ক্যামেরা থেকে প্রসেসর, চমকে ভরা iQOO Neo 8 সিরিজ লঞ্চ হচ্ছে 23 মে, ফার্স্ট লুক প্রকাশ্যে

আইকো অবশেষে পরবর্তী প্রজন্মের iQOO Neo 8 সিরিজটি লঞ্চ করার বিষয়ে নিশ্চিত করেছে। আসন্ন লাইনআপে Neo 8 এবং Neo 8 Pro - এই...
Ananya Sarkar 13 May 2023 9:38 AM IST

আইকো অবশেষে পরবর্তী প্রজন্মের iQOO Neo 8 সিরিজটি লঞ্চ করার বিষয়ে নিশ্চিত করেছে। আসন্ন লাইনআপে Neo 8 এবং Neo 8 Pro - এই দুই প্রিমিয়াম স্মার্টফোন অন্তর্ভুক্ত থাকবে। ফোনগুলি আগামী ২৩ মে চীনে আত্মপ্রকাশ করতে চলেছে। লঞ্চের আগে, আইকো সোশ্যাল মিডিয়ায় একটি ছোট ভিডিও আপলোড করেছে, যা ফোনের ডিজাইন প্রকাশ করার পাশাপাশি এর কিছু মূল বৈশিষ্ট্যও নিশ্চিত করেছে। ভিডিও অনুযায়ী, ডিজাইনের নিরিখে আপকামিং মডেলগুলিতে Neo 7 সিরিজের তুলনায় ছোটখাটো কিছু পরিবর্তন থাকবে। আসুন তাহলে iQOO Neo 8 সিরিজের ডিজাইন, লঞ্চের বিবরণ এবং স্পেসিফিকেশন সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে, জেনে নেওয়া যাক।

প্রকাশ্যে এল iQOO Neo 8 সিরিজের লঞ্চের তারিখ, ডিজাইন ও মূল স্পেসিফিকেশন

আইকো নিও ৮ সিরিজটি আগামী ২৩ মে চীনে লঞ্চ হবে নিশ্চিত করা হয়েছে। কোম্পানি এই লাইনআপের অধীনে দুটি প্রিমিয়াম ডিভাইস লঞ্চ করবে, এগুলি হল আইকো নিও ৮ এবং নিও ৮ প্রো। আইকো চীনা মাইক্রোব্লগিং সাইট ওয়েইবো-তে একটি নতুন ভিডিও প্রকাশ করেছে, যা ডিভাইসগুলির ডিজাইন তুলে ধরেছে। টিজার অনুসারে, নিও ৮ সিরিজের মডেলগুলিতে কার্ভড রিয়ার প্যানেল থাকবে। ভিডিওতে প্রদর্শিত ভ্যারিয়েন্টটিতে লাল রঙের বিকল্পে একটি ভেগান লেদারের ব্যাক প্যানেল রয়েছে।

পিছনে দুটি বৃত্তাকার কাটআউট সহ একটি আয়তক্ষেত্রাকার ক্যামেরা মডিউল দেখা গেছে। আইকো নিও ৮ ৫জি-এর পিছনে একটি এলইডি ফ্ল্যাশ সহ ডুয়েল-ক্যামেরা সেটআপ অবস্থান করবে। ক্যামেরা মডিউলের টেক্সটটি নিশ্চিত করে যে নিও ৮ অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট করবে।

এছাড়াও, কোম্পানি প্রকাশ করেছে যে Neo 8 Pro-তে নতুন-লঞ্চ করা মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০০+ প্রসেসর ব্যবহার করা হবে। চিপটি ৪ ন্যানোমিটার প্রক্রিয়ার ওপর ভিত্তি করে নির্মিত এবং এর সর্বোচ্চ ক্লক স্পিড ৩.৩৫ গিগাহার্টজ। ডিভাইসটিতে ভিভোর ভি১প্লাস ইমেজিং চিপও থাকবে, যার লক্ষ্য ক্যামেরা, পারফরম্যান্স এবং ডিসপ্লে ফিচার উন্নত করা। এছাড়া, কোম্পানির তরফে আর কোনও তথ্য এখনও প্রকাশ করা হয়নি।

তবে ইতিমধ্যেই, টিপস্টার যোগেশ ব্রার iQOO Neo 8 Pro-এর মূল বৈশিষ্ট্যগুলি প্রকাশ করেছেন। তিনি দাবি করেছেন যে, এতে ১.৫কে (1.5K) রেজোলিউশন সহ ৬.৭৮ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে। ডিভাইসটি ১৬ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি/ ৫১২ জিবি স্টোরেজ সহ চীনে লঞ্চ হতে পারে। Neo 8 Pro অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অরিজিন ওএস ৩ (Origin OS 3)-এর একটি স্তর থাকবে।

ক্যামেরার ক্ষেত্রে, Neo 8 Pro-এর পিছনে একটি ট্রিপল-ক্যামেরা সেটআপ দেখা যাবে, যার মধ্যে ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা সেন্সর উপস্থিত থাকবে। টিপস্টার বাকি দুটি সেন্সরের স্পেসিফিকেশন প্রকাশ করেননি। তবে, যোগেশ ব্রার জানিয়েছেন যে Neo 8 Pro-তে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর অবস্থান করবে। পাওয়ার ব্যাকআপের জন্য, Neo 8 Pro সম্ভবত শক্তিশালী ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে, যা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং অফার করে বলে জানা গেছে।

অন্যদিকে, স্ট্যান্ডার্ড iQOO Neo 8 5G-এ স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসরটি ব্যবহার করা হবে। এতে ১.৫কে (1.5K) রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২,১৬০ পিডাব্লিউএম ডিমিং সহ একই ৬.৭৮ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকতে পারে।

Show Full Article
Next Story