Redmi Note 11 সিরিজকে প্রতিযোগিতার মুখে ফেলতে এন্ট্রি নিচ্ছে iQOO U5 সিরিজ

Redmi Note 11 সিরিজকে চ্যালেঞ্জ জানাতে আইকোর বাজি iQOO U5 সিরিজ। লেটেস্ট রিপোর্ট বলছে, iQOO U5 সিরিজের স্মার্টফোনগুলি...
SHUVRO 18 Dec 2021 1:28 PM IST

Redmi Note 11 সিরিজকে চ্যালেঞ্জ জানাতে আইকোর বাজি iQOO U5 সিরিজ। লেটেস্ট রিপোর্ট বলছে, iQOO U5 সিরিজের স্মার্টফোনগুলি লঞ্চের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে। সম্পূর্ণ স্পেসিফিকেশনের সঙ্গে iQOO U5 ডিভাইসটি TENAA সার্টিফিকেশন পোর্টালে হাজির হতেই সেই জল্পনা আরও বাড়ল। আবার এক টিপস্টারের দাবি, iQOO U5 সিরিজে iQOO U5x বলে আরেকটি ভ্যারিয়েন্ট আসতে চলেছে।

iQOO U5 Specifications

টেনার লিস্টিং অনুযায়ী, আইকো ইউ৫-এ ৬.৮৫ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা ফুল-এইচডি+ রেজোলিউশন অফার করবে। এটি হাই-রিফ্রেশ রেট সাপোর্ট করবে কিনা, তা উল্লেখ করা হয়নি। ফোনে একটি ২.২ গিগাহার্টজ অক্টা-কোর প্রসেসর দেওয়া হয়েছে। টিপস্টার হোয়াই ল্যাবের মতে, সেটি ডাইমেনসিটি ৮১০ চিপসেট।

আইকো ইউ৫ আসতে চলেছে ৪ জিবি / ৬ জিবি / ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি / ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনে। ডিভাইসটির ব্যাটারি ৪,৯১০ এমএএইচ (রেটেড ভ্যালু)। অন্য দিকে, 3C সার্টিফিকেশন সাইটের লিস্টিং অনুযায়ী, আইকো ইউ৫ হ্যান্ডসেটের রিটেল বাক্সে ১৮ ওয়াট চার্জার পাওয়া যাবে।

আইকো ইউ৫-এর সামনে ৮ মেগাপিক্সেল সেল্ফি ক্যামেরা ও ব্যাক প্যানেলে ৫০ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা বর্তমান। সিকিউরিটির জন্য রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তবে টেনাতে ফোনের ছবি আপলোড না থাকার ফলে সেটির অবস্থান পাওযার বাটনে বা ব্যাক প্যানেলে, তা বলা সম্ভব হচ্ছে না। আইকো ইউ৫-এর ওজন ১৮৫ গ্রাম ও পরিমাপ ১৬৪x৭৫.৮৪x৮.২৫ মিমি।

টিপস্টার হোয়াই ল্যাবের দাবি, iQOO U5 সিরিজের অধীনে iQOO U5x মডেলের একটি ভ্যারিয়েন্ট লঞ্চ করা হবে। এর 5G মডেলে Snapdragon 480+ প্রসেসর ও 4G মডেলে MediaTek Helio G88 প্রসেসর দেওয়া হবে। iQOO U5 সিরিজের সঙ্গে মূলত প্রতিযোগিতা চলবে Redmi Note 11 সিরিজের৷ U5 সিরিজ চলতি মাসেই চীনে আত্মপ্রকাশ করতে পারে।

Show Full Article
Next Story