বিনামূল্যে জিতে নিন iQOO Z6 Pro 5G, কিভাবে জেনে নিন

গত মার্চের মাঝামাঝি সময়ে ভারতের বাজারে বাজেট স্মার্টফোন iQOO Z6 5G লঞ্চ করেছে Vivo-র সাব-ব্র্যান্ড iQOO (আইকো)। তবে মাস...
Anwesha Nandi 10 April 2022 4:20 PM IST

গত মার্চের মাঝামাঝি সময়ে ভারতের বাজারে বাজেট স্মার্টফোন iQOO Z6 5G লঞ্চ করেছে Vivo-র সাব-ব্র্যান্ড iQOO (আইকো)। তবে মাস ঘুরতে না ঘুরতেই এখন সংস্থাটি এই হ্যান্ডসেটের একটি সাশ্রয়ী 'Pro' সংস্করণ নিয়ে আসছে। iQOO ইতিমধ্যেই নিশ্চিত করেছে যে তারা iQOO Z6 Pro 5G (আইকো জেড৬ প্রো ৫জি) নামে নতুন ফোনটি আনবে যাতে দুর্দান্ত ফিচার দেখা যাবে। শুধু তাই নয়, এই মুহূর্তে স্মার্টফোন কোম্পানিটি আসন্ন iQOO Z6 Pro 5G লঞ্চ সম্পর্কে একটি কন্টেস্টও চালাচ্ছে, যেখানে অংশগ্রহণকারীরা বিনামূল্যে ফোন জেতার সুযোগ পাবেন। আসুন নতুন এই ফোন এবং কন্টেস্টের বিষয়ে খুঁটিনাটি জেনে নিই…

iQOO-র কন্টেস্টে বিনামূল্যে মিলবে স্মার্টফোন

আইকো তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলিতে #iQOORaidNights প্রতিযোগিতা চালাচ্ছে, যেখানে ব্র্যান্ডের আসন্ন জেড৬ প্রো ৫জি ফোনটি টিজ করা হচ্ছে এবং এর বৈশিষ্ট্য সম্পর্কিত প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে। এক্ষেত্রে নির্দিষ্ট শর্তাবলী মেনে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী আগ্রহীরা ঠিকঠাক উত্তর দিতে পারলেই ফ্রি-তে আইকো জেড৬ প্রো ৫জি পকেটস্থ করার সুযোগ পাবেন। তবে মাত্র দুজন এই পুরষ্কার জিততে পারবেন।

iQOO Z6 Pro 5G-এর দাম, লভ্যতা (প্রত্যাশিত)

মনে করা হচ্ছে, আইকো জেড৬ প্রো ৫জি হ্যান্ডসেট ২৫,০০০ টাকার রেঞ্জে লঞ্চ হতে পারে। ফোনটি অ্যামাজন থেকে পাওয়া যাবে।

iQOO Z6 Pro 5G-এর সম্ভাব্য স্পেসিফিকেশন

কয়েকদিন আগে আইকো জেড৬ প্রো ৫জি-র Antutu স্কোর প্রকাশিত হয়েছে, যেখানে ফোনটি ৫,৫০,০০০ পয়েন্ট পেয়েছে। রিপোর্ট বলছে, হ্যান্ডসেটটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর সহ আসবে। অন্যদিকে ফোনটিতে সম্ভবত ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত AMOLED ডিসপ্লে মিলবে।

এছাড়া ফোনটি ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যাকআপসহ লঞ্চ হতে পারে। আবার এতে থাকতে পারে অ্যান্ড্রয়েড ১২ ওএস। ফটোগ্রাফির জন্য এই আইকো হ্যান্ডসেটে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেখা যেতে পারে।

Show Full Article
Next Story