iQOO 9 Pro ভারতে আসছে নতুন ডিসপ্লের সাথে, দেখা গেল Google Play Console-এ

গতমাসেই দেশীয় বাজারে লঞ্চ করার পর এবার চীনা স্মার্টফোন ব্র্যান্ড আইকো ভারতের বাজারে তাদের লেটেস্ট iQOO 9 ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজটি উন্মোচনের প্রস্তুতি শুরু করেছে। ভারতীয়…

গতমাসেই দেশীয় বাজারে লঞ্চ করার পর এবার চীনা স্মার্টফোন ব্র্যান্ড আইকো ভারতের বাজারে তাদের লেটেস্ট iQOO 9 ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজটি উন্মোচনের প্রস্তুতি শুরু করেছে। ভারতীয় লাইনআপে iQOO 9 এবং iQOO 9 Pro এবং iQOO 9 SE – এই তিনটি ডিভাইস রয়েছে বলে জানা গেছে। প্রসঙ্গত, চীনের বাজারে এই সিরিজের বেস মডেল এবং প্রো মডেলটিই লঞ্চ হয়েছে। তবে ভারতে তিনটি ফোন আসতে পারে। এখন লঞ্চের আগে iQOO 9 Pro- এর ভারতীয় সংস্করণটি গুগল প্লে কনসোলে তালিকাভুক্ত হয়েছে এবং এই সাইটের লিস্টিং থেকে জানা গেছে, iQOO 9 Pro-এর ভারতীয় মডেলটির ডিসপ্লের রেজোলিউশনের ক্ষেত্রে চীনা ভ্যারিয়েন্টেরের থেকে আলাদা হবে।

iQOO 9 Pro কে দেখতে পাওয়া গেল Google Play Console ও Google Play Supported Devices- এর তালিকায়

মাইস্মার্টপ্রাইস (MySmartPrice)- এর রিপোর্ট অনুযায়ী, I2022 মডেল নম্বর সহ আইকো ৯ প্রো- এর ভারতীয় ভ্যারিয়েন্টটি গুগল প্লে কনসোল এবং গুগল প্লে সমর্থিত ডিভাইসের লিস্টে তালিকাভুক্ত হয়েছে। এই লিস্টিং থেকে জানা গেছে, ডিসপ্লের রেজোলিউশন ছাড়া আইকো ৯ প্রো স্মার্টফোনের ভারতীয় সংস্করণটির প্রায় সকল স্পেসিফিকেশনগুলির সাথেই চীনা ভ্যারিয়েন্টের মিল রয়েছে। জানুয়ারিতে চীনে লঞ্চ হওয়া আইকো ৯ প্রো-এ রয়েছে কোয়াডএইচডি+ (৩,২০০ × ১,৪৪০ পিক্সেল) ডিসপ্লে, সেখানে সাম্প্রতিক তালিকাটি প্রকাশ করেছে যে, ভারতীয় ভ্যারিয়েন্টটি ৪৪০পিপিআই পিক্সেল ঘনত্বের ফুল এইচডি+ (২,৪০০ x ১,০৮০ পিক্সেল) ডিসপ্লে সহ আসছে। এই পরিবর্তনের কারণটি যদিও অজানা, তবে মনে করা হচ্ছে ভারতের বাজারে ফোনটিকে প্রতিযোগিতামূলক দামে অফার করার কথা ভেবে এই পন্থায় খরচ কম করার সিদ্ধান্ত নিয়েছে ভিভোর সাব-ব্র্যান্ডটি।

আইকো ৯ প্রো ফোনের ভারতীয় সংস্করণের সম্ভাব্য স্পেসিফিকেশন ( iQOO 9 Pro Indian variant Expected Specifications)

রিপোর্ট অনুযায়ী, আইকো ৯ প্রো মডেলে ৬.৭৮ ইঞ্চির ফুল এইচডি+ কার্ভড AMOLED ডিসপ্লে দেখা যাবে, যার রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ এবং নিরাপত্তার জন্য এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাওয়া যাবে। ফটো ও ভিডিওর জন্য, আইকো ৯ প্রো ফোনের ব্যাক প্যানেলে অবস্থিত ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিটের মধ্যে ৫০ মেগাপিক্সেলের স্যামসাং জিএন৫ প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ১৬ মেগাপিক্সেলের তৃতীয় একটি সেন্সর থাকবে৷ প্রাইমারি সেন্সরে জিম্বাল স্টেবিলাইজেশন সাপোর্ট করবে এবং তৃতীয় লেন্সটিতে ২.৫× অপটিক্যাল জুম সাপোর্ট দেওয়া হবে।

পারফরম্যান্সের জন্য, iQOO 9 Pro ফোনে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ চিপসেট এবং এই ডিভাইসটি ৮ জিবি/১২ জিবি এলপিডিডিআর৫ র‍্যাম এবং ১২৮ জিবি /২৫৬ জিবি ইউএফএস ৩.১ স্টোরেজ সহ আসবে বলে জানা গেছে।

পাওয়ার ব্যাকআপের জন্য iQOO 9 Pro- এর ভারতীয় ভ্যারিয়েন্টে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৭০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে এবং এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক কাস্টম স্কিনে রান করবে।

ইতিমধ্যেই আসন্ন iQOO 9 লাইনআপের জন্য ই-কমার্স সাইট Amazon- এর ভারতীয় শাখার ওয়েবসাইটে একটি ল্যান্ডিং পেজ লাইভ রয়েছে। তাই আশা করা যায় যে এই মাসেই ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলি এদেশে লঞ্চ হবে।