পৌরাণিক ঘোড়ার থেকে অনুপ্রেরণা নিয়ে তৈরি বাইক লঞ্চ করল Jawa, বাজারে মাত্র 100টি পাওয়া যাবে

আরও এক চমক নিয়ে হাজির হলো Jawa Yezdi Motorcycles। সংস্থার পক্ষ থেকে লঞ্চ করা হল Jawa 42 Tawang Edition। এটি তাওয়াঙ্গে...
techgup 26 Jan 2023 4:20 PM IST

আরও এক চমক নিয়ে হাজির হলো Jawa Yezdi Motorcycles। সংস্থার পক্ষ থেকে লঞ্চ করা হল Jawa 42 Tawang Edition। এটি তাওয়াঙ্গে আয়োজিত তোর্গা উৎসবের কথা ভেবেই বিশেষভাবে তৈরি। মোটরসাইকেলটির মাত্র ১০০ ইউনিট তৈরি করা হবে। উত্তর-পূর্বের রাজ্য অরুণাচল প্রদেশ এবং তার প্রতিবেশী অঞ্চলেই কেবল মিলবে মধ্যেই মিলবে Jawa 42 এর Tawang এডিশন বাইক।

লিমিটেড এডিশন মডেলটি Jawa 42-র Sports Stripe Allstar Black মডেলটির উপরেই তৈরি করা হয়েছে। যার ডিজাইন তিব্বতি সংস্কৃতিতে সমৃদ্ধি ও সৌভাগ্যের প্রতীক হিসাবে মানা পৌরাণিক ঘোড়া, লুংটা-র থেকেই অনুপ্রাণিত হয়ে করা হয়েছে। বাইকটির নকশায় নজর কাড়ে ফুয়েল ট্যাংক, সামনের ফিল্ডার এবং দুপাশের বডি প্যানেলের সর্বত্র লুংটার লোগো। প্রতিটি বাইকে থাকবে একটি বিশেষ নাম্বার যার চারপাশে ব্রোঞ্জের কারুকার্য চোখে পড়বে। স্পেশাল এডিশনগুলিকে আলাদাভাবে চিহ্নিত করার জন্যই এই ব্যবস্থা।

ইঞ্জিন স্পেসিফিকেশন থাকছে অপরিবর্তিত। সাধারণ মডেলের মতোই ২৯৩ সিসির লিকুইড কুল্ড ফুয়েল ইনজেক্টেড ইঞ্জিন দ্বারা পরিচালিত এটি। যা থেকে ২৬.৯৫ বিএইচপি এবং ২৬.৮৪ এনএম টর্ক উৎপাদিত হয়। Jawa 42-র এই Tawang এডিশন উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অরুণাচল প্রদেশের তাওয়াং-এর বিধায়ক। এর পাশাপাশি সেখানে ছিলেন মুখ্যমন্ত্রীর কমিশনার সোনম চম্বে এবং অ্যাডভেঞ্চার টুর অপারেটর অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যান ওকেন তায়েং। সংস্থার আধিকারিকরা Jawa 42 Tawang Edition এর চাবি বাছাই করা কয়েকজন গ্রাহকের হাতেও তুলে দেন।

Jawa Yezdi Motorcycles এর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক আশিষ সিং বলেন, "বাইকপ্রেমীদের জন্য রোমাঞ্চকর দৃশ্য এবং অসাধারণ সমস্ত রাস্তা উপহার দিয়েছে অরুণাচল প্রদেশ। এই সুন্দর সংস্কৃতি এবং তার আনুষঙ্গিক ব্যবস্থাপনা যে কোনো ধরনের বাইক ভ্রমণকে এক অন্য পর্যায়ে পৌঁছে দেয়। আর ঠিক এই ভাবনা থেকেই আমরা নিয়ে এসেছি Jawa 42 Tawang এডিশন। প্রত্যেকটি রাইডের জন্য আসল উপহার লুকিয়ে রয়েছে অরুণাচল প্রদেশের প্রত্যেকটি অংশে যা এদেশের প্রত্যেকটি Jawa ও Yezdi চালকের কাছে স্বর্গসম।"

Show Full Article
Next Story