iQOO 9T কোয়ালকম স্ন্যাপড্রাগনের সবচেয়ে শক্তিশালী প্রসেসর সহ চলতি মাসের শেষে লঞ্চ হচ্ছে

গত কয়েক সপ্তাহ ধরেই জল্পনা চলছে যে, স্মার্টফোন ব্র্যান্ড আইকো তাদের পরবর্তী প্রজন্মের iQOO 10 সিরিজের ডিভাইসগুলির ওপর কাজ করছে। ব্র্যান্ড এই লাইনআপটি শীঘ্রই হোম…

গত কয়েক সপ্তাহ ধরেই জল্পনা চলছে যে, স্মার্টফোন ব্র্যান্ড আইকো তাদের পরবর্তী প্রজন্মের iQOO 10 সিরিজের ডিভাইসগুলির ওপর কাজ করছে। ব্র্যান্ড এই লাইনআপটি শীঘ্রই হোম মার্কেট চীনে লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। তবে, আইকো বর্তমানে ভারতে একটি ভিন্ন ফ্ল্যাগশিপ ডিভাইস উন্মোচন করার পরিকল্পনা করছে, যা iQOO 9T নামে এদেশের বাজারে আত্মপ্রকাশ করবে। এখন একটি নতুন রিপোর্টে এই আপকামিং আইকো ফোনটির লঞ্চের টাইমলাইন প্রকাশ করা হয়েছে।

iQOO 9T চলতি মাসেই আসছে ভারতের বাজারে

জিএসএমএরিনা (GSMArena)-এর সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, নতুন আইকো ৯টি মডেলটি চলতি মাসের শেষের দিকেই ভারতের বাজারে পা রাখবে। এছাড়াও, সংস্থার তরফে নিশ্চিত করা হয়েছে যে, এই ডিভাইসটি কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ ফ্ল্যাগশিপ চিপসেট দ্বারা চালিত হবে।

প্রসঙ্গত, আইকো চলতি বছরের শুরুতে তাদের বর্তমান প্রজন্মের আইকো ৯ সিরিজের অধীনে আইকো ৯, ৯ প্রো এবং আইকো ৯ এসই মডেল তিনটি লঞ্চ করেছে। এই স্মার্টফোনগুলি যথাক্রমে স্ন্যাপড্রাগন ৮৮৮ প্লাস, স্ন্যাপড্রাগন ৮ জেন ১ এবং স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর দ্বারা চালিত। তাই, মনে করা হচ্ছে স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ সহ আসন্ন আইকো ৯টি হ্যান্ডসেটটি ৯ প্রো-এর থেকেও শক্তিশালী ডিভাইস হবে। ভারতীয় বাজারে আইকো ৯ প্রো-এর প্রারম্ভিক মূল্য ৬৪,৯৯০ টাকা। সম্ভবত আইকো ৯টি এদেশে একই দামের সাথে আসতে পারে।

অন্যদিকে, আইকো চলতি মাসের শেষের দিকে চীনে iQOO 10 এবং 10 Pro মডেল দুটি লঞ্চ করার পরিকল্পনা করছে। যদিও, আইকো ১০ বা ১০ প্রো-কে আইকো ৯টি হিসাবে ভারতে রিব্র্যান্ড করা হবে কিনা তা স্পষ্ট নয়। আর এখনও পর্যন্ত সংস্থার তরফে iQOO 9T-এর অন্যান্য স্পেসিফিকেশন সম্পর্কেও কোনও তথ্য সামনে আসেনি। তবে, একটি সাম্প্রতিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, iQOO 9T ৬.৭৮ ইঞ্চির অ্যামোলেড ই৫ এলটিপিও ২.০ প্যানেলের সাথে আসবে, যা কোয়াড এইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে৷ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর দ্বারা চালিত ফোনটি ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ-এই দুটি মেমরি কনফিগারেশনে বাজারে উপলব্ধ হতে পারে। iQOO 9T-এর ব্যাটারির ক্ষমতা এখনও জানা যায়নি, তবে এটি ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে বলে মনে করা হচ্ছে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন