IRCTC-এর সঙ্গে জোট বাঁধল Swiggy, এবার ট্রেনেই পাবেন বিরিয়ানি, তন্দুরি সহ পছন্দের সমস্ত খাবার

Swiggy Delivery in Train: অনলাইন অ্যাপে কয়েকটা ক্লিকের সাহায্যে যেকোনো ধরনের খাবার হাতের নাগালে পাওয়াটা এখন এদেশের রোজনামচার একটা সাধারণ অংশ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সেই…

Swiggy Delivery in Train: অনলাইন অ্যাপে কয়েকটা ক্লিকের সাহায্যে যেকোনো ধরনের খাবার হাতের নাগালে পাওয়াটা এখন এদেশের রোজনামচার একটা সাধারণ অংশ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সেই সুবিধা এতদিন বাড়ি বা এই জাতীয় কোনো স্থির জায়গাতেই কাজে লাগাতে পারতেন আগ্রহীরা। সেক্ষেত্রে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম Swiggy আজ এমন একটি পদক্ষেপ নিয়েছে, যার জেরে ট্রেনে বসেও মনপসন্দ্ খাবার অর্ডার করে পেটপুজো সারা যাবে। আসলে ট্রেনে ভ্রমণের খাবারের বিকল্প এবং গুণমান নিয়ে অনেক মানুষেরই অভিযোগ থাকে। সেই সমস্যা দূর করতে অর্থাৎ রেলযাত্রীদের ভ্রমণের সময়েও যেকোনোরকম খাবার ডেলিভারির অ্যাক্সেস দিতে অতিসম্প্রতি Swiggy, জন্য ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন সংক্ষেপে IRCTC-এর সাথে একটি মউ (MOU, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং) চুক্তি স্বাক্ষর করেছে। এই সমঝোতার অধীনে অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্মটি ট্রেনে প্রি-অর্ডারড্ খাবার সরবরাহ করবে।

উল্লেখ্য, উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে আইআরসিটিসির চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর সঞ্জয় কুমার জৈন এবং সুইগি ফুড মার্কেটপ্লেসের সিইও রোহিত কাপুরের মধ্যে সাম্প্রতিক চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে। এই বিষয়ে মন্তব্য করতে গিয়ে সঞ্জয় কুমার জৈন বলেছেন যে, তাঁরা সবসময়ই ভারতীয় রেলে ভ্রমণকারী কোটি কোটি যাত্রীকে আরামদায়ক এবং সুবিধাজনক পরিষেবা দিতে নতুন নতুন উপায় অনুসন্ধান করেন – সেক্ষেত্রে এই অংশীদারিত্ব যাত্রীদের ভ্রমণকে স্মরণীয় ও আনন্দদায়ক করে তুলবে। অন্যদিকে সুইগির তরফে রোহিত কাপুর বলেন, তাঁদের কোম্পানির লক্ষ্য কাস্টমারদের জীবনযাত্রা সুবিধাজনক করে তোলা। যেহেতু ভারতীয় রেলের মাধ্যমে প্রতি বছর ৮ বিলিয়নেরও বেশি যাত্রী বিভিন্ন রাজ্য এবং জেলাগুলির মধ্যে দিয়ে পরিবহন করেন, সেখানে সুইগির এই পদক্ষেপ তাদের খাবার সম্বন্ধিত অভিজ্ঞতার মানোন্নয়ন ঘটাবে।

আপাতত এই শহরগুলিতে পরিষেবা মিলবে

চুক্তির কারণে আপাতত সুইগি তার বিস্তৃত রেস্তোরাঁ নেটওয়ার্কের সাহায্যে বেঙ্গালুরু, ভুবনেশ্বর, বিশাখাপত্তনম এবং বিজয়ওয়াড়ার মতো শহরে ভারতীয় রেলের যাত্রীদের খাবার সরবরাহ করবে। তবে আগামী সপ্তাহে দেশের আরও ৫৯টি শহরের স্টেশনে পরিষেবাটি উপলব্ধ হবে বলে আশা করা হচ্ছে।

কীভাবে ট্রেন ভ্রমণে Swiggy থেকে অনলাইনে খাবার অর্ডার করবেন?

১. ট্রেনে বসে ইচ্ছেমতো খাবার অর্ডার করতে আইআরসিটিসি (IRCTC) অ্যাপে যান এবং নিজের পিএনআর (PNR) লিখুন।

২. খাবার ডেলিভারির জন্য পছন্দের স্টেশন অর্থাৎ কোথায় ডেলিভারি পেতে চান, সেই স্টেশন নির্বাচন করুন।

৩. ‘সুইগি’ ট্যাবে দৃশ্যমান রেস্টুরেন্টের তালিকা দেখুন এবং সেখান থেকে এমন একটি রেস্তোরাঁ বেছে নিন, যা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় খাবার সরবরাহ করতে সক্ষম হবে।

৪. পরবর্তী ধাপে পেমেন্ট করলেই আপনার পছন্দের খাবার নির্ধারিত স্টেশনে আপনার সীটে পৌঁছে যাবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন