বন্ধ হচ্ছে এই তিনটি iPhone মডেল, আর কোনো আপডেট না দেওয়ার সিদ্ধান্ত Apple-এর

যে কোনো জিনিস পুরোনো হয়ে গেলেই আস্তে আস্তে তার গুরুত্ব হারিয়ে যায় এবং ধীরে ধীরে জিনিসটির নাম বাতিলের খাতায় নথিভুক্ত হয়। চিরাচরিত এই প্রথাকে কেন্দ্র…

যে কোনো জিনিস পুরোনো হয়ে গেলেই আস্তে আস্তে তার গুরুত্ব হারিয়ে যায় এবং ধীরে ধীরে জিনিসটির নাম বাতিলের খাতায় নথিভুক্ত হয়। চিরাচরিত এই প্রথাকে কেন্দ্র করেই Apple তার সস্তা iPhone SE-এর পুরোনো মডেলটিকে বন্ধ করতে চলেছে। তবে শুধু এই একটি মডেলই নয়, Apple মোট তিনটি স্মার্টফোন বন্ধ করার কথা ঘোষণা করেছে, যার মধ্যে iPhone SE-এর পাশাপাশি iPhone 6s, এবং iPhone 6s Plus-এর মতো জনপ্রিয় মডেলও অন্তর্ভুক্ত। তবে বর্তমানে iPhone 6 স্মার্টফোন মডেলগুলি ২০২৩ সাল পর্যন্ত সুরক্ষিত। কিন্তু তার পর থেকে এই সেটগুলি আর কোনো সিকিউরিটি আপডেট পাবে না বলে সম্প্রতি MacRumors-এর এক রিপোর্টে জানা গেছে।

বস্তুত, সংস্থাটি iPhone SE-এর একটি নতুন মডেল iPhone SE 3 ২০২৩ সালে লঞ্চ করতে চলেছে। সেজন্যই অ্যাপল পরিকল্পিতভাবে পুরোনো ফোনটি বন্ধ করে দেবে। উল্লেখ্য যে, এই তিনটি স্মার্টফান অ্যাপলের সবচেয়ে সাশ্রয়ী মূল্যের আইফোন মডেল, যা লক্ষ লক্ষ মানুষ ব্যবহার করে। রিপোর্ট অনুযায়ী, এই তিনটি স্মার্টফোন নতুন iOS 16 আপডেট পাবে না, যার অর্থ হল সংস্থাটি নিশ্চিতভাবে এই তিনটি স্মার্টফোন বন্ধ করে দিতে চলেছে।

আপনাদেরকে জানিয়ে রাখি যে, অ্যাপল কিন্তু হঠাৎ করেই কোনো আইফোন মডেল বন্ধ করে না। অ্যাপলের কোনো প্রোডাক্ট যদি ৫-৭ বছর তৈরি করা না হয় তখন কোম্পানি সেটিকে ভিন্টেজ প্রোডাক্ট (Vintage Product) হিসেবে ঘোষিত করে। আবার, ভিন্টেজ প্রোডাক্টের পাশাপাশি অ্যাপলের প্রোডাক্টের আরও একটি তালিকা আছে, যার নাম অবসোলিট প্রোডাক্ট (Obsolete Product)। যে প্রোডাক্টগুলির বিক্রি ৭ বছরের বেশি সময় বন্ধ হয়ে গেছে, সেগুলিকে এই তালিকায় ফেলা হয়।

এখন প্রশ্ন হল, ভিন্টেজ এবং অবসোলিট প্রোডাক্ট হিসেবে ঘোষিত আইফোন মডেলগুলির ভবিষ্যৎ কী হয়? আসলে, ভিন্টেজ এবং অবসোলিট স্মার্টফোন তথা সেগুলির পার্টসের উৎপাদন সীমিত করে দেওয়া হয়। পাশাপাশি কোম্পানি এই প্রোডাক্টগুলির জন্য কোনো নতুন সিকিউরিটি আপডেটও রিলিজ করে না। ফলে কোনো আইফোন মডেলকে ভিন্টেজ বা অবসোলিট হিসেবে ঘোষণা করা মানেই সেটির মৃত্যু আসন্ন বলেই নিশ্চিতভাবে ধরে নেওয়া যায়।

এবার খুব স্বাভাবিকভাবেই Apple-এর এই সিদ্ধান্তে লক্ষ লক্ষ ব্যবহারকারী যে চরম মুশকিলে পড়বে, সেকথা নিঃসন্দেহে বলাই বাহুল্য। কারণ একবার কোন iPhone ভিন্টেজ লিস্টে শামিল হয়ে গেলে সেই মডেলের স্পেয়ার পার্টস বা সেটটিতে কোনো সমস্যা দেখা দিলে তা মেরামত করা বেশ কঠিন হয়ে যায়। প্রসঙ্গত উল্লেখ্য যে, ভিন্টেজ পিরিয়ড দুই বছর পর্যন্ত স্থায়ী হয়, যার পরে কোম্পানি সেই প্রোডাক্টটিকে অবসোলিট হিসেবে ঘোষিত করে। এর আগে যাবতীয় iPhone মডেলের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হয়েছিল, সুতরাং এবারেও তার অন্যথা হবে না।