ফোন চলবে মাখনের মতো, শক্তিশালী প্রসেসর সহ ভারতে আসতে চলেছে iQOO Z9s
আইকিউ জেড৯এস সিরিজের স্মার্টফোন ভারতে লঞ্চ হতে আর বেশি দেরি নেই। আগস্টে লঞ্চ হবে বলে ঘোষণা হলেও, সংস্থার তরফে এখনও...আইকিউ জেড৯এস সিরিজের স্মার্টফোন ভারতে লঞ্চ হতে আর বেশি দেরি নেই। আগস্টে লঞ্চ হবে বলে ঘোষণা হলেও, সংস্থার তরফে এখনও দিনক্ষণ প্রকাশ করা হয়নি। অফিশিয়াশি কোনও স্পেসিফিকেশনও সামনে আনা হয়নি। তবে এখন আই২০৩৫ মডেল নম্বরের সঙ্গে একটি নতুন ভিভো ডিভাইস গিকবেঞ্চ বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মের ডেটাবেসে দেখা গিয়েছে। এটি আপকামিং আইকিউ জেড৯এস সিরিজের ফোন বলে মনে করা হচ্ছে, যা সম্প্রতি ক্যামেরা এফভি৫ ও ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস ওয়েবসাইটে হাজির হয়েছিল।
গিকবেঞ্চ লিস্টিং অনুযায়ী, আইকিউ-এর নতুন ফোনটিতে একটি কোয়ালকম প্রসেসর রয়েছে। এটি ১.৮০ গিগাহার্টজের চারটি কোর, ২.৪০ গিগাহার্টজের তিনটি কোর, ও ২.৬৩ গিগাহার্টজের একটি প্রাইম সিপিইউ কোর নিয়ে গঠিত। লিস্টিংয়ের সোর্স কোড অনুযায়ী, এতে অ্যাড্রেনো ৭২০ জিপিইউ বর্তমান। এই স্পেসিফিকেশনগুলি স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ চিপসেটের দিকে ইঙ্গিত করছে।
গিকবেঞ্চে ফোনটির ১২ জিবি র্যাম ভ্যারিয়েন্ট লিস্টেড আছে। এতে অপারেটিং সিস্টেম হিসাবে রয়েছে অ্যান্ড্রয়েড ১৪। ডিভাইসটি সিঙ্গেল ও মাল্টি কোর টেস্টে যথাক্রমে ১১৩৭ ও ৩০৪৪ পয়েন্ট স্কোর করেছে। ইতিমধ্যেই আইকিউ জেড৯এস সিরিজের সাদা রঙের ভ্যারিয়েন্টের ছবি প্রকাশ করা হয়েছে।
প্রসঙ্গত, এই বছরের প্রথমার্ধে স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ চিপসেটের সঙ্গে চীনে লঞ্চ হয়েছিল আইকিউ জেড৯। এটি ভারতে উপলব্ধ আইকিউ জেড৯ মডেলের থেকে আলাদা, যা ডাইমেনসিটি ৭২০০ প্রসেসর অফার করে। মনে করা হচ্ছে, আই২৩০৫ ডিভাইসটি আইকিউ জেড৯ চীনা ভ্যারিয়েন্টের রিব্র্যান্ডেড মডেল হবে।