iQOO 10 সিরিজের শক্তিশালী দুটি স্মার্টফোন চলতি বছরেই আসছে, ফ্ল্যাগশিপ ফোন আনছে Vivo-ও
জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড আইকো বর্তমানে তাদের iQOO 10 সিরিজের স্মার্টফোনগুলির ওপর কাজ করছে বলে জানা গেছে। সম্প্রতি...জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড আইকো বর্তমানে তাদের iQOO 10 সিরিজের স্মার্টফোনগুলির ওপর কাজ করছে বলে জানা গেছে। সম্প্রতি এক পরিচিত চীনা টিপস্টার জানিয়েছেন যে, এই লাইনআপের অন্তর্ভুক্ত দুই ডিভাইসের মডেল নম্বর যথাক্রমে V2217 ও V2218। এই ফোনগুলি Qualcomm Snapdragon 8+ Gen 1 চিপসেট দ্বারা চালিত হবে জানা, এবং এগুলি সম্ভবত চলতি বছরের তৃতীয় ত্রৈমাসিকে আত্মপ্রকাশ করবে৷ এর সাথেই ওই টিপস্টার দাবি করেছেন যে, ভিভো (Vivo) বর্তমানে তাদের একটি ক্যামেরা-কেন্দ্রিক ফ্ল্যাগশিপ ফোনের ওপর কাজ করছে৷
iQOO 10 সিরিজ বাজারে আসবে চলতি বছরের তৃতীয় ত্রৈমাসিকে, আসছে ভিভোর ফ্ল্যাগশিপও
গিজমোচায়না (GizmoChina)-এর নতুন রিপোর্ট অনুযায়ী, টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশন চীনা মাইক্রোব্লগিং সাইট ওয়েইবো (Weibo)-এ একটি পোস্ট করে দাবি করেছেন যে, আইকো তাদের পরবর্তী প্রজন্মের ১০ সিরিজের হ্যান্ডসেটের ওপর কাজ করছে, যেগুলি এবছর তৃতীয় ত্রৈমাসিকে বাজারে আত্মপ্রকাশ করবে। অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে কোনো এক সময়ে আইকো ১০ সিরিজের অধীনে V2217A এবং V2218A মডেল নম্বর সহ যথাক্রমে আইকো ১০ এবং আইকো ১০ প্রো স্মার্টফোন দুটি উন্মোচিত হবে৷
এছাড়া, টিপস্টার ওয়েইবো পোস্টে উল্লেখ করেছেন যে, iQOO 10 লাইনআপটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন চিপসেট দ্বারা চালিত হবে। তবে এটি ছাড়া এই সিরিজের ডিভাইসগুলির স্পেসিফিকেশন সম্পর্কে আর কোন তথ্য এখনও প্রকাশ্যে আসেনি। এমনকি সংস্থাও আনুষ্ঠানিকভাবে iQOO 10 সিরিজের স্মার্টফোনগুলির সাথে সম্পর্কিত কোনো তথ্য নিশ্চিত করেনি।
অন্যদিকে, একই পোস্টে ডিজিট্যাল চ্যাট স্টেশন দাবি করেছেন যে, আইকোর প্যারেন্ট কন্সার্ন ভিভো একটি ক্যামেরা-ফোকাসড ফ্ল্যাগশিপ ফোনের ওপর কাজ করছে। টিপস্টারের মতে, স্মার্টফোনটিতে Vivo X80 Pro-এর স্যামসাং আইএসওসেল জিএনভি ক্যামেরার চেয়েও শক্তিশালী প্রাইমারি ক্যামেরা সেন্সর ব্যবহার করা হবে। ভিভোর এই আসন্ন হ্যান্ডসেটের মার্কেটিং নাম এখনও প্রকাশ করা হয়নি।
জানিয়ে রাখি, গত সপ্তাহে Vivo X80 Pro স্মার্টফোনটি ভারতের বাজারে লঞ্চ হয়েছে। এতে ১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট সহ ৬.৭৮ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে আছে৷ ফটোগ্রাফির জন্য, এই হ্যান্ডসেটে ৫০ মেগাপিক্সেলের স্যামসাং আইএসওসেল জিএনভি প্রাইমারি সেন্সর, ৪৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড সনি আইএমএক্স ৫৯৮ লেন্স, ১২ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৬৬৩ পোর্ট্রেট লেন্স এবং ৮ মেগাপিক্সেলের পেরিস্কোপ আকৃতির আল্ট্রা-টেলিফটো সেন্সর সহ কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। আর ফোনের সামনে এফ/২.৪৫ অ্যাপারচার সহ ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বর্তমান।