5G চালুর সাথে সাথে ফের প্ল্যানের দাম বাড়াতে পারে Jio, Airtel, Vi

গ্রাহকদের সুবিধা-অসুবিধার কথা বিবেচনা না করে দেশের প্রধান টেলিকম অপারেটর সংস্থাগুলি সম্প্রতি তাদের পরিষেবার দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়। লক্ষ লক্ষ গ্রাহকের জন্য ইতিমধ্যেই সংস্থাগুলির এই…

গ্রাহকদের সুবিধা-অসুবিধার কথা বিবেচনা না করে দেশের প্রধান টেলিকম অপারেটর সংস্থাগুলি সম্প্রতি তাদের পরিষেবার দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়। লক্ষ লক্ষ গ্রাহকের জন্য ইতিমধ্যেই সংস্থাগুলির এই সিদ্ধান্ত কার্যকরি হয়েছে, যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের অন্ত নেই। প্রায় প্রত্যেকেই এভাবে ব্যাপক হারে পরিষেবা মাশুল বাড়ানোর বিরোধিতা করছেন। অথচ নিকট ভবিষ্যতে টেলিকম পরিষেবার খরচ পুনরায় কমে যাওয়ার সম্ভাবনা অল্প। উল্টে মধ্যবিত্তের দুর্গতি বাড়িয়ে আগামীদিনে আরো একবার টেলিকম মাশুল বৃদ্ধি স্রেফ কিছু সময়ের অপেক্ষা বলে মনে করা হচ্ছে!

আজ্ঞে হ্যাঁ, খুব অন্যথা না হলে আগামী কিছুদিনের মধ্যেই আবার বাড়তে চলেছে টেলিকম পরিষেবার খরচ! ইতিমধ্যে বিভিন্ন সংবাদমাধ্যমে এমন আশঙ্কার কথা সামনে আসতেই গ্রাহক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সেক্ষেত্রে পরবর্তী প্রজন্মের 5G নেটওয়ার্কের শুভারম্ভের সাথেই বাড়তি মাশুলের বোঝা গ্রাহকের ঘাড়ে চাপবে বলে আমাদের অনুমান। সম্প্রতি প্রকাশিত ET Telecom -এর একটি প্রতিবেদনে এই মূল্যবৃদ্ধির ইঙ্গিত দেওয়া হয়েছে। 5G পরিষেবা চালুর সাথে সাথেই বাড়তি মুনাফার খোঁজে টেলকোগুলি গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত মাশুল আদায় করতে পারে বলে উক্ত সংস্থা স্বীকার করেছে। মূলত এন্টারপ্রাইজ এবং ডিজিটাল সার্ভিস সেগমেন্টের গ্রাহকদের এই পরিষেবা মূল্যবৃদ্ধির ফলাফল ভুগতে হবে বলে ET Telecom-র বক্তব্য।

আসল কথা হলো, ঋণে জর্জরিত টেলিকম অপারেটর সংস্থাগুলি নিতান্ত সাশ্রয়ী মূল্যে সারা দেশব্যাপী উন্নত 5G পরিষেবা প্রদানের ব্যাপারে সম্পূর্ণ প্রত্যয়ী নয়। ফলে এর মধ্যেই তারা সরকারের কাছে স্পেক্ট্রাম মূল্য কমানোর ব্যাপারে দরবার করেছে। সেক্ষেত্রে বিশেষ সুবিধে না হলে এই বছর স্পেক্ট্রাম নীলামের সময় সংস্থাগুলি ফের পরিষেবার দাম বাড়ানোর কথা ভাবতে পারে।

অর্থাৎ বর্তমানে বিষয়টি এমনভাবেই উপস্থাপিত করা হচ্ছে যাতে মনে হতে পারে যে টেলকোগুলি নিতান্ত বাধ্য হয়েই আরো একবার পরিষেবা মাশুল বাড়ানোর পথে হাঁটতে চলেছে। যদিও ভবিষ্যতে তাদের এই ইচ্ছা বাস্তবায়িত হলে গ্রাহকদের পক্ষ থেকে ঠিক কি ধরনের প্রতিক্রিয়া মিলবে তা এখনই বলা সম্ভব নয়। মনে করা হচ্ছে আগামী বছরের শুরুতে টেলকোগুলি পুনরায় পরিষেবা মাশুল বাড়ানোর পথে হাঁটবে।

উল্লেখ্য, ইতিমধ্যেই দেশের প্রধান তিন টেলিকম পরিষেবা সরবরাহকারী সংস্থা Reliance Jio, Airtel এবং Vi দেশের বিভিন্ন প্রান্তে 5G ট্রায়ালের কাজ শুরু করে দিয়েছে। এক্ষেত্রে প্রায় প্রতিটি ট্রায়ালেই তারা বহু উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে, যার সমস্ত সংবাদ আমরা আমাদের ওয়েবসাইটে ভাগ করে নিয়েছি। তবু মনে করিয়ে দিই যে দেশের মধ্যে কোলকাতা, মুম্বই, ব্যাঙ্গালোর, চেন্নাই, পুনে, হায়দ্রাবাদ, গুঁরগাও, জামনগর প্রভৃতি শহরগুলিতে 5G ট্রায়ালের আয়োজন করা হয়। রিপোর্ট অনুযায়ী, উল্লেখিত শহরগুলি সহ মোট ১৩টি জায়গায় এই বছর 5G চালু হবে।