বাজেট ফ্রেন্ডলি মোবাইলের জগতে আইটেলের চমক, লেটেস্ট অ্যান্ড্রয়েডের সঙ্গে আসছে নতুন ফোন
আইটেল তাদের এ সিরিজের অধীনে একটি নতুন স্মার্টফোন বাজারে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে, যার নাম আইটেল এ৮০। এই আসন্ন সাশ্রয়ী...আইটেল তাদের এ সিরিজের অধীনে একটি নতুন স্মার্টফোন বাজারে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে, যার নাম আইটেল এ৮০। এই আসন্ন সাশ্রয়ী মূল্যের স্মার্টফোনটি গুগল প্লে কনসোল সার্টিফিকেশন প্ল্যাটফর্মে প্রকাশিত হয়েছে। আইটেলের এ লাইনআপের ফোনগুলি সাধারণত বাজেট-বান্ধব এন্ট্রি-লেভেল ডিভাইস হয়ে থাকে৷
আইটেল এ৮০ হাজির হল গুগল প্লে কনসোলে
আইটেল এ৮০ ফোনটি এ৬৭১এলসি মডেল নম্বর সহ গুগল প্লে কনসোল সার্টিফিকেশন প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হয়েছে। এই লিস্টিংটি নিশ্চিত করেছে যে, এই ডিভাইসটি একটি এন্ট্রি-লেভেল ফোন হবে, কারণ আসন্ন আইটেল এ৮০ হ্যান্ডসেটে ইউনিসক টাইগার টি৬০৩ চিপসেট থাকবে, যা ৩ জিবি র্যামের সাথে যুক্ত থাকবে। ফোনটির স্ক্রিন রেজোলিউশন হবে ৭২০ x ১,৬০০ পিক্সেল, সম্ভবত এইচডি+ এর সমতুল্য।
একটি এন্ট্রি-লেভেল ফোন হওয়া সত্ত্বেও, আইটেল এ৮০ অ্যান্ড্রয়েডের লেটেস্ট সংস্করণের সাথে আসবে। গুগল প্লে সার্টিফিকেশন নিশ্চিত করেছে যে, ফোনটি প্রি ইনস্টল করা অ্যান্ড্রয়েড ১৪ ওএস-এর সাথে লঞ্চ হবে। আইটেল এ৮০ এর পূর্বসূরি, আইটেল এ৭০ ফোনের মতোই স্পেসিফিকেশন অফার করবে বলে মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, গতবছর লঞ্চ হওয়া আইটেল এ৭০ হ্যান্ডসেটে আসন্ন এ৮০ মডেলের মতো একই ইউনিসক টি৬০৩ চিপসেট রয়েছে। ফোনটি ৮.৬ মিলিমিটার স্লিম। এতে ৫,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি রয়েছে, যা ১০ ওয়াট ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করে৷ বর্তমানে আমাজন ইন্ডিয়ার সাইটে আইটেল এ৭০ ফোনটি ৬,৪৯৯ টাকা মূল্যে উপলব্ধ। আশা করা হচ্ছে আইটেল এ৮০ সমান দামে আত্মপ্রকাশ করবে।