ফের লক্ষ লক্ষ গ্রাহক বাড়ালো Jio, Airtel, দুশ্চিন্তায় BSNL, Vi

সদ্য মে মাসে ভারতীয় টেলিকম পরিষেবা সরবরাহকারীদের পারফর্ম্যান্স বিষয়ক রিপোর্ট সামনে এনেছে কেন্দ্রীয় টেলিকম নিয়ামক সংস্থা ট্রাই (TRAI)। এই রিপোর্ট অনুযায়ী, মে মাসে নিজেদের পরিষেবার…

সদ্য মে মাসে ভারতীয় টেলিকম পরিষেবা সরবরাহকারীদের পারফর্ম্যান্স বিষয়ক রিপোর্ট সামনে এনেছে কেন্দ্রীয় টেলিকম নিয়ামক সংস্থা ট্রাই (TRAI)। এই রিপোর্ট অনুযায়ী, মে মাসে নিজেদের পরিষেবার আওতায় লক্ষ লক্ষ নতুন গ্রাহক জুড়তে সমর্থ হয়েছে রিলায়েন্স জিও (Reliance Jio) এবং এয়ারটেল (Airtel)। পাশাপাশি এই দুই টেলকোর অ্যাক্টিভ ইউজার বেসও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বিপরীতে ভিআই (Vi) এবং রাষ্ট্রায়ত্ত বিএসএনএল (BSNL) -এর রক্তক্ষরণ অবশ্য সেই একই রকম অব্যাহত রয়েছে। মে মাসে অসংখ্য পরিমাণ গ্রাহক শেষোক্ত দুই সংস্থার সঙ্গ ছেড়েছেন বলে ট্রাই (TRAI) -এর সদ্য প্রকাশিত রিপোর্টে উঠে এসেছে।

মে মাসে সাবস্ক্রাইবার বাড়ালো Jio, Airtel, রক্তক্ষরণ অব্যাহত BSNL, Vi -এর

ট্রাই প্রকাশিত তথ্য অনুযায়ী, মে মাসে Jio প্রায় ৩১,১১,৪১৭ বা ৩.১১ মিলিয়ন নতুন ইউজার নিজেদের পরিষেবার অধীনে যুক্ত করতে সফল হয়েছে। একই সময়ে Airtel পরিষেবার আওতায় জুড়েছে ১০,২৭,৮৮১ বা ১.০২ মিলিয়ন নতুন গ্রাহক। বলাবাহুল্য এই দুই টেলকোই মে মাসে নিজেদের জন্য ইতিবাচক ফলাফল তুলে ধরতে পেরেছে।

অন্যদিকে এমটিএনএল (MTNL) অর্থাৎ মহানগর টেলিফোন নিগম লিমিটেড এবং BSNL -এর জন্য মে মাস দুঃসংবাদ বয়ে এনেছে। ট্রাইয়ের রিপোর্ট বলছে আলোচ্য সময়ে এই দুই সংস্থা যথাক্রমে ২,৬৬৫ ( ০.০০২৬ মিলিয়ন) ও ৫,৩১,৫০২ (০.৫৩ মিলিয়ন) গ্রাহক খুইয়ে বিপাকে পড়েছে। একই সময়ে দেশীয় টেলিকম সেক্টরের ৩য় প্রধান শক্তি Vi হারিয়েছে ৭,৫৯,২৫৮ বা ০.৭৫ মিলিয়ন গ্রাহক। অর্থাৎ তাদের (Vi) জন্যও ট্রাইয়ের রিপোর্ট কোনো ইতিবাচক বার্তা বয়ে আনেনি।

মে মাসে অ্যাক্টিভ ইউজার বেসের নিরিখে এগিয়ে কারা, কারা পিছিয়ে?

এক্ষেত্রে প্রথমেই বলে রাখি, চলতি ২০২২ সালের এপ্রিলে যেখানে জিও’র অ্যাক্টিভ ইউজার বেস ছিল প্রায় ৩৭৮.৮৫ মিলিয়ন, সেখানে মে মাসে এই পরিমাণ বৃদ্ধি পেয়ে ৩৮৩.৩১ মিলিয়নে পৌঁছেছে।

আবার পরিষেবার অধীনে ২.১২ মিলিয়ন সক্রিয় গ্রাহক যোগ করে এয়ারটেল তাদের সক্রিয় ইউজারের সংখ্যা ৩৫২.৬৮ মিলিয়ন (এপ্রিল) থেকে ৩৫৪.৮৬ মিলিয়নে (মে) নিয়ে আসতে সফল হয়েছে।

এছাড়া ভিআই ও বিএসএনএলের সক্রিয় গ্রাহক ভিত্তি পূর্বের থেকে অনেকটাই কমে দাঁড়িয়েছে, যা টেলকোদ্বয়ের জন্য মোটেও শুভ সংকেত নয়। এপ্রিল মাসে ভিআইয়ের সক্রিয় গ্রাহক ভিত্তি যেখানে ছিল ২২২.৩৩ মিলিয়ন, সেখানে মে মাসে তা হ্রাস পেয়ে ২২০.০৪ মিলিয়নে নেমে এসেছে। অন্যত্র ০.৪৬ মিলিয়ন সক্রিয় গ্রাহকের সঙ্গত্যাগের ফলে বিএসএনএলের সক্রিয় গ্রাহক ভিত্তি ৫৯.৩১ মিলিয়ন (এপ্রিল) থেকে ৫৮.৮৫ মিলিয়নে (মে) নেমে এসেছে।