50+50+50MP ক্যামেরার বাজিমাত করবে iQOO 13, সঙ্গে বিশাল 6000mah ব্যাটারি, 100W চার্জিং

আইকো তাদের পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ iQOO 13 স্মার্টফোনটি ডেভেলপ করছে এবং এটি চলতি বছরের নভেম্বরে লঞ্চ হবে বলে আশা...
Ananya Sarkar 19 Jun 2024 8:43 PM IST

আইকো তাদের পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ iQOO 13 স্মার্টফোনটি ডেভেলপ করছে এবং এটি চলতি বছরের নভেম্বরে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। পূর্বসূরি, iQOO 12 ফোনটিও গত বছর নভেম্বর মাসে বাজারে এসেছিল। এখন এক সুপরিচিত টিপস্টার একটি আসন্ন ফোনের ডিসপ্লে, ক্যামেরা, ব্যাটারি, চিপসেট, চার্জিং সহ বেশ কিছু স্পেসিফিকেশন প্রকাশ করেছেন। নাম উল্লেখ না করা এই হ্যান্ডসেটটি সম্ভবত iQOO 13 বলে মনে করা হচ্ছে। আসুন তাহলে আপকামিং ফোনটির বিষয়ে কি কি তথ্য সামনে এল, বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

জানা গেল iQOO 13 ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন (DCS) তার লেটেস্ট ওয়েইবো পোস্টে একটি নতুন ফোনের প্রধান স্পিসিফিকেশন গুলি শেয়ার করেছেন। তবে, তিনি ব্র্যান্ড বা মডেল সম্পর্কে কিছু উল্লেখ করেননি। কিন্তু পোস্টের কমেন্ট সেকশন থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, ফোনটি হয় আইকো ১৩ বা ওয়ানপ্লাস ১৩ হবে। তবে, স্পেসিফিকেশনগুলি ভালোভাবে পর্যবেক্ষণ করে এবং আগের কিছু রিপোর্টের সাথে তুলনা করে অনুমান করা হচ্ছে যে, ফোনটি সম্ভবত আইকো ১২ হ্যান্ডসেটের উত্তরসূরি হতে পারে। উদাহরণস্বরূপ, ডিসিএস তার ওয়েইবো পোস্টে জানিয়েছেন যে, ফোনটি একটি ফ্ল্যাট ডিসপ্লে অফার করবে, অন্যদিকে ওয়ানপ্লাস ১৩ হ্যান্ডসেটটি কার্ভড ডিসপ্লের সাথে আসবে বলে শোনা যাচ্ছে।

ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, আইকো ১৩ ফোনের সামনের এবং পিছনের প্যানেলটি কাঁচের হবে এবং এতে ধাতব মিড ফ্রেম থাকবে। হ্যান্ডসেটটি আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ ২কে ফ্ল্যাট অ্যামোলেড (AMOLED) প্যানেল অফার করবে। টিপস্টারের মতে, ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৪ চিপসেটে চলবে। আর এতে পাওয়ার ব্যাকআপের জন্য বিশাল ৬,০০০ ব্যাটারি ব্যবহার করা হবে, যা ১০০ ওয়াট ওয়্যার্ড এবং ৫০ ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

ক্যামেরার ক্ষেত্রে, iQOO 13 ফোনের রিয়ার প্যানেলে অবস্থিত ট্রিপল ক্যামেরা সেটআপের মধ্যে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ৫০ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স এবং একটি ৫০ মেগাপিক্সেলের ৩x পেরিস্কোপ টেলিফটো অন্তর্ভুক্ত থাকবে৷ আর ফোনের সামনে একটি পাঞ্চ-হোল সেলফি ক্যামেরা অবস্থান করবে। তুলনামূলকভাবে, এর পূর্বসূরি iQOO 12 হান্ডসেটে ফ্ল্যাট স্ক্রিন ডিজাইন এবং অ্যালুমিনিয়াম ফ্রেম রয়েছে এবং এটি তিনটি রঙে উপলব্ধ: লেজেন্ড এডিশন, ট্র্যাক এডিশন ও বার্নিং রোড এডিশন।

Show Full Article
Next Story