iPhone XR: তিন বছরের পুরনো আইফোন নিলামে উঠল ৭৫ লক্ষ টাকায়, কেন এত দাম?

দুনিয়ার প্রথম USB Type-C পোর্ট যুক্ত iPhone তৈরী করে সকলকে তাক লাগিয়ে দিলেন সুইস ফেডারেল ইনস্টিটিউট অফ টেকনোলজির একজন ছাত্র। ছাত্রের নাম কেন পিলোনেল (Ken…

দুনিয়ার প্রথম USB Type-C পোর্ট যুক্ত iPhone তৈরী করে সকলকে তাক লাগিয়ে দিলেন সুইস ফেডারেল ইনস্টিটিউট অফ টেকনোলজির একজন ছাত্র। ছাত্রের নাম কেন পিলোনেল (Ken Pillonel)। আপাতত তিনি রোবটিক্স ইঞ্জিনিয়ারিংয়ের উপরে মাস্টার্স করছেন। প্রযুক্তি সম্পর্কে অত্যুৎসাহী পিলোনেল তার সাম্প্রতিক কাজকর্মে যে উদ্ভাবনী ক্ষমতার পরিচয় দিয়েছেন তা এককথায় নজিরবিহীন। দীর্ঘদিনের প্রচেষ্টার পর তিনি আইফোন ডিভাইসে ইউএসবি টাইপ-সি পোর্ট যুক্ত করতে সক্ষম হয়েছেন। এক্ষেত্রে তিনি তিনবছর আগের Apple iPhone X ডিভাইসটিকে বেছে নিয়েছেন। উল্লেখ্য, Apple iPhone ডিভাইসে লাইটনিং পোর্টের দেখা মেলে। এর আগে আইফোনের কোনো সংস্করণে USB Type-C পোর্ট সহ আসেনি।

নীলামে উঠলো USB Type-C পোর্ট যুক্ত iPhone X

এই মুহূর্তে জনপ্রিয় ই-কমার্স সংস্থা eBay থেকে কেন পিলোনেল দ্বারা পরিবর্তিত আইফোন এক্স মডেল কেনার সুযোগ রয়েছে। তবে এজন্য আগ্রহীদের নীলামে অংশগ্রহণ করতে হবে। eBay ওয়েবসাইটে আগামী ১১ই নভেম্বর পর্যন্ত এই নীলাম উপলব্ধ থাকছে। সেখানে বিশ্বের প্রথম ইউএসবি টাইপ-সি পোর্ট যুক্ত আইফোন কেনার জন্য এর মধ্যেই ১৭৩টি দর জমা পড়েছে। এক্ষেত্রে সর্বোচ্চ দরের পরিমাণ ১০০,১০০ মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৭৪,৪৭,০০০ টাকা)!

ঠিক কোন পদ্ধতিতে আইফোন এক্স ডিভাইসে ইউএসবি টাইপ-সি পোর্ট জুড়ে দেওয়া সম্ভব হলো, নিজস্ব ব্লগ ও ইউটিউব ভিডিওর মাধ্যমে পিলোনেল তা বুঝিয়ে দিয়েছেন। পরিবর্তনের এই প্রক্রিয়ায় তাকে টাইপ-সি কেবলের মেল এন্ডকে (Male End) ফিমেল পোর্টে (Female Port) রূপান্তরিত করতে হয়েছে। এরপর ঠিক সেভাবেই তিনি তাকে আইফোনে জুড়ে দিয়েছেন। এক্ষেত্রে পিলোনেল তার ১৩ মিনিটের ভিডিও’য় পুরো পদ্ধতিকে তুলে ধরেছেন।

অবগতির জন্য জানিয়ে রাখি, পরিবর্তিত আইফোন এক্স ডিভাইস ৬৪ জিবি স্টোরেজ সংস্করণে উপলব্ধ। এটি কালো রঙের বিকল্প সহ এসেছে। একইসাথে পিলোনেল ফোনটির সঙ্গে ৩০-মিনিট পর্যন্ত কল সাপোর্ট প্রদানের কথা জানিয়েছেন। অন্যদিকে eBay ওয়েবসাইটে এই ফোনের সেলার বিশ্বের সমস্ত প্রান্তে বিনামূল্যে প্রোডাক্ট ডেলিভারির আশ্বাস দিয়েছেন।

পরিবর্তিত Apple iPhone X কেনার জন্য নীলামে দর হাঁকার আগে জেনে রাখা ভালো যে USB Type-C যুক্ত আলোচ্য ডিভাইস অন্য পাঁচটি স্মার্টফোনের মতো দৈনিক ব্যবহারের উপযোগী নয়। ফোনটি কোনোভাবেই রিস্টোর অথবা আপডেট করা যাবেনা। উপরন্তু এটি ওপেন করাও সম্ভব নয়। এমনকি এই ফোনের সাথে কোনো ওয়ারেন্টি পাওয়া যাবে না।