iQoo Neo 6 আসছে স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর ও ৬ জিবি র‌্যাম সহ, দেখা গেল Geekbench-এ

বর্তমানে স্মার্টফোন সংস্থা আইকো (iQoo) ভারতীয় ক্রেতাদের জন্য I2126 মডেল নম্বর সহ একটি নতুন ডিভাইস কাজ করছে বলে জানা...
Ananya Sarkar 31 March 2022 10:56 AM IST

বর্তমানে স্মার্টফোন সংস্থা আইকো (iQoo) ভারতীয় ক্রেতাদের জন্য I2126 মডেল নম্বর সহ একটি নতুন ডিভাইস কাজ করছে বলে জানা গেছে। সম্প্রতি, I2124 এবং I2125 মডেল নম্বর সহ আরও দুটি আসন্ন আইকো স্মার্টফোনকে আইএমইআই (IMEI) সার্টিফিকেশন সাইটের ডেটাবেসে স্পট করা গেছে৷ আইএমইআই সাইটের তালিকাগুলি প্রকাশ করে যে, এই ডিভাইসগুলি iQoo Neo 6 এবং Neo 6 SE হিসাবে ভারতের বাজারে লঞ্চ হতে পারে৷ তাই, অনুমান করা হচ্ছে যে I2126 মডেল নম্বর যুক্ত মডেলটিও iQoo Neo 6 সিরিজেরই অংশ হতে পারে। আর এবার এই আপকামিং হ্যান্ডসেটটি গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং সাইটে উপস্থিত হয়েছে এবং যথারীতি এই সাইটের লিস্টিং থেকে iQoo I2126 হ্যান্ডসেটের কিছু প্রধান স্পেসিফিকেশন সামনে এসেছে।

iQoo I2126- কে দেখতে পাওয়া গেল Geekbench-এর সাইটে

আইকো আই২১২৬-এর গিকবেঞ্চ লিস্টিং প্রকাশ করেছে যে, এটি গিকবেঞ্চের সিঙ্গেল-কোর এবং মাল্টি-কোর টেস্টে যথাক্রমে ৭৫৬ এবং ২,৬৫১ পয়েন্ট অর্জন করেছে। আরও জানা গেছে যে এটি ‘লাহাইনা’ (lahaina) কোডনাম সহ একটি কোয়ালকম চিপসেট দ্বারা চালিত এবং এর বেস ফ্রিকোয়েন্সি ২.৪ গিগাহার্টজ। গিকবেঞ্চ তালিকার সোর্স কোড থেকে জানা যাচ্ছে, এটি অ্যাড্রেনো ৬৪২এল (Adreno 642L) গ্রাফিক্স সহ আসবে। এগুলি থেকে স্পষ্ট যে, এই চিপসেটটি কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর হবে, যা আইকো জেড ৫, রিয়েলমি জিটি মাস্টার এডিশন এবং শাওমি ১১ লাইট এনই ৫জি-এর মতো হ্যান্ডসেটগুলিতে ব্যবহৃত হয়েছে।

iQOO-Neo6

এছাড়াও, iQoo I2126-এর গিকবেঞ্চ তালিকাটি প্রকাশ করেছে যে, এই ডিভাইসে ৬ জিবি র‍্যাম পাওয়া যাবে এবং এটি অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে রান করবে। এগুলি ছাড়া, আইকো ফোনটির অন্যান্য স্পেসিফিকেশনগুলি সম্পর্কে এখনও পর্যন্ত জানা যায়নি। জানিয়ে রাখি, আইকো শীঘ্রই চীনে iQoo Neo 6 স্মার্টফোনটি লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। এটি হোম মার্কেটে আগামী ১৩ এপ্রিল আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হতে পারে। তবে, এর পাশাপশি iQoo Neo 6 SE মডেলটিও লঞ্চ করা হবে কিনা তা স্পষ্ট নয়।

উল্লেখ্য, শোনা যাচ্ছে আসন্ন iQoo Neo 6-এর চীনা ভ্যারিয়েন্টে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৬২ ইঞ্চির ফুল এইচডি+ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে এবং এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ ফ্ল্যাগশিপ প্রসেসর ব্যবহার করা হবে। আবার পাওয়ার ব্যাকআপের জন্য, এই আসন্ন হ্যান্ডসেটে ৪,৭০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এটি সম্ভবত ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ - এই দুই ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। iQoo Neo 6 চীনে ব্ল্যাক, ব্লু এবং অরেঞ্জের মতো কালার অপশনগুলিতে উপলব্ধ হতে পারে।

Show Full Article
Next Story