iQOO Neo 5s: আইকোর নয়া ফ্ল্যাগশিপ ফোনের লঞ্চ ডিসেম্বরেই, দেখে নিন ছবি সহ অন্যান্য তথ্য

আইকো (iQOO) ডিসেম্বর শেষ হওয়ার আগেই মিড-রেঞ্জ ও ফ্ল্যাগশিপ রেঞ্জে দু’টি নতুন Neo মডেলের স্মার্টফোন লঞ্চ করবে বলে জল্পনা শোনা যাচ্ছে। তার মধ্যে একটি ফোনের…

আইকো (iQOO) ডিসেম্বর শেষ হওয়ার আগেই মিড-রেঞ্জ ও ফ্ল্যাগশিপ রেঞ্জে দু’টি নতুন Neo মডেলের স্মার্টফোন লঞ্চ করবে বলে জল্পনা শোনা যাচ্ছে। তার মধ্যে একটি ফোনের ছবি এবার চীনা মাইক্রোব্লগিং সাইট ওয়েইবোতে ছড়িয়ে পড়েছে। সেই ছবিতে ফোনের নাম iQOO Neo 5s বলে উল্লেখ করা হয়েছে। আর কী কী জানা গিয়েছে, এক নজরে দেখে নেওয়া যাক সেগুলি।

iQOO Neo 5s এর ফ্রন্ট প্যানেলের ডিজাইন Panda is Bald নামে পরিচিত এক টিপস্টারের শেয়ার করা ছবি থেকে সামনে এসেছে। তাতে দেখা যাচ্ছে, ফোনের সামনে একটি পাঞ্চ-হোল (সেন্টার) যুক্ত ডিসপ্লে রয়েছে। iQOO Neo 5s এর ডান দিকে ভলিউম বাটন এবং পাওয়ার কী দেওয়া হয়েছে।

iQOO Neo 5s ফোনের আরও একটি ছবি এসেছে। সেটি থেকে এর কয়েকটি স্পেসিফিকেশনের বিষয়ে জানা গিয়েছে। যেমন এতে লেটেস্ট OriginOS কাস্টম ইন্টারফেস থাকবে। ফ্ল্যাগশিপ Qualcomm Snapdragon 888 প্রসেসর ব্যবহার করা হবে এই ফোনে। ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে আসবে iQOO Neo 5s। আবার ৪ জিবি এক্সটেন্ডেড র‌্যামের সুবিধা থাকবে। অর্থাৎ ইন্টারনাল স্টোরেজ থেকে সমপরিমাণ অংশ র‌্যাম হিসেবে ব্যবহার করা যাবে।

আইকো নিও ৫এস স্পেসিফিকেশনস (প্রত্যাশিত) (iQOO Neo 5s Expected Specifications)

রিপোর্ট অনুযায়ী, আইকো নিও ৫এস ফোনের ডিসপ্লের দৈর্ঘ্য ৬.৫৬ ইঞ্চি হতে পারে। এর স্ক্রিন ১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেটের সমর্থন নিতে পারে। এছাড়া আইকো নিও ৫এস ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট, ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা, লিনিয়ার মোটর, ডুয়েল স্পিকার, ওআইএস-সহ ৪৮ মেগাপিক্সেল সনি আইএমএক্স৫৯৮ প্রাইমারি রিয়ার ক্যামেরা, হিট ডিসিপিশেন সিস্টেম সহযোগে আসবে বলে আশা করা যায়।

অন্য দিকে, iQOO Neo 5s-এর সঙ্গে অপর Neo ব্র্যান্ডেড ডিভাইস হিসেবে iQOO Neo 5 SE লঞ্চ হবে বলে আশা করা যায়। এতে Snapdragon 778G+ প্রসেসর এবং 66 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে।