iQOO Z5 ও iQOO 8 চলতি মাসেই ভারতে আসছে? জেনে নিন কী বলছে রিপোর্ট

iQOO Z5 চলতি মাসে অর্থাৎ সেপ্টেম্বরে ভারতে লঞ্চ হতে চলেছে। টিপস্টার গ্যাজেটডেটা এই তথ্য ফাঁস করেছেন। গতমাসে আরেক টিপস্টার, মুকুল শর্মা দাবি করেছিলেন যে, iQOO…

iQOO Z5 চলতি মাসে অর্থাৎ সেপ্টেম্বরে ভারতে লঞ্চ হতে চলেছে। টিপস্টার গ্যাজেটডেটা এই তথ্য ফাঁস করেছেন। গতমাসে আরেক টিপস্টার, মুকুল শর্মা দাবি করেছিলেন যে, iQOO 8 Pro এর সাথে iQOO Z5 ফোনটি সেপ্টেম্বরে ভারতে লঞ্চ হতে পারে। এরপর iQOO 8 Pro ফোনটির ভারতীয় ভ্যারিয়েন্ট বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা যায়‌। তবে গ্যাজেটডেটা গতকাল বলেছেন, iQOO 8 Pro ভারতে আসছে না, যদিও চলতি মাসে iQOO Z5 ফোনটি লঞ্চ হবে।

iQOO Z5 কে IMEI ডেটাবেসে দেখা গিয়েছিল

গতমাসে আইকো জেড ৫ ফোনটি IMEI ডেটাবেস সাইটে স্পট করা হয়। এই ফোনের মডেল নম্বর I2018 (I – India)। যদিও এখান থেকে ফোনটির কোনো স্পেসিফিকেশন জানা যায়নি। তবে অনুমান করা হচ্ছে আইকো জেড ৫ অ্যামোলেড ডিসপ্লে ও স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর সহ আসবে।

iQOO 8 ভারতে লঞ্চ হবে

টিপস্টার, গ্যাজেটডেটা আরো জানিয়েছেন, আইকো ৮ প্রো না এলেও গতমাসে চীনে আত্মপ্রকাশ করা আইকো ৮ ফোনটি ভারতে পা রাখবে। যদিও চলতি মাসে ফোনটি লঞ্চ হবে না বলে তিনি অনুমান করছেন।

iQOO 8 ফোনের কথা বললে, এতে আছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৫৬ ইঞ্চি ফুল এইচডি প্লাস পাঞ্চ হোল ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৮৮৮+ প্রসেসর, ১২ জিবি পর্যন্ত র‌্যাম (LPDDR5) ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ (UFS 3.1)। এছাড়া ফটোগ্রাফির জন্য এই ফোনের পিছনে রয়েছে ৪৮ মেগাপিক্সেল Sony IMX598 গিম্বল ক্যামেরা সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ ও ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য ৪,৩৫০ এমএএইচ ব্যাটারি রয়েছে iQOO 8 স্মার্টফোনে, যা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন