Royal Enfield-কে টেক্কা দিতে ইলেকট্রিক বাইক নিয়ে আসছে Jawa

একসময় বলিউডের ছবিতে আকছার দেখা যেত জাওয়া (Jawa)-কে। নামী সুপারস্টারেরা জাওয়া মোটরসাইকেলে পোজ দিতেন। কিন্তু ৯০-এর দশকের শেষে ভারত থেকে পাততাড়ি গোটায় জাওয়া। অবশ্য ২০১৮…

একসময় বলিউডের ছবিতে আকছার দেখা যেত জাওয়া (Jawa)-কে। নামী সুপারস্টারেরা জাওয়া মোটরসাইকেলে পোজ দিতেন। কিন্তু ৯০-এর দশকের শেষে ভারত থেকে পাততাড়ি গোটায় জাওয়া। অবশ্য ২০১৮ সালে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা (Mahindra & Mahindra)-র হাত ধরে স্বমহীমায় ভারতে ফেরে জাওয়া। এবার নতুন বাইক নিয়ে হাজির হচ্ছে তারা। তবে পেট্রোলচালিত ববার বা রেট্রো বাইক নয়, পুরোদস্তুর ইলেকট্রিক বাইক লঞ্চ করতে চলেছে সংস্থাটি। ২০২২-এর মাঝামাঝি সময়ে বাজারে আসবে জাওয়ার সেই ব্যাটারিচালিত মোটরসাইকেল।

জাওয়ার প্রধান নির্বাহী কর্মকতা বা চিফ এগজিকিউটিভ অফিসার আশীষ সিং যোশী (Ashish Singh Joshi) বলেছেন, “যুক্তরাজ্যের কভেন্ট্রিতে একটি ছোট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার খুলেছি আমরা। সেখানে আমাদের হয়ে বিএসএ (BSA)-এর ১২-১৫ জন কর্মচারী কাজ করছেন। মোটরসাইকেলটি যে বৈদ্যুতিক প্রযুক্তি সহযোগে আসবে, তা বর্তমানে ওই গবেষণা ও উন্নয়ন কেন্দ্রে বিকাশ করা হচ্ছে।”

ইলেকট্রিক বাইকের জন্য দেশে তৈরি হওয়া (লোকালাইজেশন) যন্ত্রাংশের দিকে ঝুঁকতে পারে জাওয়া। যার ফলে দামের নিরিখে জাওয়া ইলেককট্রিক মোটরসাইকেলকে প্রতিদ্বন্দ্বী সংস্থাগুলির সঙ্গে একই সারিতে বসানো সম্ভব হবে।

জাওয়ার আসন্ন ই-বাইকের ডিজাইন সিম্পল, রেট্রো (পুরনো) লুকের হবে বলে মনে করা হচ্ছে। সেইসঙ্গে যাতে একঝলকে ইলেকট্রিক অবতার বলে চেনা যায়, তার জন্য থাকবে কিছুটা আধুনিকতার ছোঁয়া।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন