15 হাজারের মধ্যে ফাস্টেস্ট ফোন, কাল ভারতে লঞ্চ হওয়ার আগেই iQOO Z6 5G-এর তথ্য ফাঁস, কী চমক থাকছে দেখুন
আগামীকাল, ১৬, মার্চ, বুধবার, iQOO Z6 5G ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে। স্মার্টফোনটি গত বছরের iQOO Z5 5G মডেলটিকে রিপ্লেস...আগামীকাল, ১৬, মার্চ, বুধবার, iQOO Z6 5G ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে। স্মার্টফোনটি গত বছরের iQOO Z5 5G মডেলটিকে রিপ্লেস করবে। ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে যে, পারফরম্যান্সের নিরিখে এটি ১৫ হাজার প্রাইস সেগমেন্টে সবচেয়ে ফাস্টেস্ট হ্যান্ডসেট হবে। iQOO Z6 5G-এর হার্ডওয়্যার সম্বন্ধীয় বেশ কিছু তথ্য আগেই ফাঁস হয়েছিল। আর এখন লঞ্চের এক দিন আগে ডিভাইসটির রেন্ডারের পাশাপাশি আরও কয়েকটি স্পেসিফিকেশন উঠে এল।
iQOO Z6 5G-এর রেন্ডার সেটা দেখে নিশ্চিত হওয়া যায় যে, iQOO Z6 5G ব্লু এবং ব্ল্যাক কালার অপশনে উপলব্ধ হবে। এতে পলিকার্বোনেট ব্ল্যাক এবং অ্যালুমিনিয়াম ফ্রেম থাকবে বলে দাবি করা হয়েছে। ফোনের ডানদিকে ভলিউম কী এবং পাওয়ার বাটন রয়েছে, যার সাথে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইন্টিগ্রেট করা থাকবে।
iQOO Z6 5G স্পেসিফিকেশন
অ্যামাজনের লিস্টিং থেকে জানা গিয়েছে, আইকো জেড৬ ৫জি ৬.৫৮ ইঞ্চি ডিসপ্লের সঙ্গে আসবে। তবে এটি কী ধরনের প্যানেল তা অজানা অনুমান, ডিসপ্লেটি ফুল-এইচডি+ রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, এবং ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করবে। আইকো জেড৬ ৫জি-এর অভ্যন্তরে থাকবে স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর। আবার হিট ডিসিপেনের জন্য এতে ১৪৪৫ স্কোয়ার মিলিমিটার ভেপার চেম্বার লিকুইড কুলিং সিস্টেম দেওয়া হবে।
আবার টিপস্টার ঈশান আগরওয়ালকে উদ্ধৃত করে রিপোর্টে দাবি করা হয়েছে, আইকো জেড৬ ৫জি-এর প্রাইমারি ক্যামেরাটি হবে ৫০ মেগাপিক্সেলের। এটি আই-অটোফোকাস সিস্টেমের সঙ্গে আসবে। এছাড়া, ফোনটিতে LPDDR4x র্যাম, ৪ জিবি ভার্চুয়াল র্যাম, এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে।