নয়া iQOO Z5 আগামীকাল বিশাল বড় 6000mAh ব্যাটারি সহ লঞ্চ হচ্ছে, তার আগে ফিচার সামনে আনল TENAA

V2188A মডেল নম্বর সহ একটি নতুন আইকো স্মার্টফোন চীনের টেনা (TENAA) সার্টিফিকেশন সাইটের অনুমোদন লাভ করেছে। এই সাইটের...
Ananya Sarkar 19 May 2022 9:19 PM IST

V2188A মডেল নম্বর সহ একটি নতুন আইকো স্মার্টফোন চীনের টেনা (TENAA) সার্টিফিকেশন সাইটের অনুমোদন লাভ করেছে। এই সাইটের তালিকাটি ইতিমধ্যেই আসন্ন হ্যান্ডসেটটি সম্পর্কে বেশ কয়েকটি বিবরণ প্রকাশ করেছে। আর সেগুলি দেখেই অনুমান করা হচ্ছে যে, এটি নতুন iQOO Z5 হতে পারে, যেটি আগামীকাল (২০ মে) চীনে লঞ্চ হতে চলেছে৷ আশা করা হচ্ছে সংস্থা আগামীকালের মধ্যেই ডিভাইসটির বাণিজ্যিক নামটি নিশ্চিত করবে। প্রসঙ্গত, গত বছর আইকো চীন এবং ভারতের বাজারে Qualcomm Snapdragon 778G-চালিত iQOO Z5 ফোনটি লঞ্চ করে। তবে শুধুমাত্র চীনের বাজারের জন্য নির্মিত আপকামিং iQOO Z5-এ MediaTek Dimensity 1300 চিপসেট ব্যবহার করা হবে বলে শোনা যাচ্ছে।

আইকো জেড৫- এর সম্ভাব্য স্পেসিফিকেশন (iQOO Z5 Expected Specifications)

V2188A মডেল নম্বর যুক্ত নতুন আইকো জেড৫-এর টেনা তালিকাটি প্রকাশ করেছে যে, এতে ৬.৫৮ ইঞ্চির টিএফটি স্ক্রিন থাকবে, যা ১,০৮০ x ২,৪০৮ পিক্সেলের ফুল এইচডি+ রেজোলিউশন অফার করবে। তবে এটি উচ্চ রিফ্রেশ রেট সমর্থন করবে কিনা তা স্পষ্ট নয়। ডিভাইসটি ৩ গিগাহার্টজ ক্লক স্পিডের একটি মিডিয়াটেক অক্টা-কোর প্রসেসর দ্বারা চালিত হবে, যা ডাইমেনসিটি ১,৩০০ চিপসেটটি হবে বলে আশা করা হচ্ছে। টেনা তালিকা থেকে আরও জানা গেছে যে, আসন্ন আইকো স্মার্টফোনটি ৬ জিবি / ৮ জিবি/ ১২ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি / ২৫৬ জিবি স্টোরেজ সহ আসবে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১২ আইকো ইউআই (iQOO UI) কাস্টম স্কিনে রান করবে।

TENAA তালিকায় বলা হয়েছে যে, iQOO V2188A-এর সামনে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেন্সর এবং রিয়ার প্যানেলে ৫০ মেগাপিক্সেল (প্রাইমারি) + ২ মেগাপিক্সেল (ডেপ্থ/ম্যাক্রো) সেন্সর যুক্ত ডুয়েল ক্যামেরা সেটআপ উপস্থিত থাকবে। পাওয়ার ব্যাকআপের জন্য, V2188A-তে বিশাল ৬,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। আবার এর 3C সার্টিফিকেশন থেকে জানা গেছে, ফোনটি ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে। এই ডিভাইসে উপলব্ধ অন্যান্য ফিচারগুলির মধ্যে রয়েছে, সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং একটি আইআর (IR) ব্লাস্টার। V2188A-এর পরিমাপ হবে ১৬৩.৮৭ x ৭৫.৩৩ x ৯.২১ মিলিমিটার এবং ওজন ২০২.৮ গ্রাম।

এছাড়া, টেনা-এর ডেটাবেসে iQOO V2188A-এর ছবিটিও উপস্থিত হয়েছে। আবার, গত সপ্তাহে এই ফোনের একটি পোস্টারও ফাঁস হয়, যা প্রকাশ করেছে iQOO Z5- ব্ল্যাক এবং অরেঞ্জ- এই দুই কালার অপশনে বাজারে আসবে।

Show Full Article
Next Story