Jio 5G: ফাইভজি নেটওয়ার্ক টেস্টে দুর্দান্ত সাফল্য জিও-র, পেল 420Mbps ডাউনলোড গতি

ভারতে 5G নেটওয়ার্ক রোলআউট আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। এ প্রসঙ্গে ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনস বা ডট (DoT) সম্প্রতি বড় ঘোষণা করেছে। তাদের দাবী, ২০২৩ সালে…

ভারতে 5G নেটওয়ার্ক রোলআউট আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। এ প্রসঙ্গে ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনস বা ডট (DoT) সম্প্রতি বড় ঘোষণা করেছে। তাদের দাবী, ২০২৩ সালে পদার্পণের আগেই দেশের ১৩টি প্রধান শহরে 5G পরিষেবা ব্যবহারের সুযোগ পাওয়া যাবে। দেশীয় টেলকোগুলির বক্তব্যেও একথার প্রতি সমর্থন মিলেছে। উল্লেখ্য, বর্তমানে Reliance Jio, Airtel, Vi পুরোদমে 5G নেটওয়ার্ক সংক্রান্ত পরীক্ষানিরীক্ষার কাজ চালিয়ে যাচ্ছে। এক্ষেত্রে অন্যতম অগ্রণী Reliance Jio সম্পূর্ণ দেশীয় প্রযুক্তির উপরে নির্ভর করেই অসাধারণ সাফল্য পেয়েছে, যা সাম্প্রতিক একটি রিপোর্টে পুনরায় ধরা পড়লো।

5G নেটওয়ার্ক স্পিড টেস্টে Jio’র দুর্দান্ত ফলাফল

আজ্ঞে হ্যাঁ, সম্প্রতি 91Mobiles -এর হাতে এমন এক স্ক্রিনশট এসে পৌঁছেছে, যেখানে জিও’র ৫জি নেটওয়ার্ক গতিপরীক্ষার ফলাফল প্রত্যক্ষ। স্ক্রিনশটের পরিসংখ্যান অনুযায়ী, ৫জি নেটওয়ার্কের গতিপরীক্ষায় জিও গড়ে ৪২০ এমবিপিএসের (Mbps) ডাউনলোড এবং ৪১২ এমবিপিএসের (Mbps) আপলোড গতি অর্জনে সমর্থ হয়েছে, যা প্রকৃত অর্থেই ফাটাফাটি। উক্ত পরিষেবার ল্যাটেন্সি যথাক্রমে ১১ এবং ৯ মিলিসেকেন্ড (ms)।

এছাড়া আলোচ্য স্পিড টেস্টে জিও’র 4G পরিষেবার গতিপ্রকৃতিও স্পষ্ট। এক্ষেত্রে 4G নেটওয়ার্কের অধীনে সংস্থাটি ৪৬.৮২ এমবিপিএসের ডাউনলোড এবং ২৫.৩১ এমবিপিএসের আপলোড গতি স্পর্শ করেছে। অর্থাৎ পরিসংখ্যানে আস্থা রাখলে একথা বলা চলে যে জিও’র 5G পরিষেবা পূর্ববর্তী 4G নেটওয়ার্কের থেকে প্রায় ৮ গুণ দ্রুত ডাউনলোড এবং ১৫ গুণ দ্রুত আপলোড গতি প্রদান করবে!

প্রসঙ্গত জানিয়ে রাখি, 5G নেটওয়ার্ক সংক্রান্ত জিও’র আলোচ্য গতিপরীক্ষাটি সংস্থার মুম্বই সার্ভারে অনুষ্ঠিত হয়। বাস্তবে ডাউনলোড এবং আপলোড গতি এই পরীক্ষায় প্রাপ্ত ফলাফলের থেকে পৃথক হতে পারে। বিশেষত পরিষেবায় সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা বাড়লে ডাউনলোড ও আপলোড গতি নিম্নমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে। ২০১৬ সালে 4G নেটওয়ার্ক রোলআউটের সময় এই ঘটনা প্রত্যক্ষ করা যায়। সেবার পরীক্ষামূলক ধাপে ১৩৫ এমবিপিএসের গতি স্পর্শ করা সম্ভব হলেও, পরিষেবা প্রদানের সময় তা ২৫-৩০ এমবিপিএসে নেমে আসে। ফলে স্পিড টেস্টের ফলাফল নিয়ে এখনই উচ্ছ্বসিত হওয়ার কোন কারণ নেই।

এদিকে শোনা যাচ্ছে একবারে নয়, বরং ধাপে ধাপে সারা দেশজুড়ে Jio তাদের দ্রুতগতির 5G নেটওয়ার্ক রোলআউট করতে চলেছে। সেক্ষেত্রে চলতি বছরের শেষের দিকে এই প্রক্রিয়া শুরু হবে। এছাড়া দেশের অপর দুই প্রধান টেলকো Airtel ও Vodafone Idea’র তরফ থেকেও প্রায় একই সময়ে 5G নেটওয়ার্ক রোলআউট করা হতে পারে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন