১তম প্রজন্ম), iPad Air 2, iPad mini (৪তম প্রজন্ম), এবং iPod touch (৭টম প্রজন্ম),
  • Apple iOS এবং iPadOS 16.7.5 -এর আগের সংস্করণ,
  • iPhone 8, iPhone 8 Plus, iPhone
  • Apple iOS এবং iPadOS 17.3 -এর আগের সংস্করণ,
  • iPhone XS এবং পরবর্তী প্রজন্ম,
  • iPad Pro 12.9-inch (২তম প্রজন্ম এবং পরবর্তী প্রজন্ম), iPad Pro 10.5-inch, iPad Pro 11-inch (১তম এবং পরবর্তী প্রজন্ম), iPad Air (৩তম এবং পরবর্তী প্রজন্ম), iPad (৬তম এবং পরবর্তী ভার্সন), এবং iPad Mini (৫তম এবং পরবর্তী প্রজন্ম)।
  • Apple Safari 17.3 -এর আগের সংস্করণ,
  • macOS Monterey এবং macOS Ventura ।

নিরাপদ থাকার উপায় :

CERT-In, অ্যাপল ব্যবহারকারীদের সদ্য আবিষ্কৃত ত্রুটি / দুর্বলতার থেকে নিরাপদ থাকার জন্য কয়েকটি বিশেষ টিপস দিয়েছে, যা অনুসরণ করলে আপনাদের সংবেদনশীল তথ্য বা ডিভাইসের অ্যাক্সেস তৃতীয় কোনো অসৎ ব্যক্তির হাতে পৌঁছবে না। নিচে এবিষয়ে আলোচনা করা হল -

  • সফ্টওয়্যার আপডেট রাখুন: অ্যাপল ডিভাইসের জন্য আপডেট রিলিজ করা হয়েছে কিনা তা নিয়মিতভাবে চেক করুন। যদি আপডেট এসে থাকে, তবে তা অবিলম্বে ইনস্টল করুন। কারণ লেটেস্ট আপডেটের মাধ্যমে নয়া সিকিউরিটি প্যাচ এবং বাগ ফিক্স রিলিজ করা হয়, যা ডিভাইসকে এধরণের দুর্বলতা থেকে রক্ষা করে।
  • শক্তিশালী পাসওয়ার্ড সেট করুন: ডিভাইস হোক বা ডিভাইসে থাকা অ্যাপ্লিকেশন, প্রত্যেকটি অ্যাকাউন্টের জন্য একটা শক্তিশালী তথা অনন্য পাসওয়ার্ড সেট করুন। যদি সম্ভব হয় টু-ফ্যাক্টর ভ্যারিফিকেশন সিস্টেম এনাবল করে দিন। এর ফলে আপনার অনুমতি ছাড়া অন্য কোনো ব্যক্তি ডিভাইস অ্যাক্সেস করতে পারবে না।
  • অপরিচিত ইমেল এবং লিঙ্ক এড়িয়ে চলুন: ডিভাইসে যদি কোনো অপরিচিত অ্যাড্রেস থেকে ইমেল বা লিঙ্ক আসে, তবে তা এড়িয়ে যান। কেননা এইধরণের অজানা প্রেরক বা উৎস থেকে আসা ইমেল ও লিঙ্ক ম্যালওয়ারের বাহক হতে পারে। যাতে ক্লিক করলে আপনি প্রতারণার শিকার হতে পারেন। তাই নিজে ও ডিভাইসকে সুরক্ষিত রাখতে সতর্ক থাকুন।

Show Full Article
Next Story