iQOO Neo 6 SE আসছে 64 মেগাপিক্সেল ক্যামেরার সাথে, প্রকাশ্যে অন্যান্য ফিচারও

আইকো শীঘ্রই বাজারে তাদের নতুন iQOO Neo 6 SE স্মার্টফোনটি লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। এই হ্যান্ডসেটটি গত বছর লঞ্চ হওয়া iQOO Neo 5 SE-এর উত্তরসূরি…

আইকো শীঘ্রই বাজারে তাদের নতুন iQOO Neo 6 SE স্মার্টফোনটি লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। এই হ্যান্ডসেটটি গত বছর লঞ্চ হওয়া iQOO Neo 5 SE-এর উত্তরসূরি হিসেবে আগামী ৬ মে বাজারে আত্মপ্রকাশ করবে বলে নিশ্চিত করা হয়েছে। আর এবার লঞ্চের আগেই ব্র্যান্ডটি iQOO Neo 6 SE-এর প্রধান হাইলাইটগুলি টিজারের মাধ্যমে সামনে এনেছে। এই নতুন টিজার পোস্টারে আসন্ন আইকো ফোনটির ক্যামেরা স্পেসিফিকেশনগুলি প্রকাশ করা হয়েছে। আসুন জেনে নেওয়া যাক iQOO Neo 6 SE-এর ক্যামেরা সম্পর্কে কি কি নতুন তথ্য সামনে এল।

প্রকাশ্যে iQOO Neo 6 SE-এর ক্যামেরা স্পেসিফিকেশন

আইকোর তরফে প্রকাশ করা পোস্টার অনুযায়ী, আপকামিং আইকো নিও ৬ এসই ফোনে ৬৪ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা থাকবে, যা সম্প্রতি লঞ্চ হওয়া আইকো নিও ৬-এর অনুরূপ, কিন্তু পূর্বসূরি নিও ৫ এসই-এর ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার থেকে আলাদা। এছাড়াও, এই ৬৪ মেগাপিক্সেলের সেন্সরে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS)-এর সাপোর্ট থাকবে। আইকো নিও ৬ এসই-এর নয়া টিজারটি, এই হ্যান্ডসেটে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে বলেও নিশ্চিত করেছে। মনে করা হচ্ছে আইকো নিও ৬ এসই-এর বেশিরভাগ স্পেসই আইকো নিও ৬-এর মতোই হবে।

প্রসঙ্গত iQOO Neo 6 SE-এর অন্যান্য স্পেসিফিকেশনগুলিও কয়েকদিন আগে প্রকাশ্যে এনেছে সংস্থা। জানা গেছে, এই স্মার্টফোনে ৬.৬২ ইঞ্চির ওলেড (OLED) পাঞ্চ-হোল ডিসপ্লে থাকবে, যা ফুল এইচডি+ রেজোলিউশন এবং ১২০ রিফ্রেশ রেট অফার করবে।

সাম্প্রতিক টিজারগুলি প্রকাশ করেছে যে, এই আসন্ন ডিভাইসটির স্ক্রিনে ১,২০০ হার্টস টাচ স্যাম্পলিং রেট, ১,৩০০ নিট পিক ব্রাইটনেস এবং এইচডিআর১০+ সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য, iQOO Neo 6 SE কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর দ্বারা চালিত হবে এবং পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৪,৭০০ এমএএইচ ব্যাটারি দেওয়া বলে আশা করা হচ্ছে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন