ক্যামেরা ও ব্যাটারিতে রয়েছে বড় চমক, ইয়ং জেনারেশনের মন জিতবে iQOO Z9s সিরিজ
আইকিউ জেড৯এস সিরিজটি চলতি মাসের দ্বিতীয়ার্ধে ভারতীয় বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এই লাইনআপের হ্যান্ডসেটগুলির কিছু স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে।
আইকিউ আগামী ২১ আগস্ট ভারতে আইকিউ জেড৯এস এবং আইকিউ জেড৯এস প্রো স্মার্টফোনগুলি লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে৷ যদিও সম্পূর্ণ স্পেসিফিকেশন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, তবে একটি রিপোর্টে আসন্ন মিড-রেঞ্জ ডিভাইসগুলির কিছু মূল বৈশিষ্ট্য প্রকাশ করা হয়েছে। চলুন এগুলি দেখে নেওয়া যাক।
ফাঁস হল আইকিউ জেড৯এস সিরিজের প্রধান স্পেসিফিকেশন
জিএসএমএরিনার রিপোর্ট অনুসারে, কোম্পানি জানিয়েছে যে আইকিউ জেড৯এস সিরিজটি তরুণ প্রজন্মের ব্যস্ততাময় জীবনের জন্য ডিজাইন করা হয়েছে। মূলত ফোনটি কলেজ পড়ুয়া এবং তরুণ পেশাদারদের জন্য উপযুক্ত হবে, যারা কাজ/শিক্ষা, সামাজিক জীবন এবং পড়াশোনার বাইরের ক্রিয়াকলাপ এবং দ্রুত সংযোগ ও নির্বিঘ্ন বিনোদনের জন্য তাদের প্রয়োজনের ভারসাম্য বজায় রাখছেন।
রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, আইকিউ জেড৯এস প্রো কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসর দ্বারা চালিত হবে, যেখানে আইকিউ জেড৯এস মডেলে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ চিপসেটটি থাকবে।
উভয় ফোনেই অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন, ৪কে ভিডিও রেকর্ডিং ক্ষমতা এবং লো লাইট ফটোগ্রাফির জন্য সুপার নাইট মোড সহ ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৮২ প্রাইমারি ক্যামেরা থাকবে। এআই ইরেজ এবং এআই ফটো এনহ্যান্সের মতো এআই ফিচারগুলিও উপস্থিত থাকবে। আর আইকিউ জেড৯এম প্রো মডেলে বিস্তৃত দৃশ্যগুলি ক্যাপচার করার জন্য একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স যুক্ত থাকবে।
আইকিউ জেড৯এস এবং আইকিউ জেড৯এস প্রো উভয়ই ৭.৪৯ মিলিমিটারের স্লিম প্রোফাইলের সাথে আসবে এবং এগুলিতে ৩ডি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে থাকবে। তবে, সর্বোচ্চ উজ্জ্বলতার ক্ষেত্রে দুই ফোনে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। আইকিউ জেড৯এস ১,৮০০ নিট পিক ব্রাইটনেস অফার করবে, আর প্রো মডেলটি উন্নত আউটডোর ভিসিবিলিটির জন্য ৪,৫০০ নিট উজ্জ্বলতার স্তর প্রদান করবে।
ব্যাটারি লাইফের ক্ষেত্রে, আইকিউ জেড৯এস বিশাল ৫,৫০০ এমএএইচ ব্যাটারি সহ আসতে চলেছে, যা ইউজারের ব্যবহারের ধরণগুলির ওপর নির্ভর করে একবার চার্জে পুরো দিন ব্যবহার করা যাবে বলে আশা করা যায়। কেন্দ্রীয় সরকারের "মেক ইন ইন্ডিয়া" উদ্যোগের সাথে সামঞ্জস্য রেখে উভয় ফোনই ভারতে ভিভোর গ্রেটার নয়ডার ফেসিলিটিতে তৈরি করা হবে বলে জানা গেছে। দাম সম্পর্কে বললে, আইকিউ জেড৯এস সিরিজের উভয় মডেলের মূল্যই ২৫,০০০ টাকার নীচে থাকবে বলে আশা করা হচ্ছে। তবে, দাম সম্পর্কে সম্পূর্ণ বিবরণ এবং নিশ্চিতকরণের জন্য অফিসিয়াল লঞ্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে।
আইকিউ জেড৯এস সিরিজটি চলতি মাসের দ্বিতীয়ার্ধে ভারতীয় বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এই লাইনআপের হ্যান্ডসেটগুলির কিছু স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে।