Samsung কে হারিয়ে সেরা স্মার্টফোন কোম্পানির শিরোপা ছিনিয়ে নিতে পারে Apple

স্মার্টফোন প্রোডাকশান লেভেলের সাপ্লাই চেন সম্পর্কিত তথ্যের ভিত্তিতে, TrendForce জানিয়েছে, ২০২১ এর শেষার্ধে, আইফোনের মার্কেট শেয়ারে আসতে পারে ২৩% এর লক্ষণীয় বৃদ্ধি। শেষ কোয়ার্টারের ১৫.৯…

স্মার্টফোন প্রোডাকশান লেভেলের সাপ্লাই চেন সম্পর্কিত তথ্যের ভিত্তিতে, TrendForce জানিয়েছে, ২০২১ এর শেষার্ধে, আইফোনের মার্কেট শেয়ারে আসতে পারে ২৩% এর লক্ষণীয় বৃদ্ধি। শেষ কোয়ার্টারের ১৫.৯ % মার্কেট শেয়ারের নিরিখে দেখতে গেলে এই বৃদ্ধির হার যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ভবিষ্যদ্বাণীটি সত্যি প্রমাণিত হলে, Apple যে অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল প্রস্তুতকারক সংস্থা, Samsung এর কাছ থেকে মার্কেট শেয়ারের সেরার শিরোপা ছিনিয়ে নেবে, তা বেশ বোঝা যাচ্ছে।

মার্কেটে অন্যান্য প্রতিদ্বন্দ্বী কোম্পানিদের সাথে তুলনা করলে দেখা যাবে, অ্যাপেলের শেয়ারে এই অভূতপূর্ব বৃদ্ধির নেপথ্যে রয়েছে শক্তপক্ত হলিডে ডিমান্ড ও উন্নত সাপ্লাই চেন ম্যানেজমেন্টের ভূমিকা। বর্তমান পরিস্থিতিতে সামান্য ইতিবাচক বদল এলেও, সেমিকন্ডাক্টারের অভাব স্মার্টফোনের বিক্রিকে সামগ্রিক ভাবে ক্ষতিগ্রস্ত করে চলেছে এখনও।

যদিও বছরের দ্বিতীয় ভাগে ই-কমার্স সাইটগুলির তরফে দেওয়া আকর্ষণীয় অফারের কারণে স্মার্টফোন বিক্রি তুলনামূলকভাবে বেড়েছে। আবার বর্তমান সময়ে, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে কোভিড বিধিনিষেধ ক্রমশ শিথীল হওয়ার পাশাপাশি ফ্যাক্টরি অপারেশনও শুরু হয়েছে কিছু দেশে। তবে, মার্কেটে, ৪জি প্রসেসর (4G SoCs), লো এন্ড ৫জি প্রসেসর (Low-end 5G SoCs), ডিসপ্লে প্যানেল ড্রাইভার আইসি (Display panel driver ICs)-এর মতো উপাদানগুলির অভাব একইভাবে বহাল রয়েছে। এই বাধাবিপত্তি গুলোই মূলত ২০২১ এর দ্বিতীয় কোয়ার্টারে স্মার্টফোন প্রোডাকশানে নেতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করা হচ্ছে।

TrendForce জানিয়েছে, Apple iPhone 13 সিরিজ লঞ্চ নি:সন্দেহে একটি বড় সফলতা। সংস্থার মার্কেট শেয়ার বাড়ার পেছনে নতুন এই সিরিজের ভূমিকা অনেক। ২০২১ সালের তৃতীয় কোয়ার্টারে মোট আইফোন প্রোডাকশনে ২২.৬% বৃদ্ধি লক্ষ্য করা গেছে, যা অ্যাপেল কোম্পানিটিকে গ্লোবাল র‌্যাংকিং-এ দ্বিতীয় স্থানে উন্নীত করেছে।

আগামীতে নিশ্চিতভাবে অ্যাপল জন্য আরো ভালো দিন অপেক্ষা করছে। প্রোডাকশান লেভেলের সাপ্লাই চেন মারফত আশঙ্কা করা হচ্ছে, Vivo, Oppo, Xiaomi, Samsung-সহ প্রায় অধিকাংশ বড় বড় ফোন কোম্পানির মার্কেট শেয়ারেই পতন আসতে চলেছে, তালিকায় ব্যতিক্রম কেবল Apple। এই কোম্পানিটির শেয়ার শেষ কোয়ার্টারে ১৫.৯% থেকে বৃদ্ধি পেয়ে বর্তমানে ২৩.২% এ এসে পৌঁছেছে, যা এটির গ্লোবাল স্মার্টফোন মার্কেটে কতৃত্ব স্থাপনকে সুনিশ্চিত করেছে।