রাস্তায় বেরোলে সবাই তাকাবে, Jawa 42 ও Yezdi Roadster আকর্ষণীয় নতুন রঙে লঞ্চ হল, কিনবেন নাকি

নতুন বছরে জাওয়া ইয়েজদি মোটরসাইকেলস (Jawa Yezdi Motorcycles) তাদের ঝুলির একজোড়া বাইক নয়া রঙের বিকল্পে হাজির করল।...
SUMAN 27 Jan 2023 2:07 PM IST

নতুন বছরে জাওয়া ইয়েজদি মোটরসাইকেলস (Jawa Yezdi Motorcycles) তাদের ঝুলির একজোড়া বাইক নয়া রঙের বিকল্পে হাজির করল। এগুলি হল – Jawa 42 Sports Stripe ও Yezdi Roadster। এখন থেকে জাওয়ার বাইকটি নতুন মেটালিক কসমিক কার্বন শেডে বেছে নেওয়া যাবে। যা কিনতে ১.৯৫ লক্ষ টাকা খরচ পড়বে। অন্যদিকে Yezdi Roadster মডেলে যুক্ত হয়েছে গ্লসি ফিনিশ-সহ নতুন ক্রিমসন ডুয়েল টোন কালার স্কিম। যার দাম ২.০৪ লক্ষ টাকা (এক্স-শোরুম) রাখা হয়েছে।

জাওয়া জানিয়েছে, “জীবনের সূত্রপাত” থেকে অনুপ্রাণিত হয়ে ৪২ স্পোর্টস স্ট্রাইপ-এর কসমিক কার্বন মডেলটিতে কার্বন ফাইবার ফিনিশিং দেওয়া হয়েছে। অন্যদিকে ডুয়েল টোন ইয়েজদি রোডস্টার ক্রিমসন বাইকটি হোয়াইট এবং ক্রিমসন রেড পেইন্ট স্কিমে ফুটিয়ে তোলা হয়েছে।

জাওয়া ইয়েজদি মোটরসাইকেলস-এর সিইও আশিষ সিং যোশি বলেন, “এই দুই নতুন কালার জাওয়া এবং ইয়েজদি – উভয় ব্র্যান্ডের জন্য আরও বেশি উদ্দীপনা যোগ করেছে। এই আর্থিকবর্ষটি ছিল আকর্ষণীয় মাইলস্টোন – এ বছরই আমরা সম্পূর্ণ নতুন ইয়েজদি রেঞ্জের বাইক ভারতের বাজারে হাজির করেছি।” তাদের বাইকগুলিতে যে আপডেটের পাশাপাশি নতুন মডেল লঞ্চের প্রক্রিয়া জারি থাকবে বলে নিশ্চিত করেছেন যোশি।

স্পেসিফিকেশনের কথা বললে, Jawa 42 2.1 একটি ২৯৫.৭২ সিসি সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুল্ড ইঞ্জিনে ছোটে। যা থেকে সর্বোচ্চ ২৭ বিএইচপি শক্তি এবং ২৬.৮৪ এনএম টর্ক উৎপন্ন হয়। এতে সিক্স স্পিড ট্রান্সমিশন উপস্থিত। অন্যদিকে Yezdi Roadster পরিচালিত ৩৩৪ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিনে। যা থেকে ২৯ বিএইচপি শক্তি এবং ২৮.৯৫ এনএম টর্ক উৎপন্ন হয়। এতেও ছয় গতির গিয়ারবক্স এবং অ্যাসিস্ট ও স্লিপার ক্লাচ উপস্থিত। উভয় বাইকে ডিস্ক ব্রেক সমেত ডুয়েল চ্যানেল এবিএস আছে। সাসপেনশন সামলাতে দেওয়া হয়েছে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং ডুয়েল শক অ্যাবসর্বার।

Show Full Article
Next Story