Jelly Max 5G: আসছে সবচেয়ে ছোট ৫জি ফোন, ১২ জিবি র‌্যাম সহ থাকবে শক্তিশালী প্রসেসর

আপনি যদি ৫জি সাপোর্ট সহ একটি কমপ্যাক্ট সাইজের স্মার্টফোন খুঁজে থাকেন, তাহলে জেলি ম্যাক্স আপনার জন্য পারফেক্ট অপশন হতে পারে। ইউনিক স্মার্টফোনের জন্য জনপ্রিয়, ইউনিহার্টজ…

আপনি যদি ৫জি সাপোর্ট সহ একটি কমপ্যাক্ট সাইজের স্মার্টফোন খুঁজে থাকেন, তাহলে জেলি ম্যাক্স আপনার জন্য পারফেক্ট অপশন হতে পারে। ইউনিক স্মার্টফোনের জন্য জনপ্রিয়, ইউনিহার্টজ সম্প্রতি আসন্ন জেলি ম্যাক্স নামে এই স্মার্টফোনটির টিজার প্রকাশ করেছে। ইউনিহার্টজ দাবি করেছে যে এটি বাজারের সবচেয়ে ছোট ৫জি ফোন হবে। লঞ্চের আগে এর কিছু বিশেষ স্পেসিফিকেশন এসেছে। আসুন স্মার্টফোনটি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

সবচেয়ে ছোট ৫জি ফোনে থাকবে ১২ জিবি র‌্যাম ও শক্তিশালী প্রসেসর

জেলি ম্যাক্স ছোট ফোন হলেও শক্তিশালী প্রসেসর সহ লঞ্চ হবে। এতে ১২ জিবি এলপিডিডিআর৫ র‌্যাম এবং ২৫৬ জিবি ইউএফএস ৩.১ স্টোরেজের সাথে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ প্রসেসর থাকবে। সংস্থার দাবি, আগের মডেলের তুলনায় এই ফোনে ৫৪ শতাংশ দ্রুত সিপিইউ, ৮৭ শতাংশ দ্রুত জিপিইউ, ৩৬ শতাংশ দ্রুত মেমোরি এবং ৩০ শতাংশ উন্নত এনার্জি এফিসিয়েন্সি পাওয়া যাবে।

ফাস্ট চার্জিং সাপোর্টও থাকায় ২০ মিনিটে জেলি ম্যাক্স ফোনটি ৯০% চার্জ হবে

নতুন ৫জি ফোনের ডিসপ্লে নিয়ে কিছু না জানানো হলেও, সংস্থাটি আমাদের আশ্বস্ত করেছে যে জেলি ম্যাক্স ব্যাটারি লাইফের সাথে আপস করবে না। এতে থাকবে ৪,০০০ এমএএইচ ব্যাটারি, যা এত কমপ্যাক্ট সাইজের ফোনে খুব কমই দেখা যায়। এছাড়াও এতে ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে, যা মাত্র ২০ মিনিটের মধ্যে ফোনটিকে ৯০% পর্যন্ত চার্জ করে দেবে।

সাইজ আইফোন ১৩ মিনির মতো হবে

যদিও জেলি ম্যাক্স এর সঠিক পরিমাপ এই মুহুর্তে প্রকাশ করা হয়নি, টিজারে প্রদর্শিত স্ট্যান্ডার্ড কীবোর্ডের সাথে তুলনা করে দেখা গেছে এটির সাইজ আইফোন ১৩ মিনির মতো হবে।

এদিকে ইউনিহার্টজ এখনও জেলি ম্যাক্স‌ ফোনের লঞ্চের তারিখ এবং দাম প্রকাশ করেনি, তবে সংস্থাটি জানিয়েছে যে শীঘ্রই এর কিকস্টার্টার ক্যাম্পেইন শুরু হতে চলেছে। যার মাধ্যমে ফোনটি নিয়ে মানুষের আগ্রহ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন