iQOO Quest Days Sale: আগামী 10 জুন অবধি বিশাল সস্তায় পাওয়া যাবে iQOO ব্র্যান্ডের ফোন, সেরা 5টি অফার দেখে নিন
ভারতের বাজারের ক্রমবর্ধনশীল তথা হাই-পারফরম্যান্স স্মার্টফোনের জন্য পরিচিত ব্র্যান্ড iQOO গত ৪ঠা জুন থেকে 'iQOO Quest...ভারতের বাজারের ক্রমবর্ধনশীল তথা হাই-পারফরম্যান্স স্মার্টফোনের জন্য পরিচিত ব্র্যান্ড iQOO গত ৪ঠা জুন থেকে 'iQOO Quest Days' সেল দিচ্ছে। আগামী ১০ই জুন পর্যন্ত ব্র্যান্ডের ই-স্টোর এবং Amazon India-য় এই সেলের যাবতীয় অফার লাইভ থাকবে। এক্ষেত্রে চীন-ভিত্তিক কোম্পানিটি iQOO 12, iQOO Neo 9 Pro, iQOO Z9, iQOO Neo 9 Pro থেকে শুরু করে সম্প্রতি লঞ্চ হওয়া iQOO Z9x-এর মতো বিভিন্ন মোবাইল ফোন সস্তায় কেনার সুযোগ দেবে। বিশেষ বিষয় হল যে, Quest Days চলাকালীন স্মার্টফোনগুলি ফ্ল্যাট ডিসকাউন্টের পাশাপাশি আকর্ষণীয় ব্যাঙ্ক অফারেও কেনা যাবে।
যাইহোক আসুন, আর কথা না বাড়িয়ে এখন একনজরে দেখে নিই 'iQOO Quest Days' সেলের কিছু সেরা অফার।
iQOO Sale: বাজেট থেকে ফ্ল্যাগশিপ, এই পাঁচটি ফোন পাবেন সস্তায়
১. iQOO Z9x: আইকো কোয়েস্ট ডেজ সেলে ব্র্যান্ডের এই লেটেস্ট ফোনটির প্রারম্ভিক দাম পড়বে ১২,৯৯৯ টাকা। এটি এর ৪ জিবি ও ১২৮ জিবি বেস স্টোরেজ কনফিগারেশনের দাম, যেখানে অন্য দুটি অর্থাৎ ৬ জিবি ও ১২৮ জিবি বা ৮ জিবি ও ১২৮ জিবি ভ্যারিয়েন্টগুলি কিনতে যথাক্রমে ১৪,৪৯৯ টাকা এবং ১৫,৯৯৯ টাকা খরচ হবে।
এই নতুন স্মার্টফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ১,০০০ নিটস পিক ব্রাইটনেসযুক্ত ৬.৭২-ইঞ্চি এইচডি+ ডিসপ্লে থাকবে। সাথে মিলবে স্ন্যাপড্রাগন ৮ জেন ১ চিপসেট, ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট, ৬,০০০ এমএএইচ ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেল এআই (AI) রিয়ার ক্যামেরা সেটআপ। এটি বর্তমানে ভারতে কোম্পানির সবচেয়ে স্লিম স্মার্টফোন।
২. iQOO Z9 5G: সেলে অ্যামাজনের মাধ্যমে এই ফোনের ৮ জিবি ও ১২৮ জিবি ভ্যারিয়েন্ট ১৯,৯৯৯ টাকায় এবং ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণ ২১,৯৯৯ টাকায় পেয়ে যাবেন। এক্ষেত্রে কাজে লাগানো যাবে ২,০০০ টাকা ব্যাঙ্ক অফার।
স্মার্টফোনটিতে ৯০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৬৭ ইঞ্চি ফুল-এইচডি+ অ্যামোলেড ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০০ প্রসেসর, ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টবিশিষ্ট ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সিস্টেম দেখা যাবে।
৩. iQOO Z7 Pro: এই ফোনের দুটি স্টোরেজ ভ্যারিয়েন্ট আছে, এদের মধ্যে ৮ জিবি + ১২৮ জিবি এবং ৮ জিবি + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম পড়বে যথাক্রমে ২২,৯৯৯ টাকা এবং ২৩,৯৯৯ টাকা।
তালিকার এই হ্যান্ডসেটে রয়েছে ৬.৩৮ ইঞ্চি ফুল-এইচডি+ অ্যামোলেড ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০ প্রসেসর, ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট বিশিষ্ট ৪,৫০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ।
৪. iQOO Neo 9 Pro: কোয়েস্ট ডেজ সেলে স্মার্টফোনটি সর্বনিম্ন ৩৪,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে, যা এর ৮ জিবি ও ১২৮ জিবি বেস স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য। অন্যদিকে এই ফোনের ৮ জিবি ও ২৫৬ জিবি কনফিগারেশনটি ৩৬,৯৯৯ টাকায় এবং ১২ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ মডেলটি ৩৮,৯৯৯ টাকায় পাবেন। সব ক'টি ভ্যারিয়েন্টেই ৩,০০০ টাকার ব্যাঙ্ক অফারের সুবিধা উপলব্ধ।
এটিতে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৭৮ ইঞ্চি এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর সাথে কোম্পানির সুপার কম্পিউটিং চিপ কিউ১ বিশিষ্ট ডুয়াল চিপ, ১২০ ওয়াট ফ্ল্যাশ চার্জিং সাপোর্টযুক্ত ৫,১৬০ এমএএইচ ব্যাটারি, ৫০ মেগাপিক্সেল সনি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের মতো ফিচার বর্তমান।
৫. iQOO 12: সেল উপলক্ষে অ্যামাজনে এই ফ্ল্যাগশিপ ফোনের ১২ জিবি ও ২৫৬ জিবি বেস স্টোরেজ ভ্যারিয়েন্টটি ৫২,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে, যেখানে ১৬ জিবি ও ৫১২ জিবি কনফিগারেশনটি কিনতে গেলে ৫৭,৯৯৯ টাকা লাগবে।
ফিচার বলতে এতে আছে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৭৮ এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসরের সাথে সুপার কম্পিউটিং চিপ কিউ১, ১২০ ওয়াট ফ্ল্যাশ চার্জিং সাপোর্ট, ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ৫০ মেগাপিক্সেল ফ্ল্যাগশিপ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ।