৯ হাজার টাকা পর্যন্ত ছাড়, iQOO Days সেলে পছন্দের ফোন অনেক সস্তায় কেনার সুযোগ

আইকো (iQOO) তাদের অনুরাগীদের জন্য নিয়ে এসেছে এক বিশেষ চমক। সংস্থাটি ই-কমার্স সাইট অ্যামাজনের (Amazon) সাথে হাত মিলিয়ে...
Ananya Sarkar 4 July 2022 9:58 AM IST

আইকো (iQOO) তাদের অনুরাগীদের জন্য নিয়ে এসেছে এক বিশেষ চমক। সংস্থাটি ই-কমার্স সাইট অ্যামাজনের (Amazon) সাথে হাত মিলিয়ে চার দিনের আইকো ফ্ল্যাগশিপ ডে (iQOO Flagship Day) সেলের আয়োজন করেছে। ১ জুলাই থেকে শুরু হওয়া এই সেলে সম্প্রতি লঞ্চ হওয়া iQOO Neo 6, iQOO 9 সিরিজ এবং iQOO Z সিরিজের হ্যান্ডসেটগুলির সাথে পাওয়া যাবে প্রচুর অফার। এই বিশেষ সেলটি আগামী ৪ জুলাই পর্যন্ত চলবে, তাই আপনি যদি সস্তায় দুর্দান্ত ফিচার সহ আইকোর একটি ফ্ল্যাগশিপ রেঞ্জের হ্যান্ডসেট পকেটস্থ করতে চান, তাহলে এই সুযোগটি হাতছাড়া করবেন না। অ্যামাজনের আইকো ফ্ল্যাগশিপ ডে অফারের সাথে, ক্রেতারা আইকো স্মার্টফোনগুলি ৯,০০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন৷ ক্রেতারা আইসিআইসিআই (ICICI) ব্যাঙ্কের ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এবং ইএমআই (EMI) লেনদেনের মাধ্যমে ৪,০০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ছাড় পেতে পারেন৷ চলুন অ্যামাজনে আইকো ফ্ল্যাগশিপ ডে-এর সমস্ত ডিলগুলি একবার দেখে নেওয়া যাক৷

iQOO Flagship Day সেলের অফার দেখে নিন

চার দিন ব্যাপী অ্যামাজন (Amazon)-এর আইকো ফ্ল্যাগশিপ ডে সেলে iQOO 9 5G-এর ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলটি ৪২,৯৯০ টাকায় এবং ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি ৪৬,৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে। এর ওপরে, আপনি আইসিআইসিআই (ICICI) ব্যাঙ্কের ক্রেডিট কার্ডগুলির সাথে ৪,০০০ টাকা ইনস্ট্যান্ট ছাড় পেতে পারেন৷ আবার, iQOO 9 SE 5G মডেলটির দাম শুরু হয়েছে ৩৩,৯৯০ টাকা থেকে। তবে ক্রেতারা অ্যামজন কুপনের সাথে ১,০০০ টাকা এবং আইসিআইসি (ICICI) ক্রেডিট কার্ডের সাথে ২,০০০ টাকা ইনস্ট্যান্ট ছাড় এবং এক্সচেঞ্জ অফারের সাথে ৩,০০০ টাকা অতিরিক্ত ছাড় পেতে পারেন৷ অন্যদিকে, চলতি বছরের শুরু লঞ্চ হওয়া iQOO 9 Pro মডেলটির দাম ৬৪,৯৯৯ টাকা, তবে আইসিআইসি (ICICI) ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা এই দামের ওপরও ৪,০০০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন।

এছাড়া, লেটেস্ট iQOO Neo 6 ফোনটি আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ডধারীরা (অ্যামাজন আইসিআইসিআই ক্রেডিট কার্ড ব্যতীত) ৩,০০০ টাকার ছাড়ের সাথে পাবেন। বর্তমানে iQOO Neo 6-এর ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি মডেলের দাম রাখা হয়েছে ২৯,৯৯৯ টাকা এবং এর ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম ৩৩,৯৯৯ টাকা। তবে ব্যাঙ্ক অফারের সাথে এই ডিভাইসের বেস মডেলের দামটি ২৬,৯৯৯ টাকায় নেমে আসবে।

আবার, iQOO Z6 Pro 5G ফোনের ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি ভ্যারিয়েন্টটি ২৩,৯৯৯ টাকায় উপলব্ধ, তবে আইসিআইসিআই ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের সাথে ৩,০০০ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। এই হ্যান্ডসেটটি স্ন্যাপড্রাগন ৭৭৮ প্রসেসর, ৬৬ ওয়াট ফ্ল্যাশচার্জ চার্জিং সাপোর্ট, ৪,৭০০ এমএএইচ ব্যাটারি এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৪৪ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে অফার করে। সবশেষে, iQOO Z6 44W মডেলটির দাম শুরু হচ্ছে ১৫,৯৯৯ টাকা থেকে। যদিও আগ্রহী ক্রেতারা আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে ১,০০০ টাকা ইনস্ট্যান্ট ছাড় পেয়ে যাবেন।

Show Full Article
Next Story