সবচেয়ে কম সময়ে 5G চালু করবে Reliance Jio, কোন ব্যান্ডের কত মেগাহার্টজ স্পেকট্রাম কিনলো দেখুন
ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনস বা DoT -এর পরিচালনায় 5G নিলাম প্রক্রিয়া সফলভাবে অনুষ্ঠিত হয়েছে, বেশ কিছুদিন হয়ে গেল।...ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনস বা DoT -এর পরিচালনায় 5G নিলাম প্রক্রিয়া সফলভাবে অনুষ্ঠিত হয়েছে, বেশ কিছুদিন হয়ে গেল। দেশীয় বাজারে হাজির প্রাইভেট টেলকোদের মধ্যে সর্বাধিক ৮৮,০৭৮ কোটি টাকা খরচ করে এই নিলাম থেকে ২৪,৭৪০ মেগাহার্টজের (MHz) স্পেকট্রাম অধিকার করেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অধীনস্থ সংস্থা রিলায়েন্স জিও (Reliance Jio)। এক্ষেত্রে সংস্থাটি ৭০০, ৮০০, ১৮০০, ৩৩০০ মেগাহার্টজ এবং ২৬ গিগাহার্টজের (GHz) ব্যান্ড থেকে স্পেকট্রামের বরাত লাভ করেছে, যা তাদের সর্বভারতীয় ক্ষেত্রে তুলনামূলক দ্রুত 5G রোলআউটে সহায়তা করবে।
আজ্ঞে হ্যাঁ, সদ্য প্রকাশিত একটি বিবৃতিতে Jio সাফ দাবি করেছে যে, গ্রাহকদের কাছে 5G পরিষেবার আস্বাদ পৌঁছে দিতে তারা সবথেকে কম সময় নেবে। সেক্ষেত্রে ১৫ই আগস্ট (২০২২), স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে জিও (Jio) সর্বভারতীয় পরিসরে 5G পরিষেবা রোলআউট করবে বলে মনে করা হচ্ছে। আসুন Reliance Jio কোন কোন ব্যান্ডে কত মেগাহার্টজ স্পেকট্রামের বরাত পেল দেখে নেওয়া যাক।
২৬ গিগাহার্টজ (GHz) ব্যান্ড
২৬ ব্যান্ডের অধীনে রিলায়েন্স জিও দেশের প্রতিটি টেলিকম বলয়ে ১,০০০ মেগাহার্টজ করে মোট ২২,০০০ মেগাহার্টজ স্পেকট্রাম ক্রয় করেছে।
৩৩০০ মেগাহার্টজ (MHz) ব্যান্ড
এই ব্যান্ডের অধীনে জিও হিমাচল প্রদেশ, জম্মু-কাশ্মীর, উত্তর-পূর্ব, কর্নাটক, কেরল, মধ্যপ্রদেশ, রাজস্থান এবং উত্তরপ্রদেশ পশ্চিম সার্কেলগুলির প্রতিটির জন্য ১৩০ মেগাহার্টজের স্পেকট্রাম ক্রয় করেছে। এছাড়া বাকি সার্কেলগুলির প্রতিটির জন্য সংস্থাটি ৩৩০০ মেগাহার্টজ ব্যান্ডের অধীনে ১০০ মেগাহার্টজ করে স্পেকট্রাম দখলে রেখেছে। সবমিলিয়ে আলোচ্য ব্যান্ড থেকে জিও ক্রয় করেছে ২,৪৪০ মেগাহার্টজের স্পেকট্রাম।
৭০০ মেগাহার্টজ (MHz) ব্যান্ড
অপেক্ষাকৃত ব্যয়বহুল ৭০০ মেগাহার্টজের ব্যান্ড থেকে জিও প্রতিটি টেলিকম বলয়ের জন্য ১০ মেগাহার্টজ করে সর্বমোট ২২০ মেগাহার্টজের স্পেকট্রাম দখলে রেখেছে।
৮০০ মেগাহার্টজ (MHz) ব্যান্ড
৮০০ মেগাহার্টজ ব্যান্ডের অধীনে আসাম, জম্মু-কাশ্মীর, উত্তর-পূর্ব এবং উত্তরপ্রদেশ পশ্চিম সার্কেলের প্রতিটির জন্য জিও ৫ মেগাহার্টজ করে মোট ২০ মেগাহার্টজের স্পেকট্রাম ক্রয় করেছে।
১৮০০ মেগাহার্টজ (MHz) ব্যান্ড
১৮০০ মেগাহার্টজ ব্যান্ড থেকে জিও ছয়টি টেলিকম বলয় যথা, গুজরাট, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ওড়িশা, রাজস্থান, ও উত্তরপ্রদেশ পূর্বের প্রতিটির জন্য, ১০ মেগাহার্টজ করে মোট ৬০ মেগাহার্টজের স্পেকট্রাম ঝুলিতে পুরেছে।