১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট ছাড়াই আসছে iQOO 7 Legend; জেনে নিন বিস্তারিত

ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি যে, এই মাসের মধ্যে অর্থাৎ এপ্রিলের মধ্যেই ভারতের বাজারে পা রাখবে iQOO 7 Legend স্মার্টফোন যা স্ন্যাপড্রাগন ৮৮৮ চিপসেট চালিত সবচেয়ে…

ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি যে, এই মাসের মধ্যে অর্থাৎ এপ্রিলের মধ্যেই ভারতের বাজারে পা রাখবে iQOO 7 Legend স্মার্টফোন যা স্ন্যাপড্রাগন ৮৮৮ চিপসেট চালিত সবচেয়ে সস্তা গেমিং ফোন হবে। তাছাড়া এই ফোনটি যে গত জানুয়ারিতে চীনে লঞ্চ হওয়া iQOO 7-এর BMW M Motorsport এডিশনের রিব্র্যান্ডেড সংস্করণ হতে চলেছে, সে খবরও আগেই সামনে এসেছে। সেক্ষেত্রে বিভিন্ন টিপস্টার, ইউটিউবার কর্তৃক এই iQOO 7 Legend ফোনটি সম্পর্কিত নানা তথ্য প্রকাশ্যে আসার পর, এবার Vivo-র সাব-ব্র্যান্ডটি নিজেই আস্তে আস্তে এটির ওপর থেকে পর্দা সরাতে শুরু করেছে বলে মনে হচ্ছে। আসলে iQOO, আনুষ্ঠানিকভাবে এই হ্যান্ডসেটটির জন্য একটি ল্যান্ডিং পেজ বা মাইক্রোসাইট তৈরি করেছে যেখানে এটির নানা চোখ ধাঁধানো বর্ণনা দেওয়া হয়েছে। একই সাথে ওই পেজে ফোনটির চীনা এবং ভারতীয় সংস্করণের মধ্যে কিছু তফাতও পরিলক্ষিত হয়েছে।

উক্ত মাইক্রোসাইট অনুযায়ী, iQOO 7 Legend ফোনটি ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তিসহ আসবে। ফলত, ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি ৪,০০০ এমএএইচ হলে এটি ৩০ মিনিটের সম্পূর্ণ চার্জ হয়ে যাবে বলে আশা করা যায়। যদিও, চীনে চালু হওয়া ভ্যারিয়েন্টটিতে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে, যার সাহায্যে ১৫ মিনিটেই ব্যাটারিটি পুরো চার্জ হয়ে যায়। এই প্রসঙ্গে বলে রাখি, ফোনটিতে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের সুবিধা থাকলেও সেটি ম্যানুয়ালি অন করতে হবে বলে জানা গিয়েছে।

অন্যান্য ফিচারের কথা বললে, ফোনটিতে ৬.৬২ ইঞ্চির ফুল এইচডি+ অ্যামোলেড ডিসপ্লে থাকবে বলে মনে হচ্ছে। এছাড়া ছবিতে ফোনটির ডিসপ্লেতে হোল-পাঞ্চ ক্যামেরা কাটআউট প্রদর্শিত হয়েছে যা ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বহন করতে পারে। আবার ব্যাক প্যানেলে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাচ্ছে যাতে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর থাকার সম্ভাবনা রয়েছে। তাছাড়া ফোনটিতে 5G কানেক্টিভিটি বিদ্যমান থাকবে এমনটাও নিশ্চিত করা গেছে। সেক্ষেত্রে চীনা সংস্করণটির ফিচারের ওপর ভিত্তি করে বলা যায়, এই ফোনটিতে ১২ জিবি পর্যন্ত পর্যন্ত LPDDR5 র‌্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত UFS 3.1 স্টোরেজ থাকবে। উপরন্তু, ফোনটিতে নতুন ভেপর কুলিং সিস্টেম এবং মাল্টি-টার্বো ৫.০ স্টোরেজ আর্কিটেকচারের বৈশিষ্ট্য বর্তমান থাকতে পারে।

প্রসঙ্গত, iQOO ইতিমধ্যেই নিশ্চিত করেছে যে ভারতে iQOO 7 Legend-এর দাম হবে ৪০,০০০ টাকার কম যেখানে চীনের বাজারে এটির ১২ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম ৪,১৯৮ সিএনওয়াই (প্রায় ৪৭,৬০০ টাকা)। বলে রাখি, এটির দাম ঠিক কত হবে বা এটি কত তারিখে লঞ্চ হবে – তা এখনো স্পষ্ট নয়! সুতরাং এই বিষয়ে সঠিক তথ্য জানতে আমাদের আরো কিছুটা অপেক্ষা করতে হবে…

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন