১৫ হাজার টাকার মধ্যে 5G মোবাইল, আজ প্রথমবার সেল শুরু হচ্ছে এই স্মার্টফোনের

iQoo Z6 5G গত সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছিল। আর আজ প্রথমবার ফোনটি বিক্রির জন্য উপলব্ধ হচ্ছে। ই-কমার্স সাইট Amazon ও...
Julai Modal 22 March 2022 11:00 PM IST

iQoo Z6 5G গত সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছিল। আর আজ প্রথমবার ফোনটি বিক্রির জন্য উপলব্ধ হচ্ছে। ই-কমার্স সাইট Amazon ও কোম্পানির নিজস্ব ওয়েবসাইট থেকে এই বাজেট রেঞ্জের 5G ফোনটি কেনা যাবে। লঞ্চ অফার হিসেবে ক্রেতারা ২,০০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। iQoo Z6 5G ফোনে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর, ১২০ হার্টজ‌ রিফ্রেশ রেটের ডিসপ্লে, ৫,০০০ এমএএইচ ব্যাটারি ও ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ।

iQoo Z6 5G ফোনের দাম ও সেল অফার

আইকো জেড৬ ৫জি ফোনটি ভারতে তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে কেনা যাবে। এর ৪ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৫,৯৯৯ টাকা। এছাড়া ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে দাম যথাক্রমে ১৬,৯৯৯ টাকা ও ১৭,৯৯৯ টাকা। আইকো জেড৬ ৫জি দুটি কালারে এসেছে - ক্রোমাটিক ব্লু ও ডায়নামিক ব্লু।

সেল অফার হিসেবে, HDFC ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা ফোনটি কেনার সময় ২,০০০ টাকা ডিসকাউন্ট পাবেন। আবার নো কস্ট ইএমআই অপশনও উপলব্ধ রয়েছে।

iQoo Z6 5G ফোনের স্পেসিফিকেশন

iQoo Z6 5G ফোনের সামনে উপস্থিত ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৫৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০ x ২৪০৮ পিক্সেল) ডিসপ্লে। ওয়াটার ড্রপ নচ ডিজাইনের এই ডিসপ্লের কাট আউটের মধ্যে আছে এফ/২.০ লেন্স সহ ১৬ মেগাপিক্সেল Samsung 3P9 ফ্রন্ট ক্যামেরা সেন্সর। আবার ফোনটির পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল Samsung ISOCELL JN1 প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল ম্যাক্রো শুটার ও ২ মেগাপিক্সেল বোকেহ ক্যামেরা। যদিও ৪ জিবি ভ্যারিয়েন্টে বোকেহ ক্যামেরা পাওয়া যাবে না।

পারফরম্যান্সের জন্য iQoo Z6 5G ফোনে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে দেওয়া হয়েছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সিকিউরিটির জন্য এতে উপলব্ধ সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

Show Full Article
Next Story