অফলাইনে বিক্রি বাড়াতে ভারতে প্রথম রিটেইল স্টোর খুলছে itel

চাইনিজ স্মার্টফোন ব্র্যান্ড Itel, ভারতে তাঁদের প্রথম এক্সক্লুসিভ অফলাইন রিটেইল স্টোর স্থাপনের কথা ঘোষণা করল। ২১০ বর্গফিট বিস্তৃত এই স্টোরটি উত্তরপ্রদেশের আগ্রায় তৈরি হতে চলেছে।…

চাইনিজ স্মার্টফোন ব্র্যান্ড Itel, ভারতে তাঁদের প্রথম এক্সক্লুসিভ অফলাইন রিটেইল স্টোর স্থাপনের কথা ঘোষণা করল। ২১০ বর্গফিট বিস্তৃত এই স্টোরটি উত্তরপ্রদেশের আগ্রায় তৈরি হতে চলেছে। Mi Home-এর কায়দায় স্টোরটির নাম দেওয়া হবে Itel Home। নিজেদের ব্যবসাকে ভারতীয় বাজারে আরও একধাপ এগিয়ে নিয়ে যেতেই Itel এই সিদ্ধান্ত নিয়েছে।

Itel Home রিটেইল স্টোরটিতে বিভিন্ন রকম গ্যাজেট যেমন স্মার্টফোন, ফিচার ফোন, স্মার্ট গ্যাজেট, হোম অ্যাপ্লায়েন্স ইত্যাদি পাওয়া যাবে। গ্রাহকের চাহিদার ওপর ভিত্তি করে ভবিষ্যতে পণ্যের সম্ভার আরও বাড়ানো হবে। বলা যেতে পারে, Itel ব্র্যান্ডের যে দর্শন অর্থাৎ ‘আইটেল হ্যায়, লাইফ সহি হ্যায়’, এর সঙ্গে স্টোর স্থাপনের সিদ্ধান্তটি একেবারে সামঞ্জস্যপূর্ণ।

সংস্থার ইন্ডিয়ার সিইও অরিজিৎ তালাপাত্র এক বিবৃতিতে বলেন, “আমরা ভারতে প্রথম এক্সক্লুসিভ Itel Home খোলার কথা ঘোষণা করে অত্যন্ত আনন্দিত। আজ আমাদের জন্য এটি একটি আবেগঘন মুহূর্ত। আমরা ২০১৬ সালে আগ্রা থেকেই ভারত-অধ্যায় শুরু করেছিলাম।“

আইটেলের এই রিটেইল স্টোরটির সম্পূর্ণ ঠিকানা হল, দোকান নং ১০১-বি, ব্লক ৪৩/২ সঞ্জয় প্লেস, হরিপারওয়াত ওয়ার্ড, আগ্রা, উত্তর প্রদেশ। রিটেইল স্টোরটি উদ্বোধন হওয়ার পর গ্রাহকরা প্রথম ছয় মাসে জন্য তাঁদের প্রথম কেনাকাটায় আইটেলের তরফ থেকে বিভিন্ন উপহার পাবেন। রিটেইল স্টোরটি দেশের সরকারের সমস্ত নির্দেশিকা মেনেই চালু হবে। করোনা কালে থাকবে স্বাস্থ্যবিধির ওপরেও বাড়তি নজর।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন