প্রায় ১৮ কোটি টাকায় বিক্রি হল জ্যাক ডর্সির টুইট, কি লেখা ছিল সেই টুইটে

কেবলমাত্র একটি টুইটের মূল্য ১৮ কোটি! সাবধানে, পড়তে গিয়ে ঘাবড়াবেন না। আসলে আপনার আমার মতো সাধারন মানুষ যা কখনো কল্পনাও করতে পারিনা, তেমনই অজস্র ঘটনা…

কেবলমাত্র একটি টুইটের মূল্য ১৮ কোটি! সাবধানে, পড়তে গিয়ে ঘাবড়াবেন না। আসলে আপনার আমার মতো সাধারন মানুষ যা কখনো কল্পনাও করতে পারিনা, তেমনই অজস্র ঘটনা প্রতিমুহূর্তে এই বিশ্বব্রহ্মাণ্ডে ঘটে চলে। সুতরাং টুইট মানেই যে তা সাধারণ হবে, সেটা জোর দিয়ে বলা যায়না। বিশেষত টুইটকর্তা যদি নিজেই অসাধারণ হন, তাহলে তার টুইটের দাম অবশ্য কোটি টাকা হতেই পারে! কিন্তু আমরা তো স্রেফ এক কোটির কথা বলিনি, বলেছি ১৮ কোটি টাকার কথা যা কোনভাবেই মিথ্যে নয়। আসলে পনেরো বছর আগে খোদ টুইটারের (Twitter) মালিক জ্যাক ডর্সির (Jack Dorsey) করা প্রথম টুইট অতি সম্প্রতি নিলামে ওঠে। বিস্তর দর হাঁকাহাঁকির পর শেষ পর্যন্ত ব্রীজ ওরাকল্ (Bridge Oracle) সংস্থার সিইও সিনা এস্তাভি (Sina Estavi) ২.৪ মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে (ভারতীয় মুদ্রার হিসেবে প্রায় ১৮ কোটি টাকা) টুইটটিকে কিনে নেন। যদিও টুইটারের কর্ণধার এই বিশাল অঙ্কের অর্থের পুরোটাই বিটকয়েন মারফত সমাজসেবী সংগঠনের হাতে তুলে দেবেন বলে জানা গিয়েছে।

আজ থেকে প্রায় দেড় দশক আগে (৬ই মার্চ, ২০০৬) জ্যাক ডর্সি গুটিকয়েক শব্দে তার সর্বপ্রথম টুইটটিকে (‘just setting up my twttr’) শেয়ার করেন যা আজ এক অর্থে প্রায় ইতিহাস। ইতিহাস কেননা ডিজিটাল বিপ্লবের যুগে দাঁড়িয়ে টুইটারের (Twitter) মতো প্ল্যাটফর্মকে জীবন থেকে বাদ দেওয়ার কথা এখন আমরা ভাবতেও পারিনা। তাই নেটাগরিকদের দুনিয়ায় টুইটার একটি গুরুত্বপূর্ণ নাম এবং আরো গুরুত্বপূর্ণ তার ধীরে ধীরে জনপ্রিয়তা অর্জন।

অবগতির জন্য জানিয়ে রাখি, ভ্যালুয়েবলস্ (Valuables) নামক একটি প্ল্যাটফর্মে ডর্সির প্রথম টুইট NFT বা Non-fungible token হিসেবে নিলামে ওঠে। NFT একধরণের ডিজিট্যাল পণ্য যা কোনভাবেই পুনর্বিনিময়যোগ্য নয়। ব্লকচেন প্রযুক্তি ব্যবহার করে এনএফটি প্রথিতযশা মানুষদের বিশিষ্ট ডিজিটাল কর্ম (আর্ট, অডিও, ভিডিও ইত্যাদি) ক্রয়-বিক্রয় করতে সাহায্য করে। এক্ষেত্রে ডিজিটাল সার্টিফিকেট প্রাপ্তি এবং সৃষ্টিকর্তার (Creator) দ্বারা পরীক্ষিত হওয়ার কারণে এইধরণের ডিজিটাল পণ্যের দাম আকাশচুম্বী হতে পারে।

টুইটার কর্তা ছাড়াও, কানাডার শিল্পী গ্রাইমস (Grimes) সম্প্রতি ৬ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের বিনিময়ে কয়েকটি এনএফটি পণ্য বিক্রি করেন। এছাড়া আমেরিকার বাস্কেটবল খেলোয়াড় লেব্রন জেমসের (LeBron James) একটি এনএফটি দ্রব্য প্রায় দুই লক্ষ মার্কিন ডলারে বিক্রি হয়, যা আক্ষরিক অর্থেই আমাদের কল্পনার অতীত।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন