ভারতে iPhone নির্মাতা সংস্থা Foxconn এর বিরুদ্ধে বড়সড় অভিযোগ, রিপোর্ট চাইলো সরকার
ভারতে আবারও বিতর্কে iPhone নির্মাতা প্রতিষ্ঠান Foxconn। জানা গেছে সংস্থাটি তাদের প্ল্যান্টে বিবাহিত মহিলাদের চাকরি দিতে...ভারতে আবারও বিতর্কে iPhone নির্মাতা প্রতিষ্ঠান Foxconn। জানা গেছে সংস্থাটি তাদের প্ল্যান্টে বিবাহিত মহিলাদের চাকরি দিতে চায় না। যার পরই কেন্দ্রীয় শ্রম মন্ত্রক তামিলনাড়ু সরকারের কাছে ঘটনার সত্যতা জানতে চেয়েছে। যদি সত্যি সত্যি Foxconn দক্ষিণের রাজ্যে তাদের আইফোন অ্যাসেম্বলি প্ল্যান্টে বিবাহিত মহিলাদের নিয়োগ করতে অস্বীকার করে তবে সংস্থার পাশাপাশি সমস্যায় পড়বে Apple-ও।
সরকারি বিবৃতি অনুসারে, শ্রম মন্ত্রক "রাজ্য শ্রম বিভাগের কাছ থেকে একটি বিস্তারিত রিপোর্ট চেয়েছে" এবং আঞ্চলিক মুখ্য শ্রম কমিশনার, ফেডারেল কর্তৃপক্ষকেও একটি রিপোর্ট দিতে বলেছে।
শ্রম মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, '১৯৭৬ সালে পাস হওয়া সমান পারিশ্রমিক আইন কর্মসংস্থানের ক্ষেত্রে পুরুষ ও মহিলাদের মধ্যে বৈষম্য দূর করে। বিবাহিত মহিলাদের দূরে রাখার অভিযোগের সত্যতা জানতে সরকারের তরফে একটি রিপোর্ট চাওয়া হয়েছে এবং অভিযোগ সত্যি হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।'
প্রসঙ্গত, বিশ্বের অন্যতম জনপ্রিয় কোম্পানি Apple ভারতকে বিকল্প উৎপাদন কেন্দ্র হিসেবে দেখতে শুরু করেছে। এই কারণে তারা চীন থেকে তাদের সাপ্লাই চেইন সরিয়ে নিচ্ছে। আর এই কাজে Apple কে সাহায্য করছে ফক্সকন। ইতিমধ্যেই তারা ভারতে তাদের বিভিন্ন কারখানায় প্রচুর বিনিয়োগ করেছে।