iQOO Z3 আগামী মাসেই মিড রেঞ্জে 5G সাপোর্ট সহ ভারতে আসছে

Vivo-র সাব ব্র্যান্ড iQOO, সাধ্যের মধ্যে ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছিল। কিন্তু...
SHUVRO 27 May 2021 9:24 AM IST

Vivo-র সাব ব্র্যান্ড iQOO, সাধ্যের মধ্যে ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছিল। কিন্তু প্রতিযোগিতার বৃদ্ধির ফলে, iQOO একে একে মিড-রেঞ্জ ও বাজেট স্মার্টফোন বাজারে আনতে শুরু করে। যদিও সেগুলি শুধুমাত্র চীনা মার্কেটেই এতদিন পাওয়া যেত। তবে, এবার চীনের সীমানা পেরিয়ে iQOO ভারতেও মিড-রেঞ্জ স্মার্টফোন নিয়ে আসছে।

পরশুদিন টিপস্টার মুকুল শর্মা টুইট বার্তায় বলেছিলেন, iQOO জুনের মাঝামাঝি সময়ে ভারতে তার Z সিরিজর স্মার্টফোন লঞ্চ করছে। যদিও তিনি মডেলের নাম উল্লেখ করেননি।

তবে গত মার্চে‌ চীনে লঞ্চ হয়ে যাওয়া iQOO Z3 কে সম্প্রতি ভারতের BIS ও IMEI ডেটাবেস সাইটে দেখা গিয়েছিল। তাই মুকুল শর্মা iQOO Z3 ফোনটির কথাই হয়তো ইঙ্গিতে বলতে চেয়েছিলেন বলে আমরা মনে করেছিলাম।

অনুমান সত্যি করে আজ, নতুন রিপোর্ট মারফত তেমনই তথ্য সামনে এল। মানিকন্ট্রোল-এর এক্সক্লুসিভ রিপোর্টে বলা হয়েছে, ভারতে iQOO-র পরবর্তী ডিভাইসের নাম iQOO Z3। তাদের আরও দাবি, ভারতে ১০ জুন থেকে ১৫ জুন তারিখের মধ্যে iQOO Z3-এর অফিসিয়াল ঘোষণা হতে পারে। এর দাম হবে ২৫,০০০ টাকার আশেপাশে। উল্লেখ্য, রিপোর্ট সত্যি হলে, iQOO Z3 ভারতে স্ন্যাপড্রাগন ৭৬৮জি প্রসেসরের প্রথম স্মার্টফোন হতে চলেছে।

iQOO Z3 5G ফোনটির প্রসঙ্গে আসলে, ফোনটি ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৮ ইঞ্চি আইপিএস এলসিডি ওয়াটারড্রপ নচ ডিসপ্লে সহ এসেছিল। চিপসেট হিসেবে এতে স্ন্যাপড্রাগন ৭৬৮জি ব্যবহার হয়েছিল। সেইসঙ্গে ছিল ৮ জিবি পর্যন্ত র‌্যাম (LPDDR 4x) ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ (UFS 2.2)। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে ছিল ৫৫ ওয়াট ফ্ল্যাশ চার্জ সাপোর্ট সহ ৪,৪০০ এমএএইচ ব্যাটারি।

ফটোগ্রাফির জন্য আইকো জেড৩ ৫জি ফোনে ছিল ৬৪ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ। সেলফি ও ভিডিও কলের জন্য ফোনে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছিল। চীনে ফোনটির দাম ১,৬৯৯ ইউয়ান (প্রায় ১৯,৩৯৩ টাকা) থেকে শুরু হয়েছে।

Show Full Article
Next Story
Share it