iPhone SE 2022 কিনতে পারে ১০০ কোটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারী, চাপে পড়বে Samsung, Vivo-রা

অ্যাপল তাদের iPhone সিরিজের ফ্লাগশিপ ফোনগুলির জন্য সুবিদিত। এই প্রিমিয়াম রেঞ্জের স্মার্টফোনগুলির একটি বিরাট ফ্যানবেস আছে। তবে এমন বহু অ্যাপলপ্রেমী রয়েছেন যাদের সাধ থাকলেও সাধ্য…

অ্যাপল তাদের iPhone সিরিজের ফ্লাগশিপ ফোনগুলির জন্য সুবিদিত। এই প্রিমিয়াম রেঞ্জের স্মার্টফোনগুলির একটি বিরাট ফ্যানবেস আছে। তবে এমন বহু অ্যাপলপ্রেমী রয়েছেন যাদের সাধ থাকলেও সাধ্য থাকে না এই আইফোন কেনার। তাই তাদের কথা মাথায় রেখেই ২০২০- এর এপ্রিল মাসে অ্যাপল বাজারে নিয়ে এসেছিল iPhone SE 2020 ফোনটি। এরপর থেকেই গুঞ্জন শুরু হয়, Apple তাদের ‘SE ‘ সিরিজের নতুন ফোনের উপর ফের কাজ শুরু করেছে এবং আগামী বছরের প্রথম দিকেই আসতে পারে ৫জি কানেক্টিভিটি সহ এই মিডরেঞ্জ ফোন iPhone SE 2022। তবে লঞ্চের আগে আজ একটি রিপোর্টে দাবি করা হয়েছে, এই নতুন ফোনটির মাধ্যমে অ্যাপল ১০০ কোটিরও বেশি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের তাদের দিকে টানতে সক্ষম হবে।

iPhone SE 2022 দিয়ে কিস্তিমাত করতে চায় Apple

ব্রোকারেজ ফার্ম, জে পি মরগ্যানের (J.P. Morgan) কয়েকজন বিশ্লেষক দাবি করেছেন, আইফোন এসসি ২০২২ ফোনটি সহজেই সেই সমস্ত ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করবে যারা অর্থের কারণে আইফোন কিনতে পারেন না। বহু অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীরাই অ্যাপলের নতুন এই পরবর্তী প্রজন্মের আইফোনটি কিনতে আগ্রহী হবেন। জে.পি.মরগ্যানের বিশ্লেষকদের দাবি অনুযায়ী, প্রায় ১০০ কোটিরও বেশি অ্যান্ড্রয়েড ব্যবহারকারী আইফোন কেনার দিকে ঝুঁকতে পারেন।

অনুমান করা হচ্ছে আইফোন এসসি ২০২২ ফোনটি বাজারে লঞ্চ করার মাধ্যমে অ্যাপল সরাসরি প্রতিযোগিতায় নামবে স্যামসাং (Samsung) ও বিবিকে ইলেকট্রনিক্স ( BBK Electronics) – মোবাইল প্রস্তুতকারক সংস্থা দুটির সঙ্গে। এই দুটি সংস্থা একত্রে সারা বিশ্বের স্মার্টফোন মার্কেটের ৫০ শতাংশ শেয়ার অধিগ্রহণ করে রেখেছে। তবে জে.পি. মরগ্যানের বিশ্লেষকরা অনুমান করছেন, এই দুই সংস্থার বাজার শেয়ারে ভাগ বসাতে আইফোন এসসি ২০২২ কে হাতিয়ার করবে অ্যাপল।

রিপোর্ট অনুযায়ী, iPhone SE 2022 5G মডেলটির দাম রাখা হতে পারে ২৬৯ ডলার (আনুমানিক ২০,৫৪০ টাকা) থেকে ৩৯৯ ডলারের (আনুমানিক ৩০,৪৬৬ টাকা) মধ্যে। এই দামে যদি ফোনটি সত্যি পাওয়া যায়, তাহলে এটি বাজারে বিদ্যমান অন্যান্য মিড-রেঞ্জ ফোনের সাথে প্রতিযোগিতায় নামবে। বিশ্লেষকরা অনুমান করছে, ২০২২ অর্থবর্ষে প্রায় ৩ কোটি iPhone SE বিক্রি হতে পারে ও গোটা বছরে এই ফোনের শিপমেন্ট হতে পারে প্রায় ২৫ কোটি।

উল্লেখ্য, বর্তমানে, iPhone SE ২০২০ মডেলটির দাম ৩৯৯ ডলার (আনুমানিক ৩০,৪৬৬ টাকা) থেকে শুরু হয়েছে। এই ফোনের ২০২২ মডেলটি একই ডিজাইন সহ আসবে বলে আশা করা হচ্ছে। সেক্ষেত্রে এই ফোনে ৪.৭ ইঞ্চির ডিসপ্লে দেখা যেতে পারে। ডিসপ্লের চারধারে দেখা যেতে পারে পুরু বেজেল। iPhone SE 2022 মডেলে প্রধান বদলটি দেখা যেতে পারে প্রসেসর বিভাগে। এই ফোনে ব্যবহার করা হতে পারে ৫জি কানেক্টিভিটি যুক্ত এ১৫ বা এ১৪ বায়োনিক প্রসেসর।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন