দুর্দান্ত ফিচারের iQOO 8 শীঘ্রই ভারতে আসছে, পেয়ে গেল BIS-এর ছাড়পত্র

সব ঠিক থাকলে চলতি মাসেই ভারতে লঞ্চ হতে পারে iQOO 8 সিরিজের বেস ভ্যারিয়েন্ট। কারণ জল্পনা বাড়িয়ে আজ V2136 মডেল নম্বরের iQOO 8 ব্যুরো অফ…

সব ঠিক থাকলে চলতি মাসেই ভারতে লঞ্চ হতে পারে iQOO 8 সিরিজের বেস ভ্যারিয়েন্ট। কারণ জল্পনা বাড়িয়ে আজ V2136 মডেল নম্বরের iQOO 8 ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS)-এর ডেটাবেসে তালিকাভুক্ত থাকতে দেখা গিয়েছে। বিআইএস কর্তৃপক্ষের ছাড়পত্র পাওয়ার ইঙ্গিত, ফোনটি লঞ্চ হতে খুব বেশি দিন বাকি নেই। উল্লেখ্য, গত আগস্টে iQOO 8, iQOO 8 Pro চীনে লঞ্চ হয়েছিল।

আইকো ৮ স্পেসিফিকেশন (iQOO 8 specifications)

চীনে লঞ্চ হওয়া আইকো ৮ ফোনে রয়েছে এ ৬.৫৬ ইঞ্চি ফুল এইচডি প্লাস ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত অ্যামোলেড ডিসপ্লে। এই ফোনে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর। ফোনটি ১২ জিবি পর্যন্ত র‌্যাম (LPDDR5) + ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ (UFS 3.1) সহ এসেছে।

ফটোগ্রাফির কথা বললে আইকো ৮-এ ট্রিপল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এই ক্যামেরাগুলি হল ৪৮ মেগাপিক্সেল মেইন ক্যামেরা, ১৩ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ও ১৩ মেগাপিক্সেল পোট্রেট ক্যামেরা। ফোনের পাঞ্চ হোলের মধ্যে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে।

iQOO 8 স্মার্টফোনটি ৪,৩৫০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে, যা ১২০ ওয়াট ওয়্যারড (তারের সাথে) ফাস্ট চার্জিং ও ৫০ ওয়াট ওয়্যারলেস (তার ছাড়া) চার্জিং সাপোর্ট করে।

অন্য দিকে, iQOO 8 Pro স্মার্টফোনটি ভারতে iQOO 8 Legend ব্র্যান্ডিংয়ের সঙ্গে লঞ্চ করা হতে পারে। এতে থাকবে ৬.৭৮ ইঞ্চি এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৮৮৮+ চিপসেট, ৫০ মেগাপিক্সেল + ৪৮ মেগাপিক্সেল + ১৬ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন