Jawa 42 Bobber: সদ্য লঞ্চ হওয়া দেশের সবচেয়ে সস্তা ববার বাইকের পাঁচ অজানা তথ্য

গত সপ্তাহে ভারতের বাজারে পা রেখেছে Jawa 42 Bobber। নাম শুনেই বাইকটির গোত্র সম্পর্কে আন্দাজ করা যায়। হ্যাঁ ঠিকই ধরেছেন –...
SUMAN 4 Oct 2022 7:50 PM IST

গত সপ্তাহে ভারতের বাজারে পা রেখেছে Jawa 42 Bobber। নাম শুনেই বাইকটির গোত্র সম্পর্কে আন্দাজ করা যায়। হ্যাঁ ঠিকই ধরেছেন – এটি আসলেই একটি ববার মোটরবাইক। অবিশ্বাস্য দামে এটি বাজারে এনেছে নির্মাতা সংস্থা জাওয়া (Jawa)। মূল্যের বিচারে এটিই এদেশের সবচেয়ে সস্তার ববার মোটরসাইকেলের তকমা আদায় করে নিয়েছে। এই প্রতিবেদনে 42 Bobber-এর পাঁচটি হাইলাইট আলোচনা করা হল।

Jawa 42 Bobber দাম ও ভ্যারিয়েন্ট

নতুন Jawa 42 Bobber-এর মূল্য ২.০৬ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু। একটি ববার মডেলের পক্ষে যা অবিশ্বাস্য। ভাইটি তিনটি কালার ভ্যারিয়েন্টে বেছে নেওয়া যায় – মিস্টিক কপার, মুনস্টোন হোয়াইট ও জ্যাসপার রেড (ডুয়েল টোন)। এদের দাম যথাক্রমে ২.০৬, ২.০৭ ও ২.০৯ লক্ষ টাকা। কালার ছাড়া এদের মধ্যে বিশেষ কোনো ফারাক নেই।

Jawa 42 Bobber ডিজাইন

ডিজাইনের দিক থেকে বাইকটি সংস্থার ফ্ল্যাগশিপ মোটরসাইকেল Jawa Perak-এর অনুরূপ। তবে ভালোভাবে দেখলে পার্থক্য বোঝা যায়। Jawa 42-তে রয়েছে ফুল ফেন্ডার, একটি রাউন্ড হেডলাইট ও টেললাইট, দু’পাশে ডুয়েল এগজস্ট, স্পোক হুইল এবং অফসেট ইন্সট্রুমেন্ট কনসোল। Perak-এর সাথে পার্থক্য বলতে এতে দেওয়া হয়েছে একটি নতুন ডিজাইনের ফুয়েল ট্যাঙ্ক, চওড়া হ্যান্ডেল বার, এবং রিডিজাইনড সিট। যা 42 Bobber-কে ফ্যামিলিয়ার লুক দিয়েছে।

Jawa 42 Bobber যন্ত্রাংশ এবং ফিচার্স

নবাগত Jawa 42 Bobber-এর ফিচারের তালিকাটি বেশ লম্বা চওড়া। এতে রয়েছে কভার যুক্ত টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক, যা ইউএসডি ইউনিটের ন্যায় দেখতে। এছাড়া আছে সিঙ্গেল সিটের সাথে যুক্ত মোনোশক সাসপেনশন, ১৮ ইঞ্চি ফ্রন্ট এবং ১৭ ইঞ্চি রিয়ার স্পোক হুইল, ডুয়েল চ্যানেল এবিএস সহ উভয় চাকায় ডিস্ক ব্রেক, স্মার্টফোন কানেক্টিভিটি ফিচার ছাড়া একটি ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল এবং এলইডি লাইটিং সহ আরও অন্যান্য বৈশিষ্ট্য।

Jawa 42 Bobber ইঞ্জিন স্পেসিফিকেশন

ববার বাইকটিতে চালিকা শক্তি জোগাতে দেওয়া হয়েছে একটি ৩৩৪ সিসি লিকুইড কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। যা থেকে ৩০.৬৪ বিএইচপি শক্তি এবং ৩২.৭৪ এনএম টর্ক উৎপন্ন হয়। এর সাথে সংযুক্ত ৬-স্পিড গিয়ার বক্স। এই একই ইঞ্জিন Jawa Perak-এও রয়েছে।

Jawa 42 Bobber প্রতিযোগিতা

Jawa 42 Bobber-র সাথে প্রতিদ্বন্দ্বীতা চালায় খোদ সংস্থার Perak মডেলটি। এছাড়া প্রতিপক্ষ হিসেবে রয়েছে Royal Enfield Meteor 350 এবং সদ্য লঞ্চ হওয়া Keeway V302C (ববার)। এছাড়াও সমমূল্যের একাধিক বাইকের সাথে Jawa 42-র প্রতিযোগিতা চলে। যার মধ্যে Honda CB350 উল্লেখযোগ্য।

Show Full Article
Next Story