JBL Live Beam 3: ১৫ মিনিটের চার্জে ৪ ঘন্টা চলবে জেবিএল এর নতুন ইয়ারবাড, দাম কত
ভারতে লঞ্চ হল JBL ব্রান্ডের নতুন JBL Live Beam 3 ইয়ারবাড। প্রিমিয়াম রেঞ্জের এই ইয়ারফোনে রয়েছে স্পেসিয়াল অডিও,...ভারতে লঞ্চ হল JBL ব্রান্ডের নতুন JBL Live Beam 3 ইয়ারবাড। প্রিমিয়াম রেঞ্জের এই ইয়ারফোনে রয়েছে স্পেসিয়াল অডিও, অ্যাডাপটিভ নয়েজ ক্যান্সেলেশন ফিচার সহ একাধিক আকর্ষণীয় টেকনোলজি। চলুন দেখে নেওয়া যাক নতুন JBL Live Beam 3 ইয়ারফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।
JBL Live Beam 3 ইয়ারবাড এর দাম ও কালার অপশন
ভারতীয় বাজারে JBL Live Beam 3 ইয়ারফোনের দাম ধার্য করা হয়েছে ১৩,৯৯৯ টাকা। আগামী ১৮ জুন থেকে ই+কমার্স সাইট অ্যামাজনে এটি কিনতে পাওয়া যাবে। আর এটি ক্রেতারা পাবেন ব্ল্যাক, ব্লু এবং গ্রে কালার অপশনে।
JBL Live Beam 3 ইয়ারবাড এর ফিচার ও স্পেসিফিকেশন
নতুন JBL Live Beam 3 ইয়ারফোনটি ১০ এমএম ডাইনামিক ড্রাইভার সহ এসেছে, যাতে পাওয়া যাবে জেবিএল -এর সিগনেচার সাউন্ড। এর সাথে দেওয়া হচ্ছে একটি কাস্টমাইজ স্মার্টকেস। যা ব্যবহারকারীকে জেবিএল স্পেসিয়াল সাউন্ড নিয়ন্ত্রণ করতে, মিউজিক ও কল ম্যানেজ করতে ও পছন্দরসই স্ক্রীন সেভার সেট করতে সাহায্য করবে। সেই সঙ্গে অডিও ডিভাইসটি এলডিএসি সাপোর্ট সহ হাই রেজোলিউশন অডিও অফার করতে সক্ষম। এখানেই শেষ নয়। নয়া ইয়ারফোনে রয়েছে স্মার্ট অ্যাম্বিয়েন্ট মোড যুক্ত অ্যাডাপটিভ নয়েজ ক্যান্সলেশন ফিচার। ফলে বাইরের যে কোনও আওয়াজ এড়িয়ে ইউজারের লিসনিং এক্সপেরিয়েন্স আরো উন্নততর হবে।
অন্যদিকে, JBL Live Beam 3 হেয়ারেবলটির প্রত্যেকটি ইয়ারবাডে থাকছে ছ'টি মাইক্রোফোন। তাই ব্যবহারকারী দুর্দান্ত কল এক্সপেরিয়েন্স উপভোগ করতে পারবেন। এবার আসা যাক JBL Live Beam 3 ইয়ারফোনের আকর্ষণীয় ব্যাটারি প্রসঙ্গে। সংস্থার মতে , অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন ফিচার বন্ধ থাকলে এটি ৪৮ ঘন্টা এবং চালু থাকলে ৪০ ঘন্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম। আবার স্পিড চার্জ টেকনোলজি থাকায় মাত্র ১৫ মিনিট চার্জ দিলে এটি ৪ ঘণ্টা পর্যন্ত ব্যবহার করা যাবে। উপরন্তু এই ইয়ারফোনে ওয়্যারলেস চার্জিংও সাপোর্ট করবে।
তদুপরি JBL Live Beam 3 ইয়ারফোনে রয়েছে ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটি। পাশাপাশি এটিকে JBL অ্যাপের মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব। অর্থাৎ ব্যবহারকারী তাদের স্মার্টফোন থেকে অ্যাপের মাধ্যমে এর ইকুইলাইজার সেট করতে পারবেন ও স্মার্ট অডিও থেকে ভিডিও মোডে নিয়ে যেতে পারবেন।