Airtel ও Vi কে পিছনে ফেললো Reliance Jio, জুড়লো ৪২ লক্ষ নতুন গ্রাহক

চলতি বছরের মধ্যে নিজের ইউজারবেস ৫০০ মিলিয়নে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে Reliance Jio। কিন্তু বছরের প্রথম মাসে, দেশের শীর্ষস্থানীয় এই টেলকোটি তেমন উল্লেখযোগ্য সংখ্যায় নতুন…

চলতি বছরের মধ্যে নিজের ইউজারবেস ৫০০ মিলিয়নে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে Reliance Jio। কিন্তু বছরের প্রথম মাসে, দেশের শীর্ষস্থানীয় এই টেলকোটি তেমন উল্লেখযোগ্য সংখ্যায় নতুন গ্রাহক যুক্ত করতে সক্ষম হয়নি। বরঞ্চ Jio-কে বুড়ো আঙুল দেখিয়ে ওই সময় কয়েক মিলিয়ন নতুন ইউজার পেয়েছিল Airtel। তবে মাস ঘুরতে না ঘুরতেই এই বিষয়টিকে নিজের নিয়ন্ত্রণে এনেছে মুকেশ আম্বানির মালিকানাধীন টেলিকম সংস্থাটি। ট্রাইয়ের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, Reliance Jio, গত ফেব্রুয়ারিতে নিজের নেটওয়ার্কে ৪.২ মিলিয়ন ( ৪২ লক্ষ) নতুন ইউজার যুক্ত করেছে এবং এই স্বাস্থ্যকর সংযোজনের ফলে সংস্থার গ্রাহক সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১৪.৯ মিলিয়নে।

যদিও Jio-র পাশাপাশি ভারতের অন্য দুই জনপ্রিয় প্রাইভেট টেলিকম অপারেটর Airtel এবং Vodafone-Idea (Vi)-ও ফেব্রুয়ারি মাসে নতুন গ্রাহককে আকর্ষিত করতে সক্ষম হয়েছে বলে জানা গেছে। এক্ষেত্রে, নতুন ৩.৭ মিলিয়ন (৩৭ লক্ষ) ইউজার পাওয়ায় এয়ারটেলের ওয়্যারলেস ইউজারবেস ৩৪৮.৩ মিলিয়নের অঙ্কে পৌঁছেছে। অন্যদিকে, Vi দীর্ঘ সময় পর বছরের দ্বিতীয় মাসে তার ইউজারবেস ২৮২.৬ মিলিয়নে প্রসারিত করেছে; এই সময়ে সংস্থার নেটওয়ার্কে জুড়েছে ৬.৫ লাখ নতুন ইউজার। অর্থাৎ ফেব্রুয়ারিতে সবচেয়ে বেশি নতুন গ্রাহককে স্বাগত জানিয়েছে Jio। প্রসঙ্গত জানুয়ারিতে জিও ১.৯ মিলিয়ন নতুন গ্রাহক পেয়েছিল, যেখানে Airtel-এর নেট সংযোগ ছিল ৫.৮ মিলিয়ন।

অন্যদিকে ২০২১ সালের ফেব্রুয়ারির শেষে মোট ওয়্যারলেস গ্রাহকের সংখ্যা হয়েছে ১,১৬৭.৭১ মিলিয়ন এবং গ্রাহক সংখ্যার মাসিক হার বেড়েছে ০.৭২%। এক্ষেত্রে ফেব্রুয়ারির শেষে শহরাঞ্চলে ওয়্যারলেস সাবস্ক্রিপশন বেড়েছে ৬৩৯.২৪ মিলিয়ন, যেখানে গ্রামীণ অঞ্চলে ওয়্যারলেস সাবস্ক্রাইবারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২৮.৪৭ মিলিয়নে। একই সময়ে নগর (আর্বান অঞ্চল) ও পল্লী (রুরাল) অঞ্চলে সাবস্ক্রিপশনের মাসিক হার যথাক্রমে ০.৯৪% এবং ০.৪৪% ছিল বলে ট্রাই জানিয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালের ফেব্রুয়ারি পর্যন্ত যেখানে বেসরকারি টেলিকম সংস্থাগুলির ওয়্যারলেস সাবস্ক্রাইবার সম্বলিত মোট শেয়ারের পরিমাণ (Jio-র ৩৫.৫৪%, Airtel-এর ২৯.৮৩% এবং Vi-এর ২৪.২০%) ছিল ৮৯.৫৭ শতাংশ, সেখানে রাষ্ট্রায়ত্ত টেলিকম কর্পোরেশন BSNL (ভারত সঞ্চার নিগম লিমিটেড) এবং MTNL (মহানগর টেলিফোন নিগম লিমিটেড)-এর মার্কেটে শেয়ার ছিল মাত্র ১০.৪৩ শতাংশ। ফেব্রুয়ারিতে এই দুটি সংস্থার থেকেই গ্রাহকরা মুখ ফিরিয়ে নিয়েছে বলে জানা গিয়েছে।

একইভাবে, ফেব্রুয়ারির শেষে ব্রডব্যান্ড গ্রাহকদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৬৫.০৯ মিলিয়নে। এক্ষেত্রে দেশের পাঁচটি সার্ভিস প্রোভাইডার (Jio, Airtel, Vi, BSNL, Atria Convergence) মাসের শেষে ৯৮.৮ শতাংশ মার্কেট শেয়ার দখল করেছে বলে অভিমত ট্রাইয়ের।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন